“ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল…” জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দলের বোলিং প্রদর্শন দেখে সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং জিম্বাবুয়ে (IND vs ZIM)। অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় দল তরুণ ক্রিকেটারদের নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে। আজকের ম্যাচে, টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক গিল। টসের সময় তিনি ঘোষণা করে দেন আজকের এই মেগা ম্যাচে ভারতীয় দলে অভিষেক করেছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel), অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং রিয়ান পরাগ (Riyan Parag)। আইপিএলের মঞ্চে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে ছিলেন এই তিন তরুণ প্রতিভা। যে কারণে তাদেরকে ভারতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডের সামিল করা হলো। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে, জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ডাক পেলেন এই তিন তারকা।

১১৫ রানে শেষ হলো জিম্বাবুয়ের ব্যাটিং

Ind vs zim
IND vs ZIM | Image: Getty Images

প্রথমে ব্যাটিং করতে এসে খলিলের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ওভারের সূচনা করেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান ওয়েসলি মাধভেরা (Wesley Madhevera)। প্রথম ওভারে ৬ রান বানান তিনি। তবে পরবর্তী ওভারের প্রথম বলেই মুকেশ কুমারের (Mukesh Kumar) বলে প্যাভিলিয়নে ফিরতে হয় ইনোসেন্ট কইয়াকে (Innocent Kaia)। দলের হয়ে ব্রেন বেনেট (Brain Bennett) ১৫ বলে ২৩ রান বানিয়েছিলেন তিনি।

রবি বিষ্ণুর ফিরকির সামনে ফিকে পরে যায় তার ইনিংস, বিষ্ণুর বলে ক্লিন বোল্ড হয়ে যান বেনেট। এমনকি ক্যাপ্টেন রাজাও আজকের ম্যাচে ব্যার্থ, ১৯ বলে ১৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। পাশাপাশি ডিয়ন মেয়ারস ২২ বলে ২৩ রানের ইনিংস খেলে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ এন্ড বোল্ড হয়ে যান। প্রথম বলেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তারকা ক্রিকেটার ক্যাম্পবেল। মাত্র ১১৫ রানে শেষ হয় জিম্বাবুয়ে দলের ব্যাটিং। তবে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের কাছে কাল হয়ে উঠেছিল ভারতীয় দলের বোলিং। আজকের ম্যাচে চার উইকেট পেয়েছেন স্পিনার রবি বিষ্ণু, পাশাপাশি ২ উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং একটি করে উইকেট নিতে সক্ষম হয়েছেন মুকেশ কুমার এবং আভেশ খান ভারতীয় দলের এই দুর্দান্ত প্রদর্শনের পর সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs ZIM 1st T20i: হারারেতে হুঙ্কার তরুণ ভারতের, বিষ্ণোইয়ের ঘূর্ণিতে মাত্র ১১৫ রানেই থামতে হলো জিম্বাবুয়ে’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *