ind-vs-wi-probable-india-test-squad

IND vs WI: চলছে এশিয়া কাপ। সহজেই গ্রুপ পর্বের বাধা টপকেছে টিম ইন্ডিয়া। সুপার ফোরের শুরুটাও তারা করেছে জয় দিয়েই। গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। বড়সড় কোনো বিপর্যয় না ঘটলে ফাইনালেও দেখা যাবে জসপ্রীত বুমরাহ, শুভমান গিলদের। মহাদেশীয় মেগা টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেও অনেকেই উল্লেখ করছে ভারতেরই নাম। ২৮ তারিখের ফাইনালে ফলাফল যাই হোক, তারপর বেশীদিন কিন্তু বিশ্রাম পাবেন না ক্রিকেটাররা। ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ (IND vs WI)। প্রথম ম্যাচটি আহমেদাবাদে আয়োজিত হওয়ার কথা। দ্বিতীয় টেস্টটি হওয়ার কথা ছিলো কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু স্থানান্তরিত হয়েছে তা। ১০ তারিখ থেকে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে ভারতীয় দল (IND vs WI)।

Read More: Asia Cup 2025 PAK vs SL Match Prediction: আবুধাবির মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের অগ্নিপরীক্ষা

শুভমানের নেতৃত্বে মাঠে ভারত-

Shubman Gill and KL Rahul | IND vs WI | Image: Getty Images
Shubman Gill and KL Rahul | Image: Getty Images

ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে নজর কেড়েছেন শুভমান গিল (Shubman Gill)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) ঘরের মাঠে প্রথমবার নীল ব্লেজার গায়ে চাপিয়ে টস করতে নামবেন তিনি। ভারতীয় টপ-অর্ডারে দেখা যাবে যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল (KL Rahul), সাই সুদর্শনদের মত তারকাদের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে ফেরানো হয়েছিলো করুণ নায়ারকে (Karun Nair)। কিন্তু আন্তর্জাতিক আঙিনায় আরও একবার হতাশই করেছেন তিনি। ফলে আসন্ন সিরিজে হয়ত ছেঁটেই ফেলা হচ্ছে তাঁকে। করুণের বদলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কর্ণাটকের আরেক তারকা দেবদত্ত পাডিক্কালের (Devdutt Padikkal)। তিন নম্বরে তাঁকে ব্যবহার করতে পারেন কোচ গৌতম গম্ভীর। শিকে ছিঁড়ছে না অভিমন্যু ঈশ্বরণের ভাগ্যেও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কোয়াডের অংশ হচ্ছেন না বাংলার ক্রিকেটার।

ঘরোয়া ক্রিকেটে অনবদ্য ফর্মে রয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। গত কয়েক মাসে ১৭ কেজি ওজম কমিয়ে এই মুহূর্তে বেশ ছিপছিপে তিনি। তা সত্ত্বেও জাতীয় দলের দরজা সম্ভবত বন্ধই থাকছে তাঁর জন্য’ও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (IND vs WI) উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থকেও (Rishabh Pant) পাচ্ছে না ‘মেন ইন ব্লু।’ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে ব্যাটিং-এর সময় চোট পেয়েছিলেন তিনি। ক্রিস ওকসের বলে ভেঙেছিলো পায়ের মেটাটার্সাল হাড়। এখনও সম্পূর্ণ সুস্থ নন ঋষভ। ফলে মাঠে দেখা যাবে না তাঁকে। উইকেটরক্ষক হিসেবে ভারতের প্রথম পছন্দ হতে পারেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। বিকল্প উইকেটরক্ষক হিসেবে দেখা যেতে পারে নারায়ণ জগদীশনকে। দলীপ ট্রফিতে তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্সের পুরষ্কার পেতে পারেন তামিলনাড়ুর ক্রিকেটার। প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই ঈশান কিষণের। আপাতত ব্রাত্যই থাকছেন তিনি।

বিশ্রাম পাচ্ছেন না বুমরাহ-

Jasprit Bumrah | IND vs WI | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অনেকেই ভেবেছিলেন যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে (IND vs WI) বিশ্রাম দেওয়া হবে তাঁকে। কিন্তু বোর্ড সূত্রে খবর যে তাঁকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ফ্রন্টলাইন পেসার হিসেবে সুযোগ পেতে পারেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণাও। উপমহাদেশের পিচের কথা মাথায় রেখে স্পিন বোলিং-এ জোর দিচ্ছে বিসিসিআই। তিন স্পিন বোলিং অলরাউন্ডারকে দেখা যাবে ভারতীয় স্কোয়াডে। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি থাকতে পারেন অক্ষর প্যাটেলও (Axar Patel)। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে টিম ইন্ডিয়ার বাজি হতে পারেন কুলদীপ যাদব। এশিয়া কাপে চোখধাঁধানো পারফর্ম্যান্সের পর তিনি টেস্ট একাদশে জায়গা ফিরে পান কিনা সেদিকে নজর থাকবে সবার।

টিম ইন্ডিয়ার সম্ভাব্য স্কোয়াড (India Squad vs West Indies)-

শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

Also Read: অভিষেক শর্মা’র উত্থানে অন্ধকারে এই তারকার কেরিয়ার, চিরতরে বন্ধ হয়েছে জাতীয় দলের দরজা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *