হারারেতে অনুষ্ঠিত হওয়া পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে পরাস্ত হলো টিম ইন্ডিয়া (IND vs ZIM)। বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়ার এই অবস্থা খুবই লজ্জাজনক। আজ প্রথমবারের জন্য ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন শুভমান গিল (Shubman Gill)। তবে আজকের দিনটি একেবারে ভালো কাটলো না তার। ম্যাচের কথা বলতে গেলে, টসে জিতে বোলিং সহায়ক উইকেটে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গিল। পাওয়ার প্লেতে ৪০ রান বানিয়ে ফেলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।
দ্বিতীয় ওভারে ইনোসেন্ট কইয়ার (Innocent Kaia) উইকেট তুলে নেন মুকেশ। জিম্বাবুয়ের হয়ে ২২ বলে ২১ রান বানান ওয়েসলি মাধভেরে, ১৫ বলে ২২ রানের দ্রুত ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। ২২ বলে ২৩ রানের ইনিংস খেলেন ডিওন মায়ার্স। শেষের দিকে ২৫ বলে ২৯ রান বানিয়ে দলকে ১১৫’রানে পৌঁছে দেন উইকেটরক্ষক ক্লাইভ মাদান্ডে।
Read More: IND vs ZIM: “দুঃস্বপ্নের অভিষেক…” প্রথম ম্যাচেই ডাহা ফেল তরুণ তুর্কি, পড়লেন সমাজমাধ্যমের নিশানায় !!
জিম্বাবুয়ের কাছে পরাজিত হলো টিম ইন্ডিয়া

তবে এই রান তাড়া করতে এসে তবে এই রান তাড়া করতে এসে প্রথম ওভারে রান না বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা। অভিষেক ম্যাচেই ফ্লপ অভিষেক। পাশাপশি, ঋতুরাজ গাইকোয়ার্ড ৯ বলে ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ার প্লের ভিতরেই ৩ বলে ২ রান বানান রিয়ান পরাগ (Riyan Parag) এবং খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরতে হয় রিঙ্কু সিংকে (Rinku Singh)।
দলের হয়ে সর্বাধিক ২৯ বলে ৫টি চারের সহযোগে ৩১ রান বানান শুভমান গিল (Shubman Gill)। তাছাড়া, ১৪ বলে ৬ রান বানিয়েছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel), বিশ্নই ৮ বলে ৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। শেষ ওভারে ১৬ রান বাঁকি থাকতে সেই রান তাড়া করতে ব্যর্থ হন সুন্দর, তিনি ৩৪ বলে ২৭ রান বানান ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)। ভারতের বিরুদ্ধে ৩ উইকেট তুলে নেন টেন্ডাই চাতারা (Tendai Chatara) ও সিকান্দার রাজা (Sikandar Raza)। পাশপাশি ১টি করে উইকেট নিয়েছেন বাঁকি প্লেয়াররা।