Asia Cup 2025: পহলগাম সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে রাজী হবে না ভারতীয় দল, ধরে নিয়েছিলেন সকলে। বিসিসিআই-এর আপত্তিতে সম্পূর্ণ টুর্নামেন্ট বাতিল হতে পারে বলেও মনে করছিলেন বিশেষজ্ঞমহলের একাংশ। কিন্তু ক্রিকেটদুনিয়াকে চমকে দিয়ে সম্পূর্ণ উলটো পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার কর্মকর্তারা। তাঁরা এশিয়া কাপে (Asia Cup 2025) অংশগ্রহণের পাশাপাশি পাকিস্তানের সাথে একই গ্রুপে থাকা নিয়েও কোনো রকম আপত্তি তোলেন নি। দেশব্যপী বিরূপ প্রতিক্রিয়ার মাঝেও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কোনো ভাবনাচিন্তা তাঁদের নেই বলেই খবর সংবাদমাধ্যম সূত্রে। বহুদলীয় টুর্নামেন্ট বয়কট করা সম্ভব নয়, যুক্তি সাজিয়েছেন তাঁরা। ক্রিকেটের বাইশ গজের পাশাপাশি বিসিসিআই-এর সিদ্ধান্ত শোরগোল ফেলেছে রাজনীতির ময়দানেও।
Read More: চাহালের সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই ক্রিকেট দল কিনলেন মাহভাশ, নেতৃত্বের দায়িত্বে অস্ট্রেলিয়ান তারকা !!
দুবাইতে দুঃসহ অভিজ্ঞতা রয়েছে ভারতের-

২০২৫-এর এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজিত হওয়ার কথা ছিলো ভারতে। কিন্তু ভেন্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যাতে কোনো রকম দড়ি-টানাটানি না চলে তা নিশ্চিত করতেই টুর্নামেন্ট স্থানান্তরিত করা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। গত মাসে ঢাকায় এসিসি’র বৈঠকের পর সূচি ঘোষণা করা হয়েছিলো। জানা যায় ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর অবধি চলবে আটদলীয় টুর্নামেন্ট। গ্রুপ-এ’তে ভারত ও পাকিস্তানের সাথে রাখা হয়েছিলো সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান’কে। আর গ্রুপ-বি’তে রাখা হয়েছিলো বাংলাদেশ, আফগানিস্তান, হং কং ও শ্রীলঙ্কাকে। গতকাল এশিয়া কাপের (Asia Cup 2025) ভেন্যু সংক্রান্ত যাবতীয় তথ্য’ও ঘোষণা করেছে মহাদেশীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। দুবাই ও আবু ধাবি’র মাঠে আয়োজিত হতে চলেছে প্রতিযোগিতা। শিকে ছেঁড়ে নি শারজা’র ভাগ্যে।
১০, ১৪ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান ও ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ওমানের বিরুদ্ধে কেবল ১৯ তারিখের ম্যাচটি রয়েছে আবু ধাবিতে। গ্রুপ পর্বের বাকি দু’টি ম্যাচ দুবাইতে খেলবেন সূর্যকুমারের। এমনকি নক-আউট পর্বেও প্রায় সবক’টি ম্যাচ সেখানেই পড়তে পারে ভারতের (Team India)। এমনকি ২৮ তারিখ ফাইনালও রয়েছে সেখানেই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ খেলার স্মৃতি বিশেষ সুখকর নয় ‘মেন ইন ব্লু’র। ২০২১-এর টি-২০ বিশ্বকাপে ঐ মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে (IND vs ENG) ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিলো তারা। শাহীন আফ্রিদির গতি ও স্যুইং-এর মোকাবিলা করতে নেমে মুখ থুবড়ে পড়েছিলেন রোহিত, কে এল রাহুলরা। মর্যাদার যুদ্ধে এবার যাতে তা না হয়, তা নিশ্চিত করতে মরিয়া থাকবে ভারতীয় দল।
এশিয়া কাপে খেলছেন না বুমরাহ-

২০২৪-এর টি-২০ বিশ্বকাপের পর দেশের জার্সিতে একটি কুড়ি-বিশের ম্যাচ খেলেন নি জসপ্রীত বুমরাহ। বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দিয়েছিলো বিসিসিআই। চলতি বছরের গোড়ায় ইংল্যান্ডের বিপক্ষে পিঠের চোটের কারণে মাঠে নামা সম্ভব হয় নি তাঁর পক্ষে। সূত্রের খবর এশিয়া কাপেও (Asia Cup 2025) সাদা বল হাতে বোলিং রান-আপে দেখা যাবে না দেশের এক নম্বর পেস অস্ত্র’কে। নেপথ্যে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। বুমরাহ’র (Jasprit Bumrah) চোটপ্রবণতা নিয়ে এই মুহূর্তে বেশ চিন্তিত ভারতীয় বোর্ড। অস্ট্রেলিয়া সফরে পিঠে আঘাত লাগায় তিন মাস মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তাই তাঁকে বেছে বেছে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি মাত্র টেস্ট খেলেছেন বুমরাহ। আপাতত তাঁকে বিশ্রাম দেওয়ার পক্ষেই মত বোর্ড কর্তাদের। অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তিনি ফিরতে পারেন দলে।