india-probable-xi-for-ct-2025

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে জটিলতা অব্যাহত। আইসিসি’র তরফে আয়োজক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিলো পাকিস্তানকে। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা যথেষ্ট নয়, প্রশ্ন তুলে পড়শি দেশে দল পাঠাতে অসম্মত হয়েছে বিসিসিআই। গত বছরের এশিয়া কাপের (Asia Cup 2023) মত হাইব্রিড মডেল চেয়ে সওয়াল করেছে তারা। রাজী নয় পিসিবি। দীর্ঘ দড়ি-টানাটানির পর গত শুক্রবার সমস্যা মেটার আভাস মিলেছিলো। খবর পাওয়া গিয়েছিলো যে বাড়তি অর্থ ও অদূর ভবিষ্যতে ভারতে না আসার নিশ্চয়তা পেলে হাইব্রিড মডেলে সায় দিতে সম্মত হয়েছে পাকিস্তান (PCB)। অর্থ দেওয়া নিয়ে সমস্যা না থাকলেও ভারত দ্বিতীয় প্রস্তাবটি মানতে রাজী নয়। তাই ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। পিসিবি ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিলো। কিন্তু আইসিসি’র বৈঠকে দ্রুত খারিজ হয়ে গিয়েছে তা।

Read More: IPL 2025: বেঙ্গালুরুর নেতৃত্ব হাতছাড়া হচ্ছে বিরাটের, দায়িত্ব পাচ্ছেন এই দুর্ধর্ষ ক্রিকেটার !!

ভারতের সম্ভাব্য একাদশ প্রস্তুত-

Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

ভারত যে কোনো মূল্যেই পাকিস্তানে যাবে না তা নিশ্চিত। নিজেদের ম্যাচগুলি সম্ভবত মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহীতে খেলতে চলেছে তারা। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) হাতছাড়া হয়েছিলো টিম ইন্ডিয়ার (Team India)। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জিতে সেই আক্ষেপ মিটিয়ে নিতে চাইবেন কোহলি (Virat Kohli), রোহিতরা (Rohit Sharma)। দুই মহাতারকার জন্য একদিনের ক্রিকেটে এটিই শেষ আইসিসি ইভেন্ট হতে পারে। খেতাব জিতে যেমন টি-২০ কেরিয়ারে দাঁড়ি টেনেছেন তাঁরা, চাইবেন পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও শেষটা তেমনই স্বপ্নের হোক। বিশেষজ্ঞদের মতে আগামী বছরের টুর্নামেন্টে ভারতের হয়ে ওপেনিং-এ দেখা যেতে পারে রোহিত ও শুভমান গিলের (Shubman Gill) জুটি। তিনে নিজের পছন্দের পজিশনে খেলতে পারেন কোহলি। চার নম্বরে ব্যাট হাতে নামতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষানিরীক্ষা করে ভুগেছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) তা আর করবেন না কোচ গম্ভীর। পাঁচে খেলাতে পারেন কে এল রাহুলকে (KL Rahul)। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া’কে (Hardik Pandya) রাখা হতে পারে ছয় নম্বরে। ব্যাটিং গভীরতা বজায় রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। ফলে সাত ও আটে রাখা হবে অক্ষর প্যাটেল (Axar Patel) ও রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। স্পিন বিভাগের দায়িত্বও সামলাতে পারেন দু’জনকে। হয়ত রিজার্ভ বেঞ্চেই জায়গা হবে কুলদীপ যাদবের। তিন পেসারকে প্রথম একাদশে রাখতে পারে ‘মেন ইন ব্লু।’ ‘ট্রাম্প কার্ড’ জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah)  সুযোগ পাওয়া নিশ্চিত। তাঁর সাথে থাকছেন মহম্মদ সিরাজ। চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরেছেন মহম্মদ শামি। আগামী ফেব্রুয়ারিতে তাঁকেও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

এক নজরে সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।

কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে ভারতকে-

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজিত হওয়ার কথা। ভারতের সবক’টি ম্যাচ লাহোরে আয়োজন করতে চেয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বর্তমানে তা আর সম্ভব নয়। দুবাই, শারজা বা আবু ধাবিতে সরছে সেগুলি। টুর্নামেন্টের যে প্রস্তাবিত গ্রুপ বিন্যাস আইসিসি’র কাছে জমা দিয়েছে পিসিবি তা অনুযায়ী টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ-এ’তে। তাদের সঙ্গে থাকছে দুই প্রতিবেশী দেশ-পাকিস্তান ও বাংলাদেশ। সাথে রয়েছে নিউজিল্যান্ড’ও। এখনও চূড়ান্ত সূচি সামনে আনে নি আইসিসি। তবে খসড়া সূচি অনুযায়ী ‘মেন ইন ব্লু’র প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN)। ২৩ তারিখ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) মাঠে নামবেন রোহিত-কোহলিরা। এরপর বেশ কয়েকদিনের বিরতি রয়েছে তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে (IND vs PAK) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি হওয়ার কথা ১ মার্চ।

Also Read: CT 2025: ভাঙলেও মচকাচ্ছে না পাকিস্তান, ‘সম্মানজনক সমাধানসূত্র’ খুঁজছেন মহসীন নকভি’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *