World Cup 2023: তীরে এসে আরও একবার ডুবেছে তরী। ঘরের মাঠে বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনাল খেলতে নেমেও ট্রফি হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। টানা দশ ম্যাচে জিতে খেতাবী যুদ্ধে পা রেখেছিলেন রোহিত-বিরাট’রা। গ্রুপ পর্বে কোনো প্রতিপক্ষই পাত্তা পায় নি তাঁদের সামনে। এমনকি যে নিউজিল্যান্ড বরাবর আইসিসি টুর্নামেন্টে ভারতের শক্ত গাঁট, তারাও সেমিফাইনালে খড়কুটোর মত উড়ে গিয়েছে ‘মেন ইন ব্লু’র সামনে। কেবল ফাইনালের বৈতরণীই পেরোনো হলো না দলের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় ৯৩ হাজার দর্শকের সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটের ব্যবধানে হারতে হলো। ষষ্ঠ বিশ্বকাপ খেতাব জিতে মাঠ ছাড়লেন প্যাট কামিন্স (Pat Cummins), গ্লেন ম্যাক্সওয়েলরা।
অতীতে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) বা অন্যান্য বড় ক্রিকেটীয় প্রতিযোগিতা থেকে দল ছিটকে গেলে ভারতীয় সমর্থকদের ধৈর্য্যের বাঁধ ভাঙতে দেখা গিয়েছে। অতীতে শচীন (Sachin Tendulkar), সৌরভ, যুবরাজ থেকে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), কেউই রেহাই পান নি জনরোষ থেকে। ক্রিকেটারদের পোস্টার, কুশপুত্তলিকা পুড়তে দেখা গিয়েছে রাস্তায় রাস্তায়। কিন্তু এবারে জনতার মেজাজ যেন খানিক আলাদা। বিশ্বকাপ (ICC World Cup) হাতছাড়া হওয়ার পরেও টিম ইন্ডিয়া বা ক্রিকেটারদের কপালে নিন্দার কাঁটার চেয়ে প্রশংসার ফুলই জুটছে বেশী। ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি (Virat Kohli), ২৪ উইকেট নিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। সেরাটা দিয়েছেন বাকিরাও। দল যে সবটুকু দিয়ে ট্রফির জন্য ঝাঁপিয়েছে তা যেন বুঝতে পারছে ক্রিকেটজনতা। তাই কঠিন সময়ে কটাক্ষের চেয়ে সহমর্মিতার হাত বাড়াতেই দেখা গিয়েছে সমর্থকদের।
কিন্তু পাক সাংবাদিক ফরিদ খান (Farid Khan) নিজের ট্যুইটার প্রোফাইলে তুলে ধরেছেন উলটো চিত্র। একটি ভিডিও তিনি পোস্ট করেছেন যেখানে জনাকয়েক মানুষকে দেখা যাচ্ছে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) ছবির উপর জুতো, লাঠি দিয়ে আঘাত করতে। একই সঙ্গে টিম ইন্ডিয়ার তীব্র সমালোচনাও করতে দেখা যাচ্ছে তাঁদের। এই দৃশ্য বিশ্বকাপ ফাইনালের পরের বলে দাবী করেছেন ফরিদ খান। লেখেন, “আমি এই জাতীয় আচরণের নিন্দা করছি। বিরাট কোহলি এবং রোহিত শর্মা, দুজনেই কিংবদন্তি। এবং ওনাদের সম্মান প্রাপ্য।” তিনি ভারতীয় প্রাক্তনী আকাশ চোপড়া, বীরেন্দ্র শেহবাগ, ইরফান পাঠানদের ট্যাগ করে বিষয়টি নিয়ে মুখ খুলতে অনুরোধ করেছেন।
যেখানে দেশের ক্রিকেটমহলে সহানুভূতির আবহ, সেখানে এই ভিডিও পোস্ট করে আদতে ভুল তথ্য পরিবেশন করতে চাইছেন ফরিদ। আক্রমণ শানিয়েছে ভারতীয় নেটিজেনরা’ও। এক নেটনাগরিক তথ্যসহ তুলে ধরেছেন যে এই ভিডিও দুর্ভাগ্যজনক হলেও তা আদতে গত বছরের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের পরের। যেখানে রোহিত (Rohit Sharma) ও বিরাট (Virat Kohli) বিরোধী স্লোগান শোনা যাচ্ছে, তার পাশেই পোস্টার রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant)। যিনি চোটের কারণে বিশ্বকাপ খেলেনই নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের জন্য তাঁকে দায়ী করা হবে কেন? প্রশ্ন তুলেছেন এক নেটিজেন। ‘এটা আর কিছুই নয়, ভারতের বদনাম করার অপচেষ্টা’ স্পষ্ট জানিয়েছেন এক ক্ষুব্ধ ক্রিকেট অনুরাগী। ফরিদ খান’কে (Farid Khan) কটাক্ষ করে এক নেটনাগরিকের মন্তব্য, ‘নিজেদের দেশের ক্রিকেটে মন দিন। আগে অন্তত সেমিফাইনালের ছাড়পত্র আদায় করুন।’
দেখে নিন সেই ভিডিও-
I condemn this sick behaviour from Indian fans towards Virat Kohli & Rohit Sharma. Both of them are legends and deserve respect. Shit mindset 👎🏽👎🏽@cricketaakash, @IrfanPathan, @harbhajan_singh & @virendersehwag should highlight this 💯 #CWC23Final pic.twitter.com/SMQ44t2p3z
— Farid Khan (@_FaridKhan) November 20, 2023