ইংল্যান্ডের মাটিতে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের সূচী নির্ধারিত হয়ে গিয়েছে। বুধবার প্রথম সেমিফাইনালে পাকিস্তান খেলবে অয়োজক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। তাদের দল সেমিফাইনাল ও ফাইনাল খেলবে এটা আন্দাজ করে নিয়ে ভারতের প্রচুর সমর্থক ইতিমধ্যেই ওই দুটি ম্যাচের জন্য টিকিট কেটে রেখেছেন।
ইংল্যান্ডে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বা পাকিস্তানের ম্যাচ হলেই দেখা যাচ্ছে দেশের পতাকা, ভুভুজেলা, রঙ-বেরঙের পোষাক পরে স্টেডিয়াম মাতিয়ে তুলছেন সংশ্লিষ্ট দেশের সমর্থকেরা। প্রতিযোগিতায় গ্রুপ লিগের হাই-ভোল্টেজ ম্যাচে ইতিমধ্যেই ভারত-পাকিস্তান একবার মুখোমুখি হয়েছে। যে ম্যাচে জয়লাভ করে বিরাটবাহিনী। এখন পরিস্থিতি এমন যে, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ফের মুখোমুখি হতে পারে। যদি ভারত সেমিতে বাংলাদেশকে হারায়, পাশাপাশি পাকিস্তানের কাছে ইংল্যান্ডও হেরে যায় তাহলে, আগামী ১৮ জুন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টের ফাইনালে ফের ভারত-পাক দ্বৈরথ দেখা যাবে।
ভারত-পাকিস্তান ম্যাচ শুধুমাত্র খেলোয়াড়দের কাছেই নয়, দু’দেশের সমর্থকদের কাছেও সবচেয়ে মুল্যবান ম্যাচ। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া নিয়ে ‘মৌ’ চুক্তিও সাক্ষরিত হয়েছিল। কিন্তু দু’দেশের সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়েনে দু’দেশের মধ্যে কোনও ম্যাচ সংগঠিত করা সম্ভব হয়নি। ফলে এশিয়া কাপ বা আইসিসির কোনও প্রতিযোগিতা ছাড়া ক্রিকেটে ভারত-পাক লড়াই দেখার সম্ভবনা থাকছে না। স্বাভাবিক ভাবেই ভারত-পাক ম্যাচ হলে, তা দেখার জন্য মুখিয়ে থাকে দু’দেশের ক্রিকেটপ্রেমীরাই। আর এদিকে অদূর ভবিষ্যতে আইসিসির কোনও ইভেন্ট নেই। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফের ভারত-পাক লড়াই হলে, তা তারিয়ে তারিয়ে উপভোগ করতে চান দু’দলের সমর্থকেরা। আর দু’দলই সেমিফাইনালে ওঠার পরে সেই সম্ভবনা বেশ উজ্জ্বল হয়ে উঠেছে।
আগামী ১৮ জুন ওভালে ভারত-পাকিস্তান মহারণ হতে পারে, আবার নাও হতে পারে। তবে, ওই দিনই রয়েছে হকির মাঠে ভারত-পাক লড়াই। রবিবার হকি ওয়ার্ল্ড লিগ সেমিফাইনালের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ পরস্পরের মুখোমুখি হবে। অর্থাৎ ওইদিন সমর্থকেরা ভারত-পাক লড়াইয়ের উত্তাপ একটি ম্যাচে পান নাকি, তাদের জন্য অপেক্ষা করছে ‘ডবল ডোজ’, সেটাই এখন দেখার।