ind-vs-wi-shreyas-can-lead-indian-side

আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি রয়েছে আহমেদাবাদে। ১০ তারিখ দ্বিতীয় ম্যাচটি আদতে হওয়ার কথা ছিলো কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়াম। ক্ষতিপূরণ অবশ্য পেয়েছে ‘সিটি অফ জয়।’ নভেম্বরে টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি লাল বলের ম্যাচ হওয়ার কথা ছিলো দিল্লী। সেটি স্থানান্তরিত হয়েছে ইডেনে। সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে বিদেশের মাঠে ২-২ সিরিজ ড্র করে ফিরেছে ভারতীয় দল। সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ’ও। একটানা ক্রিকেট খেলে ‘ক্লান্ত’ বেশ কয়েকজন তারকাকে অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। হোম সিরিজে ‘মেন ইন ব্লু’ দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামলেও অবাক হওয়ার কিছু নেই, মত বিশেষজ্ঞদের।

Read More: ৪, ৬, ৪, ৬, ৪…বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন কিয়েরণ পোলার্ড, গায়ানার বাইশ গজে তাণ্ডব ক্যারিবিয়ান কিংবদন্তির !!

টেস্ট নেতৃত্বে দেখা যাবে শ্রেয়াসকে?

Shreyas Iyer and Gautam Gambhir | IND vs WI | Image: Getty Images
Shreyas Iyer and Gautam Gambhir | Image: Getty Images

ইংল্যান্ড সফরে উত্থানপতনের মধ্য দিয়ে গিয়েছে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ফর্মের গ্রাফ। কয়েকটি চমৎকার ইনিংস যেমন তিনি খেলেছেন, তেমনই কয়েকটি ইনিংসে জুটেছে ব্যর্থতাও। অক্টোবরের অস্ট্রেলিয়া সফরের আগে ফর্ম ঝালিয়ে নিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) দু’টি টেস্ট ম্যাচকে ব্যবহার করতে পারেন তিনি। আহমেদাবাদ বা দিল্লীতে তাঁর ওপেনিং পার্টনার হিসেবে কে এল রাহুল নয় বরং দেখা যেতে পারে পৃথ্বী শ’কে (Prithvi Shaw)। ২০২১ সালের পর জাতীয় দলে আর সুযোগ আসে নি তরুণ তুর্কির সামনে। সম্প্রতি মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছেন তিনি। বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে নতুন দলের হয়ে শতরানও করেছেন। সেই কারণেই ‘দ্বিতীয় সুযোগ’ দেওয়া হতে পারে পৃথ্বী’কে। ২০১৮তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (IND vs WI) টেস্ট অভিষেকেই শতরান ছিলো তাঁর। ইতিহাসের পুনরাবৃত্তি হবে এবার? আশায় অনুরাগীরা।

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ও এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াড থেকে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বাদ পড়ায় হইচই চলছিলো ক্রিকেটমহলে। মুম্বইয়ের ক্রিকেটার যে রয়েছেন নির্বাচকদের রেডারে, তার প্রমাণ মিলেছে গতকাল। অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে বেসরকারী টেস্ট সিরিজে শ্রেয়সকে ভারত-এ দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। যদি নাথান ম্যাকস্যুইনি, স্যাম কনস্টাসদের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারেন তাহলে ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারতীয় দলের নেতৃত্ব সামলানোর দায়িত্বও দেওয়া হতে পারে তাঁকে। সাই সুদর্শন, করুণ নায়াররাও (Karun Nair) সম্ভবত থাকবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। থাকার সম্ভাবনা অভিমন্যু ঈশ্বরণেরও। জাতীয় দলের হয়ে শেষমেশ অভিষেক কি হবে তাঁর? প্রশ্নের উত্তরের খোঁজে ক্রিকেটজনতা। পায়ের চোটে নেই ঋষভ পন্থ। উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ হবেন ধ্রুব জুরেল। ফিরতে পারেন ঈশান কিষণ’ও।

নেই বুমরাহ, স্পিনই ভরসা ভারতের-

Ravindra Jadeja | Image: Getty Images
Ravindra Jadeja | Image: Getty Images

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ইংল্যান্ডে পাঁচটির বদলে তিনটি টেস্ট খেলেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আসন্ন এশিয়া কাপে সর্বোচ্চ সাতটি ম্যাচ খেলতে পারেন তিনি। মহাদেশীয় মেগা টুর্নামেন্টের ঠিক পরপরই রয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) সিরিজ। পেস তারকাকে যে সেখানে দেখা যাবে না তা কার্যত নিশ্চিত। পেস ব্যাটারির ধার বাড়াতে থাকবেন মহম্মদ সিরাজ। সঙ্গী হওয়ার সম্ভাবনা প্রসিদ্ধ কৃষ্ণা ও আকাশ দীপের। যেহেতু দেশের মাঠে খেলা সেহেতু স্পিনকে বাড়তি গুরুত্ব দিতেই পারেন নির্বাচকেরা। এশিয়া কাপের স্কোয়াডে থাকা কুলদীপ যাদব’কে (Kuldeep Yadav) বিশ্রামে পাঠিয়ে চারজন স্পিন বোলিং অলরাউন্ডারকে ব্যবহার করতে পারেন কোচ গম্ভীর। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে অক্ষর প্যাটেল ও তনুষ কোটিয়ানকেও।

এক নজরে IND vs WI সিরিজের সম্ভাব্য স্কোয়াড-

যশস্বী জয়সওয়াল, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), সরফরাজ খান, করুণ নায়ার, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, তনুষ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

Also Read: অস্ট্রেলিয়া সফরের আগেই ওয়ান ডে’তে রোহিত-কোহলি, সেপ্টেম্বরেই মাঠে ফিরছেন দুই মহারথী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *