IND vs ZIM: জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়ের পর ভারতীয় দল কামব্যাক করল দ্বিতীয় ম্যাচে। ১০০ রানের ব্যাবধানে জয় সুনিশ্চিত করে টিম ইন্ডিয়া সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দল বিশ্ব চ্যাম্পিয়নদের মতনই খেলেছে এমনটাই স্বীকার করেছেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা (Sikandar Raza)।
জিম্বাবুয়ে সিরিজ (IND vs ZIM) শুরুর আগেই ভারতীয় দলের পরিবর্তন দেখা গিয়েছিল, মূলত বিশ্বকাপ জয় করে আসা ভারতীয় দলের তিন সদস্য জিম্বাবুয়ে সিরিজের জন্য সুযোগ পেয়েছিলেন। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে আটকা পড়েন ভারতীয় দলের এই তিন খেলোয়াড়, যে কারণে তাদের পক্ষে দলের সাথে জিম্বাবুয়েতে উড়ে যাওয়া সম্ভব হয়নি এই তিন প্লেয়ারের। আর এই তিন প্লেয়ার হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শিবম দুবে (Shivam Dube)।
Read More:IND vs ZIM: রিঙ্কু সিংয়ের ভিতর ঢুকলো MS ধোনির আত্মা, জন্মদিনে দিলেন হেলিকপ্টার শট উপহার !!
দলে জায়গা পাবেন না অভিষেক শর্মা
বিশ্বকাপের ম্যাচে সঞ্জু এবং জয়সওয়াল একটি ম্যাচেও খেলার সুযোগ না পেলেও শিবম দুবে প্রতিটি ম্যাচ খেলেছেন এবং মেগা ফাইনালে তিনি দলের হয়ে একটি গুরুত্বপূর্ণ দ্রুত ইনিংসও খেলেছিলেন। তবে এবার পালা জিম্বাবুয়েতে তাদের পরবর্তী ম্যাচ খেলার। ইতিমধ্যে জিম্বাবুয়ে পৌঁছে গিয়েছেন এই ত্রয়ী। প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াডে প্লেয়ারের পরিবর্তন লক্ষ করা গিয়েছিল। তিন প্লেয়ারের পরিবর্তে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স এর পেসার হর্ষিত রানা (Harshit Rana), পাঞ্জাব কিংসের উইকেট রক্ষক ব্যাটসম্যান জিতেশ শর্মা (Jitesh Sharma) এবং গুজরাট টাইটান্স দলের ওপেনার সাই সদর্শন (Sai Sudarshan)।
প্রথম দুই ম্যাচে এই তিন খেলোয়াড়দের মধ্যে কেবলমাত্র সাই সুদর্শন দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে তৃতীয় ম্যাচে এই তিন খেলোয়ারদের স্কোয়াড থেকে বাদ দিতে পারে বোর্ড কর্তৃপক্ষ। তবে তৃতীয় ম্যাচে নতুন তিন খেলোয়াড়কে খেলাতে চাইবেন অধিনায়ক শুভমান গিল।
জানা গিয়েছে, আসন্ন ম্যাচে শতরান হাঁকানো অভিষেক শর্মার পরিবর্তন হবে। তার পরিবর্তে দলে এন্ট্রি নেবেন যশস্বী জয়সওয়াল। এছাড়া মিডিল অর্ডারে সুযোগ পাওয়া সাই সুদর্শনের জায়গায় দুবেকে খেলতে দেখা যেতে পারে এবং শেষমেষ উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুড়েলের (Dhruv Jurel) জায়গায় দলে এন্ট্রি নিতে পারেন দিতে সঞ্জু স্যামসন (Sanju Samson)।
তৃতীয় ম্যাচে ভারতের সম্ভব্য একাদশ
ভারত- শুভমান গিল (C), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কওয়াড়, শিবম দুবে, রিয়ান পরাগ, রিংকু সিং, সঞ্জু স্যামসন (WK), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, মুকেশ কুমার।