IND vs WI: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শোচনীয় হারের পর ঘুরে দাঁড়ানোর জন্য ক্যারিবিয়ান সফরকেই হাতিয়ার করতে চাইছে ভারতীয় দল। সামনে রয়েছে এশিয়া কাপ, একদিনের বিশ্বকাপের মত বড় টুর্নামেন্ট। তার আগে জয়ের সরণীতে ফিরতে নিকোলাস পুরান (Nicholas Pooran), জেসন হোল্ডারদের (Jason Holder) বিরুদ্ধে বড় সাফল্যের আশায় ‘টিম ইন্ডিয়া।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই মাঠে নামবে ভারত। খেলবে দুটি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-২০ ম্যাচ। শেষ দুটি কুড়ি-বিশের ম্যাচ আয়োজিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে। শোনা যাচ্ছে টেস্ট ও একদিনের ম্যাচের জন্য পূর্ণ শক্তির দল পাঠাতে চলেছে বিসিসিআই। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেলের শুরুটা জয় দিয়ে করতে চাইছে তারা। অন্যদিকে এশিয়া কাপ বা বিশ্বকাপের আগে সেরা একদিনের একাদশ বেছে নেওয়ার তাগিদও রয়েছে রোর্ডের।
পরীক্ষানিরীক্ষা হতে পারে টি-২০ দল নিয়ে। এমনিতেই এই বছর এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে কুড়ি-বিশের কোনো ম্যাচ খেলতে মাঠে দেখা যায় নি বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), কে এল রাহুলদের (KL Rahul) মত সিনিয়র ক্রিকেটারদের। বরং নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ইতিমধ্যেই শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা দেওয়া হয়েছে একঝাঁক তরুণ মুখকে। আগামী ২০২৪ টি-২০ বিশ্বকাপের কথা ভেবে দল গড়ার প্রচেষ্টায় রয়েছে বোর্ড। উইন্ডিজ সফরেও তরুণদের সুযোগ দেওয়ার পথেই হাঁটবে ভারতীয় বোর্ড। আগামী টি-২০ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই কারণেই দুই দেশের পরিবেশের সাথে তরুণদের মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চায় বোর্ড। ২০২৩-এর আইপিএলে ভালো খেলা বেশ কয়েকজন তরুণকে দেখা যেতে পারে ভারতীয় টি-২০ দলে। ওপেনিং স্লটে জায়গা করে নেওয়ার জন্য লড়াই হতে চার ক্রিকেটারের মধ্যে।
Read More: ভারতীয় দলের প্রধান নির্বাচক পদে নিশ্চিত বীরেন্দ্র শেহবাগ? BCCI কর্তার মন্তব্য সৃষ্টি হলো চাঞ্চল্য !!
টিম ইন্ডিয়ার ওপেনিং-এ নতুন মুখ-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ দলে যে নতুন মুখের সমাহার দেখা যাবে সে বিষয়ে নিশ্চিত ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স করা রিঙ্কু সিং (Rinku Singh) বা দারুণ বোলিং করা আকাশ মাধওয়ালকে (Akash Madhwal) দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার নীল জার্সিতে। পাঁচ ম্যাচের সিরিজে ওপেনিং জুটিতেও দেখা যেতে পারে পরিবর্তন। সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে চার তরুণ ওপেনারকে দলে সামিল করতে পারে বিসিসিআই। এই তালিকায় থাকবেন শুভমান গিল (Shubman Gill), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঈশান কিষণ (Ishan Kishan) এবং ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। এই চার জনই ২০২৩-এর আইপিএলে বেশ ভালো পারফর্ম্যান্স করেছেন। বিশেষজ্ঞদের মধ্যে অধিকাংশের অবশ্য মত যে শিকে ছিঁড়তে চলেছে শুভমান ও যশস্বীর ভাগ্যে। তাঁদের ডান হাতি ও বাঁ-হাতি জুটির কম্বিনেশন দেখার অপেক্ষাইয় অনুরাগীরা।
শুভমান (Shubman Gill) ও যশস্বী-দুর্দান্ত ফর্মে রয়েছেন দু’জনেই। ২৩ বর্ষীয় শুভমান ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিন ফর্ম্যাটেই শতরান রয়েছে তাঁর। আইপিএলেও অনবদ্য খেলেছেন তিনি। ১৭ ম্যাচে ৮৯০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি জিতে নিয়েছেন গুজরাত টাইটান্স (GT) জার্সিতে। এক মরসুমে ৩টি শতরান দেখা গিয়েছে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে পিছিয়ে ছিলেন না যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal)। রাজস্থান রয়্যালস (RR) জার্সিতে রীতিমত তাণ্ডব চালাতে দেখা গিয়েছে বছর ২১ এর তরুণকে। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে তিনি ১৩ বলে অর্ধশতক করেন। যা আইপিএলের ইতিহাসে দ্রুততম। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে করেন শতরান। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে ৬২৫ রান করেছেন যশস্বী। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি রয়েছেন পঞ্চম স্থানে। উইন্ডিজ সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে তাঁর।
পিছিয়ে নেই ঈশান-ঋতুরাজও-
ঋষভ পন্থ, কে এল রাহুল’রা না থাকায় উইকেটরক্ষক হিসেবে ভারতীয় টি-২০ দলে জায়গা পাওয়া এক প্রকার নিশ্চিত ঈশান কিষণের (Ishan Kishan)। যদি শুভমান ও যশস্বীর জুটি ওপেন করে তাহলে মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যাবে তাঁকে। কুড়ি-বিশের খেলায় ঈশানের পছন্দের জায়গা অবশ্যই ওপেনিং। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে এই মরসুমে বেশ কয়েকটি ভালো ম্যাচ খেলেছেন তিনি। ১৬ ম্যাচে ১৪২.৭৭ স্ট্রাইক রেটে করেছেন ৪৫৪ রান। ঈশানের (Ishan Kishan) প্রতি ভারতীয় দলের যে আস্থা রয়েছে তা পরিষ্কার করে দিয়েছে বিসিসিআই। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন তিনি।
দেশের হয়ে ৯টি টি-২০ খেলার অভিজ্ঞতা রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad)। রয়েছে একটি অর্ধশতকও। ফর্ম হারিয়ে বাদ পড়তে হয়েছিলো ২০২২ সালে। তবে ফের নিজেকে বাইশ গজে প্রমাণ করে টিম ইন্ডিয়ার দরজায় কড়া নাড়ছেন মহারাষ্ট্রের এই ব্যাটার। বিজয় হাজারে ট্রফিতে ২২০ গড়ে ব্যাট করতে দেখা গিয়েছিলো তাঁকে। পাশাপাশি এবারের আইপিএলেও অনবদ্য খেলেছেন তিনি। প্রায় ৪৩ গড় সহ ১৬ ম্যাচে করেছেন ৫৯০ রান। চেন্নাই সুপার কিংসকে ট্রফি জেতাতে বড় ভূমিকা নিতে দেখা গিয়েছে ঋতুরাজকে (Ruturaj Gaikwad)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে স্ট্যান্ড-বাই হিসেবে প্রথমে যুক্ত করা হয়েছিলো ঋতুরাজকে। ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ানোয় জায়গা পান যশস্বী জয়সওয়াল। উইন্ডিজ সফরে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ আসতে পারে তাঁর সামনে।