লাল বলের ক্রিকেটে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই সিরিজ হারতে হলেও সাদা বলের দুই ফর্ম্যাটেই সাফল্যের শিখরে টিম ইন্ডিয়া (Team India)। গত বছর টি-২০ বিশ্বকাপ জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ তার মাস নয়েকের মধ্যেই আবারও আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতলেন রোহিত, কোহলিরা। দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত প্রতিপক্ষকে রীতিমত নাস্তানাবুদ করলেন তাঁরা। ২০১৩ সালের পর এগারো বছরের ট্রফি খরার সম্মুখীন হয়েছিলো ভারতীয় দল (Team India)। বারবার টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে গিয়েও ফিরতে হচ্ছিলো খালি হাতে। সেই অন্ধকার কেটে যাওয়ায় হাসি ফুটেছে সমর্থকদের মুখে। টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সাফল্যের পর অপেক্ষা এখন শুধু ওয়ান ডে’তে বিশ্বজয়ের। ২০২৭-এর টুর্নামেন্টের জন্য এখন থেকেই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেটমহল।
Read More: “রোহিতের পাশে ধোনি ছিলো…” আন্তর্জাতিক আঙিনায় হিটম্যানের সাফল্যের সিক্রেট ফাঁস করলেন গম্ভীর !!
বিশ্বকাপের আগে ২৭ ম্যাচ খেলবে ভারত-

গত আটটি একদিনের ম্যাচে অপরাজিত ভারত (Team India)। আগামী দুই বছর লক্ষ্য থাকবে সেই ফর্ম ধরে রাখাই। ভারতীয় দলের এফটিপি বা ফিউচার ট্যুর প্রোগ্রাম বলছে ২০২৭-এর বিশ্বকাপের (ICC World Cup 2027) আগে মোট ২৭টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) পর পঞ্চাশ ওভারের ফর্ম্যাট থেকে মাস পাঁচেকের বিরতি নিচ্ছে ‘মেন ইন ব্লু।’ অগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। সেখানে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস’দের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ আয়োজিত হবে। এরপর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ান ডে খেলার সুযোগ থাকছে ভারতের সামনে। নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনটি ম্যাচ খেলে ২০২৫ ক্যালেন্ডার বর্ষ’কে বিদায় জানাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
জানুয়ারিতে ভারতে আসছে নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধেও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে ‘মেন ইন ব্লু’র। এরপর টি-২০ বিশ্বকাপের ব্যস্ততার কারণে ওয়ান ডে’কে কিছুদিনের জন্য ব্যাকসিটে রাখতে বাধ্য হবে টিম ইন্ডিয়া (Team India)। জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ দিয়ে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটাবে তারা। এরপর ২০২৬-এর জুলাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের হোম সিরিজ। সেপ্টেম্বর-অক্টোবরে ভারত মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। আরও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। অক্টোবর থেকে ডিসেম্বর অবধি নিউজিল্যান্ডে থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আরও তিনটি ওয়ান ডে রয়েছে তাঁদের। এরপর ২০২৭-এর জানুয়ারিতে রয়েছে শ্রীলঙ্কা’র ভারত সফর। তিনটি একদিনের ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু।’
অবসর নিচ্ছেন না, জানালেন রোহিত-

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) পর ব্যাপক রদবদল হতে পারে ভারতীয় স্কোয়াডে, সম্ভাবনা দেখছিলেন বিশেষজ্ঞরা। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের অবসরের জল্পনা ছড়িয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু খেতাব জয়ের পর রোহিত সাফ জানিয়ে দিলেন যে এখনিই কেরিয়ারে দাঁড়ি কোনো ইচ্ছা নেই তাঁর। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “আমি এই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি না। সোজাসুজি বলছি যাতে কোনো গুজব না ছড়ায়। কোনো ভবিষ্যত পরিকল্পনা নেই এই মুহূর্তে। যেমনটা চলছে, তেমনই চলবে। যাঁরা অনেক ক্রিকেট খেলেছেন, তাঁদের মধ্যেও এখনও যথেষ্ট খিদে রয়েছে। আমাদের দলে এমন ৫-৬ জন মহীরুহ রয়েছেন, যেটা কাজটা সহজ করে দেয়।” জাদেজা ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, “কোনো অহেতুক গুজব নয়। ধন্যবাদ।” “যখন সরে যাব, দেখতে চাই এমন একটা দল যারা ৮-১০ বছর বিশ্বক্রিকেট শাসন করবে,” বলেছেন বিরাটও।