Asia Cup 2022: এশিয়া কাপের আসরে যে ৩ বড়ো সমস্যার সম্মূখীন হতে চলেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা !! 1

জাসপ্রিত বুমরাহের দলে না থাকা:

Asia Cup 2022: এশিয়া কাপের আসরে যে ৩ বড়ো সমস্যার সম্মূখীন হতে চলেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা !! 2
Pakistan’s Mohammad Rizwan (L) celebrates after scoring a half-century (50 runs) during the ICC mens Twenty20 World Cup cricket match between India and Pakistan at the Dubai International Cricket Stadium in Dubai on October 24, 2021. (Photo by Aamir QURESHI / AFP) (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

ডানহাতি ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ বর্তমানে ভারতীয় দলের পেস বোলিং বিভাগের অন্যতম ভরসা বলে মনে করা হয়ে থাকে। বুমরাহ বর্তমান ক্রিকেট ইতিহাসের ৩টি ফরম্যাটেই সমানভাবে সফল এবং তার বিষাক্ত ইয়র্কার এর দ্বারা তিনি বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন সে কথা অস্বীকার করার কোনো প্রশ্নই নেই। কিন্তু এশিয়া কাপ শুরু আগে বুমরাহ চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন এবং তার এই দল থেকে বেরিয়ে যাওয়াতে যেমন বহু ব্যাটসম্যান খুশি হয়েছেন ঠিক তেমনি চিন্তায় পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা এশিয়া কাপের আসর বুমরাহের বিকল্প হিসাবে কোন বোলারকে বেছে নেবেন তা নিয়ে যথেষ্ট যে বিপাকে পড়েছেন সে কথা নিঃসন্দেহে বলা যেতে পারে।

Also Read: Asia Cup 2022: ভারত ম্যাচের আগে বিরাট চাপে পাকিস্তান, চোটের জন্য টুর্নামেন্টের বাইরে এই তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *