india-loses-top-spot-in-wtc-ranking

WTC: ঘরের মাঠে রীতিমত দুঃস্বপ্নের সম্মুখীন টিম ইন্ডিয়া (Team India)। যে নিউজিল্যান্ড শিবির দিনকয়েক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিলো গলের মাঠে, তারাই উপমহাদেশের সবচেয়ে বড় ক্রিকেটীয় শক্তি ভারতকে (Team India) তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে গেলো। বেঙ্গালুরুতে প্রথম টেস্টের হারকে সাময়িক ধাক্কা হিসেবে দেখেছিলেন অনেকে। ‘অঘটন’ তকমা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। পুণেতে দ্বিতীয় ম্যাচেও যখন হারতে হয় ভারতকে, তখন নড়েচড়ে বসতে বাধ্য হয় ক্রিকেটমহল। ১২ বছর পর হোমগ্রাউন্ডে সিরিজ হারের গ্লানি সেই সময় জাঁকিয়ে বসেছিলো সমর্থকদের মনে। আর ওয়াংখেড়ে আজ তৃতীয় টেস্টে ২৫ রানের ব্যবধানে হার শেষ পেরেকটা পুঁতে দিলো কফিনে। ২৪ বছর পর দেশের মাঠে হোয়াইটওয়াশড হলো ‘মেন ইন ব্লু।’

Read More: IND vs NZ 3rd Test: ‘মসীহা’ হওয়া হলো না পন্থের, উইকেট পড়তেই ওয়াংখেড়ে গ্যালারিতে পিন পতনের নীরবতা !!

WTC স্বপ্ন এখন বিশ বাঁও জলে-

IND vs NZ | Image: Getty Images
IND vs NZ | Image: Getty Images

২০২১ ও ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলেছিলো ভারতীয় দল। কিন্তু মেলে নি সাফল্য। ২০২১-এ সাদাম্পটনের মাঠে হারতে হয়েছিলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর ২০২৩-এ ওভালে অস্ট্রেলিয়ার বাধা টপকাতে পারেন নি রোহিত-বিরাট’রা। ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের আসর বসতে চলেছে লর্ডসে। ক্রিকেটের মক্কায় ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না ভারত (Team India)। সেই লক্ষ্যেই গত দুই বছর ধরে এগিয়ে চলেছে তারা। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ড্র রাখতে পারার সুবাদে এতদিন সুবিধাজনক জায়গায় ছিলো তারা। বাংলাদেশকে দিনকয়েক আগে হোয়াইটওয়াশ করে ঈপ্সিত লক্ষ্যের খুব কাছে পৌঁছে গিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ পোক্ত করেছিলো র‍্যাঙ্কিং শীর্ষে নিজেদের অবস্থান। কিন্তু নিউজিল্যান্ড সিরিজের (IND vs NZ) ব্যর্থতা বদলে দিলো ছবিটা।

দীর্ঘ সময় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে ছিলো ভারত। কিন্তু আজ অবশেষে সেই জায়গা খোয়ালেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ’রা। টানা তিন পরাজয়ের পর তাদের পার্সেন্টেজ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮.৩৩। ১৪টি ম্যাচ খেলে ৮টি জিতেছে তারা, হেরেছে ৫টিতে। ড্র হয়েছে একটি মাত্র টেস্ট। টিম ইন্ডিয়া’কে টপকে শীর্ষে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। তাদের পার্সেন্টেজ পয়েন্ট এই মুহূর্তে ৬২.৫০। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পার্সেন্টেজ পয়েন্ট ৫৫.৫৬। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে স্মরণীয় সিরিজ জয় লড়াইতে ফিরিয়েছে নিউজিল্যান্ডকেও (NZ)। ১১ ম্যাচে ৬টি জয় ও ৫টি হার-সহ মোট ৫৪.৫৫ র‍্যাঙ্কিং পয়েন্ট নিয়ে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারাও। আর দিন কয়েকের মধ্যেই জানা যাবে কোন দুই দল মুখোমুখি হচ্ছে লর্ডসে। লাস্ট ল্যাপে এসে ফাইনালের দৌড় যে জমে গিয়েছে তা বলাই বাহুল্য।

দেখে নিন বর্তমান WTC র‍্যাঙ্কিং-

ভারতের সামনে এখন কঠিন পরীক্ষা-

IND vs AUS | WTC | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

অন্য কোনো দলের মুখাপেক্ষী না হয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের টিকিট কনফার্ম করার রাস্তা এখনও খোলা রয়েছে ভারতের সামনে। তবে সেই পথ বিশেষ মসৃণ নয়, বরং বেশ কন্টাকাকীর্ণই বলা যায়। আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) আসর। যথাক্রমে পারথ্‌, অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল। সেখানে যদি অন্তত চারটি টেস্ট ম্যাচ জেতে টিম ইন্ডিয়া, তাহলে নিশ্চিত হতে পারে টেস্টের খেতাবী যুদ্ধে পা দেওয়া। ২০১৮-১৯ ও ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু চারটি টেস্ট জেতে নি। সিরিজের ফলাফল ছিলো যথাক্রমে ১-০ ও ২-১। অর্থাৎ লর্ডসের লং রুমের প্রবেশাধিকার চাইলে পূর্বের সাফল্যেরও কয়েকগুণ বেশী ভালো পারফর্ম্যান্স করতেই হবে রোহিত বাহিনীকে।

Also Read: IND vs NZ 3rd Test: ওয়াংখেড়েতে বাড়লো লজ্জার বহর, ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *