CT 2025: পাকিস্তান নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে ভারতে, ১৮০ ডিগ্রী খেলা ঘোরালেন জয় শাহ অ্যান্ড কোং !! 1

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। আইসিসি’র তরফে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানকে। অন্যান্য দল গুলি পাক ভূমিতে খেলার বিষয়ে আপত্তি না জানালেও বেঁকে বসেছে ভারত। কোহলি-রোহিত’রা যাবেন না পড়শি দেশে, স্পষ্ট জানিয়েছে বিসিসিআই। উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তির মধ্যে দড়ি-টানাটানি তাই পৌঁছেছে চরমে। গত বছরের এশিয়া কাপের (Asia Cup 2023) সময়েও পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলার বিষয়ে অসম্মত হয়েছিলো ভারতীয় বোর্ড। লম্বা টানাপোড়েনের পর শেষমেশ হাইব্রিড মডেলে মিলেছিলো সমাধানসূত্র। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্যও সেই হাইব্রিড মডেলই চায় টিম ইন্ডিয়া (Team India)। নিজেদের ম্যাচগুলি দুবাই বা শারজাতে খেলতে চেয়ে আবেদন করেছে তারা। কিন্তু আয়োজনের সুযোগ ছাড়তে রাজী নয় পাকিস্তান। তাই থামছে না কূটনৈতিক যুদ্ধ’ও।

Read More: অস্ট্রেলিয়া সফরের পরই সরছেন গম্ভীর, নয়া কোচ হওয়ার দৌড়ে MS ধোনি !!

ভারত-পাক দ্বন্দ্ব চরমে-

IND vs PAK | CT 2025 | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

আইসিসি’র কাছে প্রস্তাবিত গ্রুপ বিন্যাস ও টুর্নামেন্টের খসড়া সূচি ইতিমধ্যে জমা করে দিয়েছে পিসিবি। তিনটি ভেন্যু হিসেবে তারা বেছে নিয়েছে লাহোর, করাচী ও রাওয়ালপিন্ডিকে। ভারতের আপত্তির জবাবে ইতিমধ্যে দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে পাক ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারতের ম্যাচগুলি কেবলমাত্র লাহোরে করার কথা ঘোষণা করেছিলেন মহসীন নকভি’রা (Mohsin Naqvi)। এমনকি টিম ইন্ডিয়া সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটিও করাচী বা রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে লাহোরে আয়োজন করা হবে বলে জানিয়েছিলো পিসিবি। কিন্তু চিঁড়ে ভেজে নি তাতে। এরপর প্রস্তাব দেওয়া হয় যে ম্যাচের দিন পাকিস্তানে আসুক ভারত। খেলার পর ফিরে যাক অমৃতসর বা দিল্লী’র মত শহরে। যদিও এর পরেও ইতিবাচক সাড়া মেলে নি বিসিসিআই-এর পক্ষ থেকে।

হাইব্রিড মডেলের দাবী থেকে সরে নি টিম ইন্ডিয়া (Team India)। পাকিস্তান যাওয়ার বিষয়ে নেতিবাচক অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী’ও। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে জট খোলার কোনো রকম সম্ভাবনা চোখে পড়ে নি এখনও। হাত গুটিয়ে বসে নেই পাকিস্তান’ও। দিনকয়েক আগেই মহসীন নকভি (Mohsin Naqvi) এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ভারতের উচিৎ নিজেদের যাবতীয় সমস্যার কথা লিখিত আকারে দেওয়া। ২০১৬-র টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2016) ও ২০২৩-এর ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) খেলতে পাকিস্তান দল এসেছিলো ভারতে। সেই কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। যদি ভারত ২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে ওয়াঘা সীমান্তের ওপারে না যায়, তাহলে আগামীতে ভারতে আসা নিয়ে পাক শিবিরকেও যে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তা সাফ জানিয়েছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত ?

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

আইসিসি’র অন্দরে ভারতের প্রভাব এখন ক্রিকেটদুনিয়ার ‘ওপেন সিক্রেট’। কয়েকদিন আগে খবর মিলেছিলো যে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য হাইব্রিড মডেলেই সিলমোহর দেওয়ার কথা চিন্তা করছে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। পাকিস্তান যদি তা মানতে রাজী না হয়, তাহলে সম্পূর্ণ টুর্নামেন্টই সরিয়ে দেওয়া হতে পারে সেখান থেকে। বিকল্প ভেন্যু হিসেবে শোনা যাচ্ছিলো দক্ষিণ আফ্রিকার নাম। কিন্তু পাক ক্রিকেটমহল সূত্রে দাবী করা হয় যে এমন কোনো প্রস্তাব এখনও আসে নি পিসিবি’র কাছে। আর হাইব্রিড মডেলে বাধ্য করা হলে পাকিস্তান নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) বয়কটের সিদ্ধান্ত নেবে। একইসাথে ভবিষ্যতে আইসিসি ও এসিসি টুর্নামেন্টগুলিতে ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচও খেলবে না তারা।

গতকাল সংবাদমাধ্যম স্পোর্টস তক-এর তরফে দাবী করা হয়েছে যে পাকিস্তান যদি সত্যিই প্রতিবাদের রাস্তায় হেঁটে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয়, সেক্ষেত্রে লাভবান হবে ভারত’ই। দক্ষিণ আফ্রিকা নয়, তখন চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসর বসতে পারে ভারতের মাটিতেই। ২০২৩-এ ওডিআই বিশ্বকাপ আয়োজিত হয়েছে দেশে, ২০২৬-এ রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। দুই মেগা টুর্নামেন্টের মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দায়িত্ব’ও বিসিসিআই-এর কাঁধেই তুলে দিতে পারে আইসিসি। ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে এই বিতর্কে আইসিসি’র অবস্থান সম্পর্কে ক্ষোভ রয়েছে ক্রিকেটমহলের অন্দরে। এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আরও স্পষ্ট অবস্থান নেওয়া উচিৎ ছিলো বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার।

Also Read: CT 2025: পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির, ICC’র কাছে এই দেশ রেখেছে আয়োজনের প্রস্তাব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *