প্রথম ম্যাচে লজ্জাজনক পরিণতির পর ৪-১ ব্যাবধানে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া (IND vs ZIM)। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা (Sikandar Raza)। ওপেনিং ব্যাটিং করতে এসে প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংসের সূচনা দেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে জলদি তিনি প্রথম ওভারেই বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। জয়সওয়াল আউট হতেই, পাওয়ার প্লের ভিতর উইকেট হারান শুভমান গিল (Shubman Gill) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাওয়ার প্লের ভিতর মাত্র ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। তবে আজকের ম্যাচে ভারতীয় দল।
তবে ভারতীয় দলের মিডিল অর্ডারের দায়িত্ব বেশ ভালোভাবেই সামাল দেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং রিয়ান পরাগ। দলের হয়ে সঞ্জু ৪৫ বলে ১টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৫৮ রান বানান। তাছাড়া, পরাগ ২৪, দুবে ২৬ ও রিঙ্কুর ১১ রানের বিনিময়ে ভারত প্রথম ইনিংসে ১৬৭ রান বানিয়ে ফলে।
Read More: CT 2025: শুধুমাত্র ভারত নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাওয়া নিয়ে দ্বিধা আফগানিস্তানেরও !!
জিম্বাবুয়েকে ৪২ রানে পরাস্ত করলো টিম ইন্ডিয়া
এই রান তাড়া করতে এসে সমস্যার সম্মুখীন হয় জিম্বাবুয়ে দল। প্রথম ওভারের তৃতীয় বলে আউট হতে হয় ওয়েসলি মাধভেরেকে (Wessly Madhevere)। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি, এমনকি পাওয়ার প্লের ভিতরেই আউট হয়ে যান ব্রায়ান বেনেট (Brian Bennett)। ৮ বলে ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পাওয়ার প্লেতে বেশ সাবধানতা বজায় রেখে জিম্বাবুয়ে ৪৭ রান বানাতে সক্ষম হয়। এরপর দলের হয়ে একটি পার্টনারশিপ করেন তাদিওয়ানাশে মারুমানি (Tadiwanashe Marumani) ও ডিয়ন মায়ার্স (Dion Myers)। ৩৬ বলে ৪৪ রানের পার্টনারশিপটি ভাঙেন স্পিনার ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)।
দলের হয়ে সর্বাধিক ৩২ বলে ৩৪ রানটি বানান মায়ার্স। ক্যাপ্টেন রাজাকে ১২ বলে ৮ রান বানিয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়। পাশাপশি, শেষের দিকে একটি চেষ্টা চালান অভিষেক করা ফারাজ আকরাম (Faraz Akram)। নির্ধারিত ২০ ওভারের আগেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ১৮.৩ ওভারে ১২৫ রান বানাতে সক্ষম হয় জিম্বাবুয়ে। পঞ্চম ম্যাচে তাদের হারিয়ে সিরিজে ৪-১ ব্যাবধানে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া। ভারতীয় দলের হয়ে ৪ উইকেট নেন মুকেশ কুমার, ২ উইকেট নেন শিবম দুবে ও ১টি করে উইকেট পান তুষার, সুন্দর ও অভিষেক।