এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। আসলে ক্রিকেটের অগ্রগতির সাথে সাথে ফিটনেস এর চাহিদা ও লক্ষ্য করা যাচ্ছে ভারতীয় ক্রিকেটে। ভারতীয় ক্রিকেটারদের আগের তুলনায় আরও বেশি সতেজ ও ফিট রাখার জন্য বিসিসিআইয়ের ফিটনেস ট্রেনিংয়ের নেতৃত্বে আনা হয়েছে। ব্রংকো টেস্ট কে মূলত শামিল করা হয়েছে খেলোয়াড়দের ফিটনেস যাচাই জন্য ব্যবহার করা হয়ে থাকে। সামনেই এশিয়া কাপ আর এশিয়া কাপে ভারতীয় দলের স্কোয়াড নির্বাচনী সম্পূর্ণ হয়েছে। ভারতের ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করা হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে নির্বাচন করা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। এশিয়া কাপের আগেই খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষার জন্য মানদন্ড জারি করেছে বিসিসিআই।
ফিটনেস টেস্ট দিতে হাজির হয় একাধিক তারকারা

ব্যাঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে সম্প্রতি ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন ভারতীয় দলের বেশ কয়েক তারকা। শুভমন গিল (Shubman Gill), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), জিতেশ শর্মা (Jitesh Sharma), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও শার্দূল ঠাকুর (Shardul Thakur)। বোর্ডের নিয়ম অনুযায়ী, যাঁরা খেলার মধ্যে নেই তাঁদের বাধ্যতামূলকভাবে এই পরীক্ষায় বসতে হয়। সেই কারণেই জ্বর কাটিয়ে ওঠার পরেই ফিটনেস পরীক্ষা দিতে ছুটলেন গিল। এশিয়া কাপের দলে ভাইস ক্যাপ্টেন হয়েছেন শুভমান গিল (Shubman Gill), পাশাপাশি ভাইরাল জ্বরের কারণে দুলীপ ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন। সূত্রের খবর, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকলেই। এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া শুভমান, বুমরাহ, জিতেশও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যশস্বী ও ওয়াশিংটন রয়েছেন স্ট্যান্ডবাই তালিকায়।
Read More: “প্রস্তাব পেয়েছি..”, রাজস্থান রয়্যালসের নতুন প্রধান কোচ হিসেবে আসছেন রবিচন্দ্রন অশ্বিন !!
ফিটনেস টেস্টে সফল রোহিত

শার্দূলকে দেখা যাবে দলীপ ট্রফিতেই। এবারের পরীক্ষায় ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ক্রিকেটারদের হাড়ের ঘনত্বও মাপা হয়েছে। বাঁকি খেলোয়াড়দের নিয়ে ভারতীয় ভক্তদের খুব বেশি মাথাব্যথা না থাকলেও ভারতীয় দলের ওডিআই অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে শীর্ষে ছিল সমাজ মাধ্যমে আলোচনা। রোহিত টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরে কেবলমাত্র তাকে ওডিআই ফরম্যাটে দেখতে পাওয়া যাবে আর এই মুহূর্তে ভারতের কোন ওডিআই ম্যাচ নেই তবুও বোর্ড তাকে ফিটনেস টেস্টে বসার নির্দেশ দেয়। তিনি পাশ করেছেন বলেই খবর। বিসিসিআই সরকারিভাবে কিছু না জানালেও, শোনা যাচ্ছে রোহিতের ‘ইয়ো ইয়ো’ টেস্টের স্কোর ১৯.৪, যা রীতিমতো সন্তোষজনক। রোহিত এখন ৩৬। তাঁর লক্ষ্য ২০২৭ ওডিআই বিশ্বকাপ। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলবে ভারত। অন্যদিকে, সেপ্টেম্বরের শুরুতে ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’-এর ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।