T20 World Cup 2024: বছরের শুরুতে শুরুটা বেশ ভালো করেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে কে কেপটাউনের ময়দানে হারিয়ে বেশ আত্মবিশ্বাস সঞ্চয় করেছে টিম ইন্ডিয়া। এবার পালা আফগানিস্তান এবং ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার। ভারতের কাছে দুটি সিরিজই খুব গুরুত্বপূর্ণ। তবে বছরের মাঝেই রয়েছে T20 বিশ্বকাপ, আর এই বিশ্বকাপের দল নির্বাচন অনেকটা নির্ভর করে রয়েছে এই সিরিজের উপরেই ও আইপিএলের উপর।
ভারতীয় দলের জন্য সুখবর যে দলে ফিরে এসেছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ ১৪ মাস পর দলে ফিরলেন দুই কিংবদন্তি। ভারতীয় দলে দুজনের প্রত্যাবর্তনের পর দল অনেকটাই শক্তিশালী হয়েছে। তবে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ট্রফি জিততে হবে টিম ইন্ডিয়া। প্লেয়ার ও কোচ হিসেবে ট্রফি জয়ের স্বপ্ন একেবারে ভেস্তে যাবে রাহুল দ্রাবিড়ের।
Read More | শৃঙ্খলাভঙ্গ নয় বরং এই কারণের আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়লেন ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার !!
১০ বছর আইসিসি ট্রফি জেতেনি টিম ইন্ডিয়া
ভারতীয় দল আইসিসি ইভেন্টে প্রতিবারেই দারুন প্রদর্শন দেখায়, ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া প্রতিটি আইসিসি ইভেন্টে টিম ইন্ডিয়া সেমিফাইনালের রাস্তা পার করেছে। তবে ২০২১ সালে বিশ্বকাপে সেমিফাইনালের মুখ দেখেনি টিম ইন্ডিয়া। এরপর আবার ২০২২ সালের T20 বিশ্বকাপ সেমিফাইনাল এবং ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছায়। তবে ট্রফির মুখ এখনও দেখতে পায়নি দল। আসন্ন বিশ্বকাপেও পরিবর্তন হবে না এই চিত্র, দ্রাবিড়ের কোচিংয়ে আসবে না ট্রফি।
দ্রাবিড়ের কোচিংয়ে আসবে না ট্রফি
একজন প্লেয়ার ও কোচ হিসেবে সফল দ্রাবিড় (Rahul Dravid)। কিন্তু আইসিসি ইভেন্টে কোচিং ক্যারিয়ারে পরপর দুই ব্যার্থতার পরেও বারবার একই ভুল করছেন দ্রাবিড়। পাশাপশি দ্রাবিড় একজন টেস্ট স্পেশালিস্ট, তার পক্ষে T20 ফরম্যাটে কিভাবে খেলতে হবে সেবিষয়ে দলকে অভিজ্ঞ করে তুলতে পারবেন না দ্রাবিড়। কারণ, দ্রাবিড়ের থেকে T20 ফরম্যাটের ব্যাটিং’এর প্রশিক্ষণ দেওয়াটা সহজ হবে না, তিনি নিজে একজন ডিফেন্সিফ ব্যাটসম্যান ছিলেন, এক কথায় টেস্ট স্পেশালিস্ট, তার পক্ষে ব্যাটসম্যানদের প্রশিক্ষণ দেওয়াটা সহজ হবে না।
তাছাড়া, T20 খেলা মূলত তরুণদের পক্ষে সুবিধাজনক, কিন্তু কোচ হিসেবে দ্রাবিড় সবসময় দলের সিনিয়র প্লেয়ারদের উপরেই নির্ভর করে থাকেন। এমনকি দীর্ঘ ১৪ মাস জাতীয় দলের হয়ে T20 ম্যাচ না খেলা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) সুযোগ দেওয়া হয়েছে যে কারণে তরুণ শক্তিদের ছাড়াই মেগা ইভেন্টে লড়াই করতে হচ্ছে। আসন্ন T20 বিশ্বকাপেও (T20 World Cup 2024) একই অবস্থা বজায় থাকবে ফলে আবার একবার ট্রফি জয় থেকে দূরে থাকবে টিম ইন্ডিয়া।