india-asia-cup-2025-predicted-squad

পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর অনিশ্চয়তা তৈরি হয়েছিলো এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে। পড়শি দেশ পাকিস্তানকে বয়কট করতে পারে ভারতীয় দল, আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার প্রাক্তনীরা শাহীদ আফ্রিদি, কামরান আকমলদের বিরুদ্ধে খেলতে রাজী না হওয়ায় বেড়েছিলো সেই জল্পনা। কিন্তু কার্যত সকলকে চমকে দিয়েই এশিয়া কাপ (Asia Cup 2025) খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বিসিসিআই। পাকিস্তানের সাথে একই গ্রুপে থাকা নিয়েও কোনোরকম আপত্তি জানান নি রজার বিনি, দেবজিৎ সইকিয়ারা। সেইমত গত ২৪ জুলাই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এসিসি। গ্রুপ-এ’তে রয়েছে ভারত। ১০, ১৪ ও ১৯ সেপ্টেম্বর তাদের ম্যাচ যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান ও ওমানের বিরুদ্ধে। প্রথম দু’টি ম্যাচ হবে দুবাইতে। আর তৃতীয়টি আবু ধাবিতে।

Read More: নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচার করে ফাঁসলেন সুরেশ রায়না, ED দপ্তরে পড়লো ডাক !!

নেতৃত্বে সূর্য, স্কোয়াডে ফিরছেন শুভমান-

Shubman Gill and Suryakumar Yadav | Image: Getty Images
Shubman Gill and Suryakumar Yadav | Image: Getty Images

সম্ভবত আগামী সপ্তাহে এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হবে আনুষ্ঠানিক ভাবে। তবে তার আগেই সংবাদমাধ্যম পিটিআই সূত্রে সামনে এসেছে সম্ভাব্য পনেরো জন তারকা’র নাম। প্রত্যাশিত ভাবেই অধিনায়ক হিসেবে থাকছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত জুন মাসে জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিলো তাঁর। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁর। ইতিমধ্যে ব্যাট নিয়ে অনুশীলনেও নেমে পড়েছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রী।’ আসন্ন টুর্নামেন্ট শুরুর আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন তিনি। এক বছর দুই মাস পর কুড়ি-বিশের স্কোয়াডে ফিরছেন শুভমান গিল’ও (Shubman Gill)। ভালো ফর্মে রয়েছেন পাঞ্জাবের তরুণ। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭৫৪ রান করেছেন। এশিয়া কাপে সহ-অধিনায়ক নির্বাচিত হতে পারেন তিনি।

বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ভারতীয় দলে থাকার সম্ভাবনা তিলক বর্মা (Tilak Varma) ও অভিষেক শর্মা’ও (Abhishek Sharma)। গত কয়েক মাস ধরে টি-২০ স্কোয়াডে নিয়মিত দু’জনে। প্রোটিয়াদের বিরুদ্ধে জোড়া শতরান করেছেন তিলক। দুরন্ত ধারাবাহিকতা দেখিয়ে অভিষেক উঠে এসেছেন আইসিসি র‍্যাঙ্কিং-এর শীর্ষস্থানে। সেই পারফর্ম্যান্সেরই পুরস্কার পাচ্ছেন তাঁরা। ঋষভ পন্থকে এশিয়া কাপে (Asia Cup 2025) খেলানোর কোনো ভাবনা নেই টিম ইন্ডিয়ার। বদলে থাকছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে জায়গা করে নেওয়ার দৌড়ে জিতেশ শর্মা ও ধ্রুব জুরেল। স্কোয়াডের গভীরতা বাড়ানোর জন্য কোচ গম্ভীর বরাবরই ‘তুরুপের তাস’ হিসেবে ব্যবহার করেন অলরাউন্ডারদের। এশিয়া কাপেও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), অক্ষর প্যাটেল, শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দরের উপর আস্থা রাখতে পারেন তিনি।

বুমরাহ’ও থাকছেন এশিয়া কাপের দলে-

Jasprit Bumrah Set to Play Asia Cup 2025 | Image: Getty Images
Jasprit Bumrah Set to Play Asia Cup 2025 | Image: Getty Images

জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) ফিটনেস নিয়ে প্রশ্ন ছিলো ক্রিকেটমহলে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের মধ্যে মাত্র তিনটি খেলেছিলেন ডান হাতি পেস তারকা। তাঁর হাঁটুতে চোট রয়েছে, টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন এক বোর্ডকর্তা। তবে সুস্থ হয়ে উঠেছেন তিনি। পিটিআই সূত্রে এশিয়া কাপের (Asia Cup 2025) যে স্কোয়াড সামনে এসেছে সেখানে রয়েছে বুমরাহ’র নাম। পেস ব্যাটারির ধার বাড়াতে দেখা যাবে আর্শদীপ সিং’কে (Arshdeep Singh)। তৃতীয় ফ্রন্টলাইন পেসার হিসেবে হর্ষিত রাণা ও প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে কোনো একজনকে বেছে নিতে পারেন নির্বাচকেরা। দু’জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে সংযুক্ত আরব আমিরশাহী উড়ে যাবে ‘মেন ইন ব্লু।’ থাকছেন চায়নাম্যান কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এছাড়া রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর উপরেও আস্থা রাখবে ভারতীয় দল।

এক নজরে সম্ভাব্য স্কোয়াড-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল, তিলক বর্মা, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা/ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হর্ষিত রাণা/প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

Also Read: Asia Cup 2025: এই খেলোয়াড়কে হালকা ভাবে নেওয়া উচিত নয় পাকিস্তানের, এশিয়া কাপে দেবে বড় ঝটকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *