IND vs WI: এশিয়া কাপ জয় এখন অতীত। দুবাই থেকে দেশে ফিরেই টিম ইন্ডিয়া শুরু করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের (IND vs WI) প্রস্তুতি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়েছে প্রথম ম্যাচটি। অপেক্ষাকৃত ‘দুর্বল’ উইন্ডিজের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী ‘মেন ইন ব্লু।’ একাদশে বড়সড় কোনো চমক না থাকারই সম্ভাবনা। ওপেনিং-এ কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, মিডল অর্ডারে সাই সুদর্শন, শুভমান গিল’রা (Shubman Gill) খেলতে পারেন। উইকেটরক্ষকের ভূমিকায় থাকছেন ধ্রুব জুরেল। উপমহাদেশের পিচে তিন স্পিন বোলিং অলরাউন্ডার-ওয়াশিংটন, জাদেজা ও অক্ষরের খেলার সম্ভাবনা। মহম্মদ সিরাজের (Mohammed Siraj) সঙ্গী হিসেবে জসপ্রীত বুমরাহ নাকি প্রসিদ্ধ কৃষ্ণা? কে নামবেন মাঠে তা নিয়ে থাকছে কৌতূহল। সম্প্রতি নেপালের বিরুদ্ধে টি-২০ সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত সফর তাদের কাছে সম্মান পুনরুদ্ধারের চ্যালেঞ্জ।
Read More: বাদ সূর্যকুমার, শুভমান গিলকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের জন্য দল ঘোষণা করলো BCCI !!
IND vs WI ম্যাচের সময়সূচি-
প্রথম টেস্ট ম্যাচ
তারিখ- ০২/১০/২০২৫-০৬/১০/২০১৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- সকাল ৯টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Narendra Modi Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

আহমেদাবাদের ১ লক্ষ ৩২ হাজার আসনবিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে প্রথম ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচটি। এখানে লাল মাটির পিচ যেমন রয়েছে, তেমনই রয়েছে কৃষ্ণমৃত্তিকা নির্মিত বাইশ গজ’ও। লাল মাটির পিচে খানিক বাড়তি বাউন্স থাকায় শট খেলতে সুবিধা হয় ব্যাটারদের। কৃষ্ণমৃত্তিকার পিচে আবার বল পড়ে খানিক থেমে ব্যাটে আসে। চটচটে বাইশ গজে অধিক কার্যকরী হন স্পিনাররা। পরিসংখ্যান বলছে যে আহমেদাবাদে আজ অবধি আয়োজিত ১৫টি টেস্টের মধ্যে ৪টিতে প্রথম ব্যাট করতে নামা দল জয় পেয়েছে। ৪টিতে জিতেছে পরে ব্যাট করতে নামা দল। ড্র হয়েছে ৭টি টেস্ট। এখানে চার ইনিংসের গড় স্কোর যথাক্রমে ৩৪৭, ৩৫৩, ২৩২ ও ১৪৭। টসজয়ী অধিনায়ক সম্ভবত চাইবেন প্রথম ব্যাটিং করে নিতে।
Ahmedabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

এশিয়া কাপে একটি ম্যাচেও বাধা হয়ে দাঁড়ায় নি বৃষ্টি। কিন্তু আহমেদাবাদে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে তেমন নাও হতে পারে ছবিটা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে টেস্টের প্রথম, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও সোমবার ভারী বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে টেস্ট ম্যাচ। ০২ থেকে ০৬ তারিখের মধ্যে আহমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৮ থেকে ২৯ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ বা ২৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৩ থেকে ৭৬ শতাংশের মধ্যে। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। এছাড়া খেলার সময় ১০ থেকে ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে হাওয়াও।
IND vs WI হেড টু হেড-

- মোট ম্যাচ- ১০০
- ভারতের জয়- ২৩
- ওয়েস্ট ইন্ডিজের জয়- ৩০
- ড্র- ৪৭
- শেষ সাক্ষাতে ফলাফল- ম্যাচ ড্র (২০২৩)
দুই দলের সম্ভাব্য একাদশ-

ভারত (IND)-
কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ/প্রসিদ্ধ কৃষ্ণা।
ওয়েস্ট ইন্ডিজ (WI)-
তেজনারায়ণ চন্দ্রপল, ব্র্যান্ডন কিং, অ্যালেক অ্যাথানাজে, রস্টন চেজ (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শে হোপ (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, জোয়েল ওয়ারিকান, জেডন সিয়ালস, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়ের।