IND vs SL Match Pitch and Weather Report: দুবাইয়ের পিচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ফাইনালের প্রস্তুতি !! 1

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) অন্যতম ট্রফির দাবিদার হিসেবে মাঠে নেমেছে ভারতীয় দল (India Cricket Team)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে প্রথম থেকেই একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে তাদের যাত্রা অব্যাহত রেখেছে তারা। ২০২৩ সালে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে শেষবার এশিয়া কাপে ব্লু ব্রিগেডরা চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর সুপার ৪’এ পাকিস্তানের মতো দলকেও রীতিমতো উড়িয়ে দিয়ে শুরু করে ভারতীয় দল (India vs Pakistan Match)।

এরপর বাংলাদেশের বিপক্ষেও নিজেদের দাপট বজার রাখে গৌতম গম্ভীরের দল। অন্যদিকে গ্রুপ পর্বের দুরন্ত শুরু করলেও একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। তারা কার্যত ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ করেছে। শেষ ৪’এর লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। এবার ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka Match) ম্যাচের পিচ রিপোর্ট এবং আবহাওয়ার পূর্বভাস সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

IND vs SL Match Pitch and Weather Report: দুবাইয়ের পিচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ফাইনালের প্রস্তুতি !! 2
IND vs SL | Images: Getty Images

ভারত (IND) বনাম শ্রীলঙ্কা (SL)

ম্যাচ নং: সুপার ফোর ৬

তারিখ: ২৬/০৯/২০২৫

ভেন্যু: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম

সময়: রাত ৮ টা (ভারতীয় সময়)

Read More: SL vs PAK Asia Cup 2025: শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল পাকিস্তান! এশিয়া কাপে সুপার ফোরে দাপুটে জয় সলমনদের !!

India vs Sri Lanka Match Preview-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ৪’এ ভারতীয় দলের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সাহেবজাদা ফারহানের (Sahibzada Farhan) দুরন্ত অর্ধশতরানে ভর করে তারা ১৭২ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন অভিষেক শর্মা (Abhishek Sharma) সহ শুভমান গিল (Shubman Gill)। দুজনে মিলে ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন। এর ফলে ভারতীয় দল শেষ পর্যন্ত ৬ উইকেটে বিশাল জয় তুলে নেয়।

অন্যদিকে শ্রীলঙ্কা গ্রুপ পর্বে দুরন্ত ফর্মে যাত্রা শুরু করলেও শেষ চারের লড়াইয়ে তারা হতাশ করেছে। এই পর্বে লঙ্কা বাহিনী বাংলাদেশের (BAN vs SL) বিপক্ষে ৪ উইকেটে হারের সঙ্গে সঙ্গে পাকিস্তানের (SL vs PAK) বিপক্ষেও পাঁচ উইকেটে পরাজিত হয়। উল্লেখ্য এখন পর্যন্ত ব্লু ব্রিগেডরা শ্রীলঙ্কা বাহিনীর (IND vs SL) বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩১ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারতীয় দল ২১ টি ম্যাচে জয়লাভ করেছে এবং ৯ টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা।

IND vs SL ম্যাচের পিচ রিপোর্ট (India vs Sri Lanka Pitch Report)-

Ind vs nz, asia cup 2025
Dubai International Cricket Stadium | Image: Getty Images

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচে সুপার ৪’এ ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে স্পিনারদের থেকেও পেসারদের দাপট লক্ষ্য করা গিয়েছিল। শিবম দুবে ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২ উইকেট সংগ্রহ করেছিলেন। হার্দিক পান্ডিয়া তুলে নেন ১ টি উইকেট। ব্যাটসম্যানরা এই পিচে প্রথম দিকে বিধ্বংসী ব্যাটিং করতে সুবিধা পেয়েছিলেন। তবে মাঝের ওভারগুলিতে স্পিনাররাও ম্যাচে প্রভাব বিস্তার করতে পারেন। এই কারণে দুবাইয়ের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষেও কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীদের বিশেষ সাহায্য নিয়ে জ্বলে উঠতে দেখা যেতে পারে। এখনও পর্যন্ত দুবাইয়ের মাটিতে ১১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৫৩ টি ম্যাচে এবং এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৬১ টি ম্যাচে জয়লাভ করেছে।

দুবাইয়ের আবহাওয়ার পূর্বাভাস-

IND vs SL Match Pitch and Weather Report: দুবাইয়ের পিচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ফাইনালের প্রস্তুতি !! 3
Images: Google Weather

দুবাইয়ের আবহাওয়া সাধারণত উষ্ণ প্রকৃতির বলে পরিচিত। শনিবার এই অঞ্চলের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। ফলে ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়ে রেখেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। সেই দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। ম্যাচ চলাকালীন চলাকালীন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৭ শতাংশ। এই সময় বাতাস বইবে ঘন্টায় ১৯ কিমি বেগে।

ভারতের সম্ভাব্য একাদশ (India probable 11 vs Sri Lanka)-

IND vs SL Match Pitch and Weather Report: দুবাইয়ের পিচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ফাইনালের প্রস্তুতি !! 4
IND vs SL | Images: Getty Images

অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ (Sri Lanka probable 11 vs India)-

পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশারা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, দুষ্মন্ত চামেরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশেরা

Read Also: ধার বাঁকি রাখে না হাসারাঙ্গা, অবরারকে দিলেন যোগ্য জবাব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *