যশস্বী-শুভমানের তান্ডবে নাজেহাল জিম্বাবুয়ে দল, ১০ উইকেটে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া !! 1

জিম্বাপুরের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে বড় জয় সুনিশ্চিত করল টিম ইন্ডিয়া অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে। ৩-১ ব্যবধানে ভারতীয় দল জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয় করল। চতুর্থ ম্যাচটি (IND vs ZIM) হারারের স্পোর্টস গ্রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল, আজকের ম্যাচের কথা বলতে গেলে চতুর্থ বারের জন্য আজকেও টস জেতেন অধিনায়ক শুভমান গিল। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে দলকে পরিচালনা দেন গিল। ক্যাপ্টেন গিল প্রথমে ফিল্ডিং করতে চাইলেও বিপক্ষ দলের অধিনায়ক সিকান্দার রাজা (Sikandar Raza) প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন বলে জানিয়ে দেন টস উপস্থাপককে।

Read More: IND vs ZIM: “এ তো পুরোই আগুন…” ১০ উইকেটে জয় ভারতের, যশস্বী-শুভমানের ধুন্ধুমার ব্যাটিং-এ মোহিত নেটদুনিয়া !!

১০ উইকেটে জয় সুনিশ্চত করলো টিম ইন্ডিয়া

Ind vs zim
IND vs ZIM| Image: Getty Images

আজকের ম্যাচে দলে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ভারতীয় দল। পাওয়ার প্লে তে বেশ দারুন খেলতে দেখা যায় জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। এমনকি উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৪৪ রান বানিয়ে ফেলে জিম্বাবুয়ে। ওপেনার ওয়েসলি মাধভেরে (Wessly Madhevere) ও তাদিওয়ানাশে মারুমানির মধ্যে ৬৩ রানের পার্টনারশিপ লক্ষ করা যায়। দুই ওপেনার পরস্পর নিজেদের উইকেট হারান। অধিনায়ক সিকান্দার রাজা (Sikandar Raza) সর্বাধিক ২৮ বলে ২টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৪৬ রানের ইনিংস খেলেন।

ভারতীয় দলের হয়ে সর্বাধিক ২ উইকেট নেন খলিল আহমেদ (Khaleel Ahmed) ও ১টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে, ওয়াসিংটন সুন্দর, অভিষেক শর্মা ও শিবম দুবে। নির্ধারিত ২০ ওভারে ১৫২ রানে শেষ হয় জিম্বাবুয়ের ব্যাটিং, এই রান তাড়া করতে এসে পাওয়ার প্লের ভিতরেই ৬১ রান জুড়ে দেন ভারতীয় দলের দুই ওপেনার। এমনকি ইনিংস শেষে দুজনেই অপরাজিত থাকেন। অধিনায়ক গিল ৩৯ বলে ৬টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৫৮ রান বানান এবং তার সাথে জয়সওয়াল ৫৩ বলে ১৩টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৯৩ রানের বিধ্বংসী ব্যাটিং করেন। ২৮ বলে বাঁকি থাকতেই ১০ উইকেটে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া।

Read Also: ভিডিও: বলি নায়িকার সাথে উদ্দাম নাচ হার্দিকের, ‘আম্বানি ওয়েডিং’-এ জল্পনা নয়া রসায়নের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *