india-probable-squad-for-t20-world-cup

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) অপেক্ষায় প্রহর গুণছে ক্রিকেটবিশ্ব। জুন মাসের গোড়াতেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে প্রতিযোগিতার আসর। এগারো বছরের অপেক্ষা দূর করে আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় সেরার মুকুট জিততে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। ২০২২ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে হারের পর দলকে ঢেলে সাজানোর কাজ করেছে তারা।

সুযোগ দিয়েছে একঝাঁক তরুণকে। তাঁদের মধ্যেই অনেকে থাকতে পারেন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে। সংবাদমাধ্যম ইতিপূর্বে জানিয়েছে যে মে মাসের প্রথম সপ্তাহে দল ঘোষণা করা হতে পারে। সরকারী ঘোষণার আগে ১৫ সদস্য ও ৫ স্ট্যান্ড-বাই-সহ সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করলো পিটিআই। তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন চোখে পড়লো তাতে।

Read More: IPL 2024: মুহূর্তে হারের হতাশা ভুললেন শুভমান, গ্যালারির সুন্দরী মন কাড়লো গুজরাত অধিনায়কের, দেখুন ভিডিও !!

দলের বাইরেই রিয়ান, নজর ওপেনিং জুটিতে-

Virat Kohli and Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images

চলতি আইপিএলে (IPL) দুর্দান্ত পারফর্ম্যান্স করে সাড়া ফেলে দিয়েছেন অসমের তরুণ রিয়ান পরাগ (Riyan Parag)। শোনা গিয়েছিলো নির্বাচকদের রেডারে রয়েছেন তিনি। কিন্তু সংবাদসংস্থা পিটিআই যে সম্ভাব্য দল প্রকাশ করেছে তাতে স্থান হয় নি তাঁর। স্কোয়াডে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

টপ-অর্ডার ব্যাটার হিসেবে শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরাও রয়েছেন। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ২০ সদস্যের স্কোয়াডে রয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। রোহিতের সাথে ওপেনিং জুটিতে কাকে দেখা যাবে তা নিয়ে থাকছে ধন্দ। যশস্বী’র ফর্ম এই মুহূর্তে ভালো নয়। ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে শুভমানের মধ্যেও। তাঁদের দুজনের মধ্যে কাউকে বেছে নেবে দল নাকি রোহিত-কোহলি শুরু করবেন ইনিংস তা নিয়ে রয়েছে চর্চা।

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় স্কোয়াডে থাকছেন ‘মিস্টার ৩৬০’ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। স্থান পেয়েছেন কে এল রাহুল’ও। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও শিবম দুবে-দুজনকেই রাখা হয়েছে স্কোয়াডে। শেষমেশ তাঁদের মধ্যে চূড়ান্ত ১৫ জনের দলে কাকে সামিল করা হয় তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গত কয়েক মাসে জাতীয় দলের জার্সিতে অনবদ্য পারফর্ম্যান্স করার সুফল পাচ্ছেন রিঙ্কু সিং-ও (Rinku Singh)। ১১ ম্যাচে ৮৯ গড়ে ৩৫৬ রান করে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা করে নিচ্ছেন তিনি। উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থকে জায়গা দেওয়া হচ্ছে স্কোয়াডে। রয়েছেন সঞ্জু স্যামসন’ও। তৃতীয় বিকল্প হতে পারেন কে এল রাহুল। ঈশান কিষণকে অবশ্য থাকতে হচ্ছে বাইরেই।

বড় বাজি বুমরাহ, ছন্দে না থেকেও দলে সিরাজ-

Jasprit Bumrah | T20 World Cup | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

জুন মাসের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় বোলিং-এর মুখ হতে চলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চোট সারিয়ে ফেরার পর তারকা পেসার রয়েছেন আগুনে ফর্মে। গত বছরের এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে জাত চিনিয়েছেন। এরপর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও অসাধারণ পারফর্ম করেছেন তিনি। ছন্দে রয়েছেন চলতি আইপিএলেও।

কুড়ি-বিশের বিশ্বকাপেও তাঁকে নিয়ে আশায় সমর্থকেরা। টিম ইন্ডিয়ার স্কোয়াডে দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। গত টি-২০ বিশ্বকাপে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। বর্তমানে খানিক ফর্ম সমস্যায় ভুগলেও বাম হাতি বিকল্প হিসেবে শিকে ছিঁড়তে পারে তাঁর ভাগ্যে।

বুমরাহ-আর্শদীপের সাথে তৃতীয় পেসার হতে পারেন আবেশ খান (Avesh Khan)। এছাড়াও সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে যে স্কোয়াডে থাকতে পারেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। চলতি আইপিএলে একেবারের ফর্মে নেন হায়দ্রাবাদের পেসার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে হতশ্রী পারফর্ম্যান্স করায় গত ম্যাচে বাদ পড়তে হয়েছে তাঁকে। তারপরেও কোন যুক্তিতে তাকে বিশ্বকাপের মত মঞ্চে জায়গা দেওয়া হবে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

স্পিন বিভাগে অক্ষর প্যাটেল (Axar Patel) ও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) খেলা নিশ্চিত। ফর্মে রয়েছেন দুজনেই। থাকছেন অলরাউন্ডার জাদেজাও। মনে করা হচ্ছে দলের সঙ্গে থাকতে পারেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। আইপিএল পারফর্ম্যান্সের ভিত্তিতে লম্বা সময় পর জাতীয় দলে ফিরতে পারেন যুজবেন্দ্র চাহাল’ও (Yuzvendra Chahal)।

T20 বিশ্বকাপে সম্ভাব্য ভারতীয় স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঋষভ পন্থ, কে এল রাহুল, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, আবেশ খান।

Also Read: আসন্ন T20 বিশ্বকাপে শুভমান গিল নয় বরং রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *