টুর্নামেন্ট শুরুর আগেই ভারতকে চরম অপমান করলো পাকিস্তান, স্টেডিয়ামে জায়গা হলো না জাতীয় পতাকার !! 1

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে শুরু হয়ে গেল বিতর্ক। এবার বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হলো ভারতীয় জাতীয় পতাকা। আসলে রাত পেরোলেই পাকিস্তানের মাটিতে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের স্টেডিয়ামে ঠাঁই পেল না ভারতের জাতীয় পতাকা। পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়ামের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ভারতের পতাকা ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দলের পতাকা আছে।

পাকিস্তানের মাটিতে ঠাঁই পেল না ভারতীয় পতাকা

Champions trophy 2025
No Indian flag in Pakistan | Image: Twitter

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন ভিডিও নিয়ে শোরগোল পরে গেল সমাজ মাধ্যমে। আসলে নিরাপত্তা জনিত কারণে ভারত পাকিস্তনের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি হয়নি। যে কারণে ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ গুলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে চলেছে। এমনকি টিম ইন্ডিয়া সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে, এই দুটো ম্যাচও দুবাইতেই হবে। যার বদলে ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিত আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে পাকিস্তান।

Read More: ভক্তদের মাথায় হাত, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই দল থেকে বাদ পড়লেন তারকা খেলোয়াড় !!

করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া বাঁকি ৭টি দলের পতাকা লক্ষ করা গেলেও সেখানে অনুপস্থিত ছিল ভারতের পতাকা। শুধু করাচিতে নয় লাহোরের নতুন ভাবে সজ্জিত হওয়া স্টেডিয়ামেও নেই ভারতের পতাকা। আইসিসি ইভেন্টে প্রতিটি দেশের জাতীয় পতাকাকে সম্মান দেওয়া উচিত আয়োজক দেশকে। তবে পাকিস্তান কেন এরূপ ব্যাবহার করেছে সে নিয়ে প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে। পতাকা কান্ডে পিসিবির তরফে জানানো হয়েছে যে, আইসিসির নির্দেশিকা মেনেই নাকি চলছে তাঁরা।

ICC-এর নিয়ম মেনেই কাজ করছে পাকিস্তান

টুর্নামেন্ট শুরুর আগেই ভারতকে চরম অপমান করলো পাকিস্তান, স্টেডিয়ামে জায়গা হলো না জাতীয় পতাকার !! 2
ICC | Image: Getty Images

যে কারণেই পাকিস্তানের যে তিনটি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে সেই মাঠ গুলিতে দেখা যাবে না ভারতের পতাকা। আইসিসি ইভেন্টে প্রতিটি ম্যাচের দিনেই চারটি পতাকা লক্ষ করা যায় স্টেডিয়ামে। আইসিসি, আয়োজক দেশ এবং সম্মুখসমরে নামা দুই দেশের পতাকা ঠাঁই পায় স্টেডিয়ামে। পিসিবির মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করে বলেছেন, “বিষয়টা একেবারে জলের মতো পরিস্কার। আইসিসির নির্দেশ যে, ম্যাচের দিন কেবলমাত্র চারটি পতাকা স্টেডিয়ামে বহাল রাখতে হবে। আর সেই মেনেই আমরা এগিয়ে এসেছি।

অন্যদিকে ভারতীয় দলের কথা বলতে গেলে, ভারতীয় দল ইতিমধ্যে দুবাইতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারত তাদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি খেলতে চলেছে। রোহির শর্মার অধিনায়কত্বে ভারতীয় দল প্রস্তুত আবারও একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিস্তিমাত করতে।

Read Also: Champions Trophy 2025 PAK vs NZ Preview: মর্যাদার ম্যাচে জয়ের সন্ধানে পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই সাফল্য চায় কিউইরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *