TOP 4: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই চার ক্রিকেটারের অভাব অনুভব করবে টিম ইন্ডিয়া !! 1

CT 2025: গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপ জিতে দীর্ঘ আইসিসি ট্রফি খরা কাটিয়েছিলো টিম ইন্ডিয়া। আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে তারা। পাকিস্তানে নয়, দুবাইতে নিজেদের সবক’টি ম্যাচ খেলবে ভারত। ২০ ফেব্রুয়ারি রোহিত শর্মা’দের প্রথম ম্যাচ পড়শি রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ তারিখ প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। শেষ গ্রুপ ম্যাচটি রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, মার্চের ২ তারিখ। ট্রফি অভিযান শুরু হতে এখনও এক মাস বাকি থাকলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে ‘মেন ইন ব্লু।’ গতকাল সাংবাদিক বৈঠক করে ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশও করেছেন অধিনায়ক রোহিত (Rohit Sharma) ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। সেই স্কোয়াড বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন যে চার তারকাকে টুর্নামেন্টে ‘মিস’ করতে পারে ভারতীয় শিবির।

Read More: CT 2025: “ও কার্যকরী নয়…” সিরাজে ‘না’ রোহিতের, অধিনায়কের আপত্তিতেই বাদ তারকা পেসার !!

সঞ্জু স্যামসন-

Sanju Samson | CT 2025 | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা’র (IND vs SA) বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনটি শতরান করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ওয়ান ডে’তেও যখনই মাঠে নামার সুযোগ পেয়েছেন, জাত চিনিয়েছেন কেরলের ক্রিকেটার। মাত্র ১৬ ম্যাচে ৫৬.৬৬ গড়ে তাঁর সংগ্রহে ৫১০ রান। শতরান রয়েছে প্রোটিয়াদের বিরুদ্ধে। লাগাতার ভালো পারফর্ম্যান্সের পরেও চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন তিনি। সঞ্জুকে (Sanju Samson) বাদ দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়, মনে করছে বিশেষজ্ঞমহল। কে এল রাহুলের সাথে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়া সুযোগ দিয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। লাল বলের ক্রিকেটে তিনি অবিসংবাদী সেরা হলেও সাদা বলের ফর্ম্যাটে অপরিহার্য্য নন, বলেই দাবী ক্রিকেটমহলের। ৩৩.৫০-এর ব্যাটিং গড়’ও সেই তত্ত্বেই সিলমোহর দেয়। ঋষভের চেয়ে কার্যকর হতেন সঞ্জু, উঠছে দাবী।

মহম্মদ সিরাজ-

Mohammed Siraj | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) স্কোয়াডের সবচেয়ে বড় চমক মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বাদ পড়া। অস্ট্রেলিয়া সফর সেরে দেশে ফেরার পর দিনকয়েকের বিশ্রামে ছিলেন তিনি। মনে করা হয়েছিলো ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়ে মাঠে ফিরবেন হায়দ্রাবাদের পেসার, খেলবেন আইসিসি টুর্নামেন্ট’ও। কিন্তু গতকাল তাঁকে ছেঁটে ফেলার ঘোষণাই করেন রোহিত ও আগরকার। পুরনো বল হাতে সিরাজের দুর্বলতার কারণে বাদ দেওয়া হয়েছে তাঁকে, জানান অধিনায়ক। এই যুক্তি যদিও মানতে রাজী নয় ক্রিকেটমহল। নতুন বলেই সিরাজকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তিনি মেন ইন ব্লু’র বড় অস্ত্র হতে পারেন, উঠছে দাবী। এমনকি এশিয়া কাপ ফাইনাল বা গত বিশ্বকাপে সিরাজের (Mohammed Siraj) বেশ কিছু চোখধাঁধানোর স্পেলের উদাহরণও টানছেন অনুরাগীরা।

নীতিশ কুমার রেড্ডি-

Hardik Pandya and Nitish Reddy | Image: Getty Images
Hardik Pandya and Nitish Reddy | Image: Getty Images

বিশাখাপত্তনমের নীতিশ কুমার রেড্ডি’র (Nitish Kumar Reddy) না থাকাও আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতের জন্য মাথাব্যথার কারণ হতে পারে। ২১ বর্ষীয় তরুণ দুর্দান্ত ফর্মে রয়েছেন। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০তে নজর কেড়েছেন। এমনকি অস্ট্রেলিয়ার কঠিন পরিস্থিতিতেও করেছেন শতরান। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আসন্ন টুর্নামেন্টে তিনি হার্দিক পান্ডিয়ার আদর্শ ব্যাক-আপ হতে পারতেন বলে মনে করছেন বিশেষজ্ঞদের সিংহভাগ। বিসিসিআই-এর দলবাছাইয়ের সাথে সহমত পোষণ করছেন না তাঁরা। রোহিত-আগরকাররা তিনজন স্পিন বোলিং অলরাউন্ডার-ওয়াশিংটন, অক্ষর ও জাদেজাকে সুযোগ দিয়েছেন। কিন্তু দুবাইয়ের পিচের কথা ভেবে তাঁদের মধ্যে অন্তত একজনকে বাদ দিয়ে নীতিশকে সুযোগ দিলে দলের ভারসাম্য বাড়ত বলে মত ক্রিকেটমহলের।

করুণ নায়ার-

Karun Nair | CT 2025 | Image: Getty Images
Karun Nair | Image: Getty Images

বিজয় হাজারে ট্রফিতে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন করুণ নায়ার (Karun Nair)। আট ম্যাচের মধ্যে পাঁচটিতে শতরান করেছেন তিনি। অর্ধশতক একটিতে। প্রথম সাত ইনিংসের মধ্যে মাত্র একবার আউট হয়েছিলেন তিনি। একটা সময় তাঁর গড় ছিলো ৭৫২। গতকাল কর্ণাটকের বিরুদ্ধে ফাইনালে যদিও নট-আউট থাকতে পারেন নি তিনি। ২৭ করে ফেরেন সাজঘরে। লিস্ট-এ টুর্নামেন্টে করুণের মোট রান দাঁড়ায় ৭৭৯। গড় দাঁড়ায় ৩৮৯.৫০। বিধ্বংসী ছন্দে থাকা করুণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারতেন, মনে করছেন সমর্থকেরা। করুণকে জাতীয় দলের জার্সিতে দেখতে চেয়ে সওয়াল করেছিলেন হরভজন, মহম্মদ কাইফরাও। কিন্তু চিঁড়ে ভেজে নি তাতে। টুর্নামেন্টে ভারতীয় মিডল অর্ডার যদি সমস্যার সম্মুখীন হয়, তাহলে নিঃসন্দেহে মাথায় আসবে করুণের কথা।

Also Read: CT 2025: “ওর কথা ভেবেছিলাম, তবে…” চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই করুণ নায়ার, উপেক্ষার কারণ জানালেন আগরকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *