দীনেশ কার্তিক অথবা ঋষভ পান্থ:
এম এস ধোনি পরবর্তী যুগে ঋষভ পান্থ ভারতীয় দলের উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলে এসেছেন এবং নিঃসন্দেহে তিনি তার অসাধারণ প্রতিভার পারফর্মেন্স দেখিয়ে বিশ্ববাসীকে মুগ্ধ করেছেন। কিন্তু এই বছর আইপিএল এ অসাধারণ পারফর্মেন্স করার সুবাদে ভারতীয় টীম ম্যানেজমেন্ট দীনেশ কার্তিককে আবার দলের সাথে যুক্ত করেছেন এবং দীনেশ কার্তিক দলের হয়ে একজন নির্ভরযোগ্য ফিনিশার হিসাবে নিজেকে পুনরায় প্রমান করেছেন। এশিয়া কাপের দলে ভারতীয় টীম ম্যানেজমেন্ট এই দুই ক্রিকেটারকেই সুযোগ দিয়েছে যা নিয়ে বেশ চিন্তায় পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কারণ দীনেশ কার্তিক যেমন একজন অভিজ্ঞ উইকেটকিপার এবং বর্তমানে ফিনিশারের ভূমিকা পালন করছেন, ঠিক তেমনি ঋষভ প্যান্ট একজন তরুণ উইকেটকিপার যিনি অসাধারণ উইকেটকিপিংয়ের পাশাপাশি পাওয়ার হিটার ব্যাটসম্যান হিসাবে নিজের নাম বানিয়েছেন। তাই এখন এটাই দেখার রোহিত শর্মা এশিয়া কাপের মঞ্চে কাকে সুযোগ দিতে চলেছেন।