ind-vs-wi-team-india-probable-squad

IND vs WI: ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়া। গত মাসের ৪ তারিখ শেষ হয়েছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। ইংল্যান্ড থেকে ফেরার পর বাংলাদেশে যাওয়ার কথা ছিলো ‘মেন ইন ব্লু’র। পদ্মাপারে খেলার কথা ছিলো ওয়ান ডে ও টি-২০ সিরিজ। কিন্তু রাজনৈতিক অচলাবস্থার জন্য শেষমেশ ভেস্তে গিয়েছে সেই সফর। ফলে দিনকয়েক অতিরিক্ত বিশ্রাম পেয়েছেন খেলোয়াড়রা। সেপ্টেম্বরের শুরুতেই রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2025)। আগামী ৯ তারিখ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ভারত অভিযান শুরু করছে ১০ তারিখ সংযুক্ত আরব আমিরশাহী’র বিপক্ষে। এছাড়া গ্রুপ পর্বে পাকিস্তান ও ওমানের বিরুদ্ধেও মাঠে নামার কথা রয়েছে তাদের। মহাদেশীয় মেগা টুর্নামেন্ট শেষ হচ্ছে ২৮ সেপ্টেম্বর। তার দিনচারেকের মধ্যেই ফের মাঠে দেখা যাবে ভারতকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদ ও দিল্লীতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) দু’টি টেস্ট রয়েছে তাদের।

Read More: আবারও রোহিতকে নিয়ে ছেলেখেলা MI’এর, হার্দিকের সামনে করতে হবে ‘জি স্যার’ !!

অনিশ্চিত পন্থ, ফিরছেন ঈশান-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

ইংল্যান্ডে ওপেনার হিসেবে নজর কেড়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও কে এল রাহুল (KL Rahul)। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও (IND vs WI) নতুন বলের মুখোমুখি হবেন তাঁরাই। তিন নম্বরে কাকে দেখা যাবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে সাই সুদর্শন ও করুণ নায়ার’কে (Karun Nair) ব্যবহার করেছিলেন কোচ গৌতম গম্ভীর। আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি দু’জনেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সুযোগ পেতে পারেন তাঁরা। এছাড়া দৌড়ে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ’ও (Abhimanyu Eswaran)। চারে থাকছেন শুভমান গিল (Shubman Gill)। অধিনায়ক হিসেবে টেস্ট কেরিয়ারের শুরুটা অনবদ্য হয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে করেছেন ৭৫৪ রান। চাইবেন ‘মেন ইন মেরুন’-এর বিরুদ্ধেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে।

পায়ের মেটাটার্সাল হাড় ভেঙেছে ঋষভ পন্থের (Rishabh Pant)। ক্যারিবিয়ানদের বিপক্ষে (IND vs WI) তিনি আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও রয়েছে সংশয়। যদি তিনি সুস্থ হয়ে না ওঠেন তাহলে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে প্রথম পছন্দ হতে চলেছেন উত্তরপ্রদেশের ধ্রুব জুরেল (Dhruv Jurel)। বিকল্প উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হতে পারে ঈশান কিষণ’কে (Ishan Kishan)। দুই বছরের অপেক্ষা শেষে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর। পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলের সহ-অধি্নায়ক নির্বাচিত হতে পারেন কে এল রাহুল। উপমহাদেশের ঘূর্ণি পিচের কথা মাথায় রেখে তিন স্পিন বোলিং অলরাউন্ডারকে সুযোগ দিতে পারে নির্বাচকমণ্ডলী। থাকছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও ওয়াশিংটন সুন্দর। জায়গা করে নিতে পারেন অক্ষর প্যাটেল’ও।

দেখা যাবে না বুমরাহ’কে-

Jasprit Bumrah | IND vs WI | Image: Getty Images
Jasprit Bumrah Will Not Play IND vs WI Series | Image: Getty Images

চর্চার কেন্দ্রে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। এশিয়া কাপ খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) তিনি যে স্কোয়াডে থাকবেন না তা কার্যত নিশ্চিত। অক্টোবরের মাঝামাঝি সময়ে রয়েছে অস্ট্রেলিয়া সফর। ক্যাঙারুদের দেশে টি-২০ ও ওয়ান ডে খেলবে ‘মেন ইন ব্লু।’ সেদিকে তাকিয়ে দেশের সেরা পেস অস্ত্র’কে বিশ্রাম দিতে পারে বিসিসিআই। ক্যারিবিয়ানদের বিপক্ষে পেস ব্যাটারির ধার বাড়ানোর দায়িত্ব থাকবে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) কাঁধে। সম্প্রতি ওভালে দুর্দান্ত পারফর্ম্যান্স করে ভারতকে এক স্মরণীয় জয় এনে দিয়েছেন হায়দ্রাবাদের তারকা। আহমেদাবাদ ও দিল্লীর বাইশ গজেও উইকেটের জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া। সিরাজের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) ও আকাশ দীপ’কে (Akash Deep)। ফ্রন্টলাইন স্পিনার হিসেবে থাকার সম্ভাবনা কুলদীপ যাদবের।

এক নজরে সম্ভাব্য স্কোয়াড-

শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

Also Read: আচমকাই অবসরে বাবর আজমের প্রিয় বন্ধু, এশিয়া কাপের আগে চাপে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *