শ্রীলঙ্কার বিপক্ষে চিটিং করে জিতেছে ভারত, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !! 1

এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দল রবিবার ফাইনালে পাকিস্তানের (India vs Pakistan Match) মুখোমুখি হবে। তার আগে ব্লু ব্রিগেডরা সুপার ৪’এর শেষ ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কার (India vs Sri Lanka Match) বিপক্ষে নিয়ম রক্ষার শেষ ম্যাচে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। ম্যাচটি টানটান উত্তেজনাপূর্ণভাবে সুপার ওভারে পৌঁছে যায়। লঙ্কা বাহিনী প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু ভারতীয় দলের কৌশল তাদের পরাজিত করেছে। অনেকেই সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) জয়কে অনৈতিক বলে মনে করছে। যা নিয়ে ক্রিকেট মহলে বর্তমানে শুরু হয়েছে তুমুল চর্চা।

Read More: TOP 3: রবিবারের লড়াইতে এগিয়ে পাকিস্তান, এই তিন কারণে বাজিমাত করতে পারেন শাহীন-হারিস’রা !!

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দুরন্ত লড়াই-

শ্রীলঙ্কার বিপক্ষে চিটিং করে জিতেছে ভারত, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !! 2
IND vs SL | Images: Getty Images

গতকাল ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে প্রথম ইনিংসে ভারতের হয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং শুভমান গিল (Shubman Gill) ওপেনিং করতে আসেন। অভিষেক এই ম্যাচেও দুরন্ত ফর্মে ছিলেন। গিল মাত্র ৪ রানে আউট হয়ে গেলেও তিনি ৩১ বলে ৬১ রানের ইনিংস খেলেন। এছাড়াও তিলক বর্মার (Tilak Varma) অপরাজিত ৪৯ এবং সঞ্জু স্যামসনের ৩৯ রানে ভর করে ভারতীয় দল ২০ ওভারে ২০৫ রান সংগ্রহ করে।

এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন পাথুম নিসাঙ্কা (Pathum Nissanka)। তিনি ৫৮ বলে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। কুশল পেরেরার (Kusal Perera) ব্যাট থেকে আসে ৫৮ রান। ভারতীয় বোলাররা সেইভাবে ছন্দে ছিলেন না। এর ফলে ম্যাচটি নির্ধারিত ওভারে ড্র হয়ে যায়। এই রকম পরিস্থিতিতে সুপার ওভারে শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করা হয়। ভারত সুপার ওভারে সহজেই জয় ছিনিয়ে নিয়ে অপরাজিত থেকেই এশিয়া কাপের সুপার ৪’এর পর্ব শেষ করে।

চিটিং করেছে ভারত-

শ্রীলঙ্কার বিপক্ষে চিটিং করে জিতেছে ভারত, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !! 3
IND vs SL | Images: Getty Images

কিন্তু এই ম্যাচ বর্তমানে বিতর্কের শিরোনামে জায়গা করে নিয়েছে। সুপার ওভারে শ্রীলঙ্কার হয়ে ব্যাটিং করতে নেমেছিলেন কুশল পেরেরা (Kusal Perera) এবং দাসুন শানাকা (Dasun Shanaka)। আর্শদীপ সিং’য়ের (Arshdeep Singh) দুরন্ত বোলিংয়ে তারা কেউ চাপ সৃষ্টি করতে পারেনি। মাত্র ৫ বল খেলে ২ উইকেট হারিয়ে ২ রান সংগ্রহ করে। সুপার ওভারের প্রথম বলেই আর্শদীপ সিং’য়ের (Arshdeep Singh) করা বলে কুশল পেরেরার দুরন্ত ক্যাচ ধরেন রিঙ্কু সিং (Rinku Singh)। উল্লেখ্য রিঙ্কু একাদশের অংশ ছিলেন না।

তিনি সুপার ওভারে পরিবর্তীত ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছিলেন। তার এই দুরন্ত ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই ক্যাচ না নিলে শ্রীলঙ্কা হয়তো ভারতের (IND vs SL) বিপক্ষে দুরন্ত জয় ছিনিয়ে নিতে পারতো। ফলে অনেকেই উল্লেখ করছেন যে রিঙ্কু সিং দুরন্ত ফিল্ডার হওয়ায় তাকে এইভাবে কৌশলে কাজে লাগিয়েছে ব্লু ব্রিগেডরা। বিষয়টি অনেকেই বেআইনি বলে উল্লেখ করছেন। চিটিং করে সূর্যকুমাররা ম্যাচ জিতেছেন বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন।

Read Also: “মুখ লুকানোর জায়গা থাকতো না…” সুপার ওভারে শ্রীলঙ্কাকে পরাস্ত করলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *