IND vs WI: এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে টিম ইন্ডিয়া (IND vs AUS)। পার্থ-এ প্রথম ম্যাচে দুরন্ত জয় পেয়েছে তারা। এখনও বাকি চারটি ম্যাচ। অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে ব্যাগি গ্রিন বাহিনীর মুখোমুখি হওয়ার কথা ভারতীয় শিবিরের। তারপর মাস লাল বলের ক্রিকেট থেকে দূরেই থাকতে হবে বেশ কয়েক মাস। যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখে দল, তাহলে জুন মাসের গোড়ায় লর্ডসে খেলতে দেখা যাবে কোহলি-রোহিতদের (Rohit Sharma)। তারপর জুন থেকে অগস্টে রয়েছে ইংল্যান্ড সিরিজ। লাল বলের খেলায় ভারত ফিরছে অক্টোবর মাসে। দেশের মাঠে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI)। সাম্প্রতিক অতীতে ক্যারিবিয়ানদের বিপক্ষে একাধিপত্য দেখিয়ে এসেছে ‘মেন ইন ব্লু।’ তাই এবার তাদের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামাতে পারে বিসিসিআই। সুযোগ পেতে পারেন একঝাঁক তরুণ।
Read More: IPL 2025: বেঙ্গালুরুর নেতৃত্ব হাতছাড়া হচ্ছে বিরাটের, দায়িত্ব পাচ্ছেন এই দুর্ধর্ষ ক্রিকেটার !!
তারুণ্যে আস্থা রাখছে ভারতীয় দল-
ঘরের মাঠে ১২ বছর টেস্ট ক্রিকেটে অপরাজিত ছিলো টিম ইন্ডিয়া (Team India)। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) সেই তকমা হারিয়েছে তারা। এরপরের হোম সিরিজ সেই ২০২৫-এর অক্টোবরে। দুটি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারতীয় দল (IND vs WI)। এই সিরিজ দিয়েই লাল বলের ক্রিকেটে নয়া অধ্যায় শুরু করতে চাইছে বিসিসিআই। একঝাঁক তরুণ তুর্কিকে প্রথম বারের জন্য সুযোগ দেওয়া হতে পারে লাল বলের খেলায়। তালিকায় রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh) ও রিয়ান পরাগ (Riyan Parag)। রঞ্জি ট্রফিতে নিজেদের রাজ্য দলের হয়ে নিয়মিত দু’জনেই। উত্তরপ্রদেশের রিঙ্কু প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ ম্যাচে ৫৪.৬৮ গড়ে ৩৩৩৬রান করেছেন। ৭টি শতরানও আছে তাঁর। অসমের রিয়ান (Riyan Parag) ৩২ ম্যাচে করেছেন ১৯৯১ রান। রঞ্জি ইতিহাসে দ্রুততম শতরানের নজির রয়েছে তাঁর।
এই মুহূর্তে ভারতীয় স্কোয়াডের সাথে অস্ট্রেলিয়াতে রয়েছেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। কিন্তু সেখানে তাঁর মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) বা ইংল্যান্ড সফরেও (IND vs NZ) রোহিত শর্মা বা কে এল রাহুল’ই ওপেন করবেন যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথে। সব কিছু ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) টেস্ট অভিষেক হতে পারে বঙ্গ ক্রিকেটারের। ঘরোয়া ক্রিকেটের আঙিনায় দীর্ঘ সময় ধরেই ধারাবাহিক তিনি। এছাড়াও নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), হর্ষিত রাণা, সরফরাজ খান (Sarfaraz Khan), ধ্রুব জুড়েলদের মত গুটিকয়েক টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন একঝাঁক তরুণকেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। রোহিত-কোহলি-বুমরাহদের পরের প্রজন্ম লাল বলের ক্রিকেটে কতটা তৈরি সেটাই দেখে নিতে চায় বিসিসিআই।
নেতৃত্বে ঋষভ, থাকছেন সিনিয়ররাও-
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে (IND vs WI) বিশ্রাম পাচ্ছেন ভারতীয় টেস্ট দলের পূর্ণ সময়ের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে কোচ গম্ভীর দূরে রাখতে পারেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহকেও (Jasprit Bumrah)। তাঁদের দু’জনের অনুপস্থিতিতে অধিনায়কের আসনে বসতে পারেন ঋষভ পন্থ। দীর্ঘতম ফর্ম্যাটে নেতা হিসেবে তাঁকে পরখ করে নেওয়ার সেরা সুযোগ অক্টোবরের এই সিরিজই। তরুণদের সাথে কয়েকজন সিনিয়রকেও রাখা হতে পারে স্কোয়াডে। ‘ওয়ান্ডার বয়’ যশস্বী জয়সওয়ালের সামনে সুযোগ থাকবে দেশের মাঠে নিজের টেস্ট পরিসংখ্যান আরও উন্নত করে তোলার। তিন নম্বরে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হবেন শুভমান গিল। এছাড়া থাকছেন কে এল রাহুল। পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে পারেন তিনি। পেস বিভাগের নেতা হিসেবে বুমরাহ’র জুতোয় পা গলাতে পারেন মহম্মদ সিরাজ।
এক নজরে সম্ভাব্য দল-
ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈস্বরণ, শুভমান গিল, সরফরাজ খান, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, হর্ষিত রাণা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।
Also Read: IND vs AUS 2nd Test Stats Preview: ব্র্যাডম্যান’কে ছুঁতে পারেন বিরাট, অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে তৈরি হতে পারে ৭ রেকর্ড !!