বাংলাদেশকে হারিয়ে WTC ফাইনালের পথে ভারত, লর্ডসের দৌড়ে ‘ডার্ক হর্স’ এখন শ্রীলঙ্কা !! 1

২০২১ ও ২০২৩-এ ফাইনালে পৌঁছেও হয় নি শেষরক্ষা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) খেতাব জয়ের সৌভাগ্য আর হয় নি টিম ইন্ডিয়ার। ২০২১-এ সাদাম্পটনের মাঠে হারতে হয়েছিলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বৃষ্টিভেজা ম্যাচে হতাশ করেছিলো ব্যাটিং লাইন-আপ। আর ২০২৩-এ ওভালের বাইশ গজে ভারতীয় বোলিং-এর সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড। তাঁদের জোড়া শতরানের ধাক্কায় ছিটকে পড়েছিলো রোহিত শর্মা’র (Rohit Sharma) দল। ২০২৫-এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল রয়েছে ‘ক্রিকেটের মক্কা’ নামে পরিচিত লর্ডসে। ১৯৮৩-তে এই মাঠেই প্রথমবার ওডিআই বিশ্বকাপ জিতেছিলো ‘মেন ইন ব্লু।’ ২০০২-তে জিতেছিলো ন্যাটওয়েস্ট ট্রফি। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আরও একবার লর্ডসের ব্যালকনিতেই ট্রফি হাতে উদ্‌যাপনে মাততে মরিয়া রোহিত (Rohit Sharma), ঋষভ, বিরাট কোহলিরা (Virat Kohli)।

Read More: “খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে…” সিরিজের সেরা হয়ে খুশি অশ্বিন, রোহিত শর্মা কে নিয়ে দিলেন বড় বয়ান !!

তৃতীয় ফাইনালের আরও কাছে ভারত-

Indian Cricket Team | WTC | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

ঘরের মাঠে বাংলাদেশকে রীতিমত উড়িয়ে দিলো টিম ইন্ডিয়া (Team India)। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে আত্মবিশ্বাস সঙ্গী করে ভারতে পা রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto), লিটন দাস’রা। কিন্তু চেন্নাই বা কানপুর, কোথাওই নূন্যতম প্রতিরোধ আর গড়ে তুলতে পারলেন না তাঁর। চেপকে সাড়ে তিন দিনের মধ্যে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছিলো ভারত। আর কানপুরে বৃষ্টিতে প্রায় তিন দিন খেলা পণ্ড হয়ে যাওয়ার পরেও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে বিশেষ কষ্ট করতে হলো না অশ্বিন (Ravichandran Ashwin), জাদেজা, যশস্বীদের। প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৩৩ রানে রুখে দিয়েছিলো ভারত। এরপর টি-২০’র ঢঙে ব্যাটিং করে ৩৪.৪ ওভারে ২৮৫ তুলে ডিক্লেয়ার করে দেয় তারা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ১৪৬ রানে। ৯৫ রানের লক্ষ্য ১৮.২ ওভারেই ছুঁয়ে ফেলে ‘মেন ইন ব্লু।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় শীর্ষেই ছিলো ভারত। কানপুরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ড্র হলে ফাইনালের রাস্তা কিঞ্চিত কঠিন হতে পারত রোহিতবাহিনীর সামনে। কিন্তু দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে সেই কাঁটা উপড়ে ফেললো দল। পয়েন্ট তালিকার মগডালে নিজেদের অবস্থান আরও একটু পাকাপোক্ত করে নিলেন কোহলিরা (Virat Kohli)। আপাতত ১১ ম্যাচ খেলে ৮টি জয়, ২টি পরাজয় ও ১টি ড্র-এর সৌজন্যে টিম ইন্ডিয়ার পার্সেন্টেজ পয়েন্ট ৭৪.২৪। আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও তিনটি টেস্ট রয়েছে যথাক্রমে বেঙ্গালুরু, পুণে ও মুম্বইতে। দেশের মাঠে সেই সিরিজ জিতলে ফাইনালের দৌড়ে আরও বেশ খানিকটা এগিয়ে যাবে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন পরীক্ষায় বসার আগেই খেতাবী যুদ্ধের টিকিটি কনফার্ম করে ফেলতে চাইছে গত দুইবারের রানার্স-আপ’রা।

টেস্ট শ্রেষ্ঠত্বের দৌড়ে ‘ডার্ক হর্স’ শ্রীলঙ্কা-

Sri Lanka vs New Zealand | Image: Getty Images
Sri Lanka vs New Zealand | Image: Getty Images

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচ খেলে ৬২.৫০ পার্সেন্টেজ পয়েন্ট রয়েছে তাদের। ভারতের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি’র (BGT) লড়াইতে ‘ব্যাগি গ্রিন’ বাহিনী কেমন পারফর্ম করে তার উপর তাদের ফাইনাল সম্ভাবনা অনেকাংশে নির্ভরশীল। লর্ডসে পৌঁছানোর যুদ্ধে অজিদের পয়লা নম্বর প্রতিদ্বন্দ্বী এখন শ্রীলঙ্কা। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ হোয়াইট ওয়াশ করে হঠাৎ’ই পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে তারা। আপাতত ৯ ম্যাচে ৫ জয় ও ৪ পরাজয়ের সুবাদে তাদের পার্সেন্টেজ পয়েন্ট ৫৫.৫৬। সামনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে তাদের। নিজেদের ম্যাচগুলিতে জয় ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বর্ডার-গাওস্কর ট্রফির দিকেও তাকিয়া থাকতে হবে লঙ্কানদের। ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে মেন্ডিস, চাণ্ডিমালদের সামনে ফাইনালের দরজা উন্মুক্ত হলেও হতে পারে।

দেখে নিন WTC-র পয়েন্ট তালিকা-

Also Read: IND vs BAN 2nd Test: “কেবল জিততে চেয়েছিলাম…” সিরিজ জিতে উচ্ছ্বসিত ম্যাচের সেরা যশস্বী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *