WTC Final 2025: ভারতের জন্য জটিল হলো সমীকরণ, লর্ডসের টিকিট নিশ্চিত দক্ষিণ আফ্রিকার !! 1

WTC Final: ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্রের প্রথম ফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেলো গতকাল। ঘরের মাঠে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে খেতাবী দ্বৈরথের টিকিট কনফার্ম করে নিলো দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে একটা সময় প্রোটিয়াদের চেপে ধরেছিলো পাক শিবির। আমের জামালের (Aamer Jamal) ৬ উইকেটের সৌজন্যে ব্যাকফুটে চলে গিয়েছিলো তেম্বা বাভুমার দল। কিন্তু ব্যাট হাতে শেষ মুহূর্তে জ্বলে ওঠেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। তাঁর ২৬ বলে খেলা ৩১* রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে পাক চ্যালেঞ্জ সামলে ওঠে দক্ষিণ আফ্রিকা। যোগ্য সঙ্গত করেন মার্কো ইয়ানসেন’ও (Marco Jansen)। চলতি বছরের জুনে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে হেরেছিলো প্রোটিয়ারা। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালেও কি সম্মুখসমরে নামবে দুই পক্ষ? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Read More: “রাজার রাজত্ব শেষ…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার ব্যার্থ বিরাট কোহলি, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

এখনও রাস্তা খোলা ভারতের জন্য-

Indian Cricket Team | WTC Final | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

মাসখানেক আগেও ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলা কার্যত নিশ্চিত মনে হচ্ছিলো। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ফলে ধরাশায়ী হওয়ায় আচমকাই অনেক খানি পিছিয়ে পড়েন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাগি গ্রিন বাহিনীকে ৪-০ হারালে সুযোগ ছিলো অন্য দলগুলির দিকে না তাকিয়েই ফাইনালে পা রাখার। কিন্তু সেই ফলাফল’ও আর সম্ভব নয়। পার্‌থ-এ জিতলেও অ্যাডিলেডে ইতিমধ্যেই হেরে বসেছে ‘মেন ইন ব্লু।’ আবার ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। বর্তমানে মেলবোর্নে চলছে চতুর্থ টেস্ট ম্যাচটি। খাতায়-কলমে চার রকমের ফলাফলের সম্ভাবনাই রয়েছে সেখানে। কিন্তু যে পথে খেলা এগোচ্ছে, তাতে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা যে ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ।

যদি মেলবোর্নের বক্সিং ডে টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হয়, তাহলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের রাস্তা পুরোপুরি বন্ধ হবে না ভারতের সামনে। অঙ্কের হিসেবে বেঁচে থাকবে লর্ডসে পা রাখার সম্ভাবনা। সেক্ষেত্রে সিডনিতে বর্ডার-গাওস্কর ট্রফির পঞ্চম টেস্ট ম্যাচটি ‘মাস্ট উইন’ হয়ে দাঁড়াবে রোহিত শর্মা’র (Rohit Sharma) দলের কাছে। তারপর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া (SL vs AUS) সিরিজটির দিকে। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গলের মাঠে লঙ্কানদের বিপক্ষে দু’টি ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। কামিন্সবাহিনী যদি একটি ম্যাচেও জিততে না পারে তাহলে শিকে ছিঁড়তে পারে ভারতের ভাগ্যে। যদি সিডনি টেস্ট’ও ড্র হয়, অর্থাৎ বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) অমীমাংসিত থাকে ১-১ ফলে, তাহলেও টিম ইন্ডিয়া ফাইনাল খেলতে পারে শ্রীলঙ্কা ১-০ ফলে অজিদের হারালে।

ফাইনালে ‘ওয়াইল্ড কার্ড’ পেতে পারে শ্রীলঙ্কা-

Sri Lanka Cricket Team | Image: Getty Images
Sri Lanka Cricket Team | Image: Getty Images

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে পা রাখার দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া’ও। যদি মেলবোর্ন ও সিডনিতে ভারতকে হারিয়ে দিতে পারে তারা, তাহলে অন্য কারও মুখাপেক্ষী হতে হবে না কামিন্সদের (Pat Cummins)। টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যাবেন তাঁরা। যদি ভারতের বিরুদ্ধে একটিতে জয় পায় অস্ট্রেলিয়া, ড্র করে অন্যটি, সেক্ষেত্রে শ্রীলঙ্কার মাঠে দু’টি ড্র’ই যথেষ্ট হবে ব্যাগি গ্রিন বাহিনীর জন্য। মেলবোর্ন ও সিডনিতে জোড়া ড্রয়ের পরও ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে তারা। তবে সেক্ষেত্রে লঙ্কানদের বিরুদ্ধে জিততে হবে অন্তত একটি ম্যাচ। বর্তমানে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা’ও ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিতে পারে ফাইনালে। যদি ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে দুই ম্যাচই ড্র হয় এবং ঘরের মাঠে জোড়া টেস্টে অজিদের হারায় তারা, তাহলে ৫৩.৮৪ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে ফাইনালে যাবে শ্রীলঙ্কা।

বর্তমানে WTC পয়েন্ট তালিকা-

WTC Points Table | Image: Twitter

Also Read: IND vs AUS: রিজার্ভ বেঞ্চেই সময় কাটছে দুই তারকা’র, আসে নি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *