IND vs WI: আগামীকাল থেকে এশিয়া কাপ (Asia Cup 2025) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। মহাদেশীয় মেগা টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। তার ঠিক দিন চারেকের মধ্যেই ফের মাঠে দেখা যাবে ‘মেন ইন ব্লু’কে। রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ (IND vs WI)। ২ অক্টোবর থেকে আহমেদাবাদে রয়েছে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিলো কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে। ১০ তারিখ থেকে শুরু হবে সেটি। ঠাসা ক্রীড়াসূচির কারণে চোট-আঘাতের সম্ভাবনা বাড়তে পারে তারকা ক্রিকেটারদের। তা এড়াতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পথে হাঁটতে পারে বিসিসিআই। এশিয়া কাপের (Asia Cup 2025) পর অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে একঝাঁক তারকাকে।
Read More: ঋষভ পান্থের চোট নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য, এই সিরিজেই ফিরছেন তিনি !!
অধিনায়কত্ব করবেন কে এল রাহুল-

রোহিত শর্মা’র অবসরের পর ভারতের পূর্ণ সময়ের টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে দলকে নেতৃত্ব’ও দিয়েছেন তিনি। তবে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) তাঁর ব্লেজার গায়ে টস করতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। নেপথ্যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে একটানা ক্রিকেট খেলে আসছেন শুভমান। টেস্ট সিরিজ খেলেছেন বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে। খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। অংশ নিয়েছেন আইপিএলেও। আসন্ন এশিয়া কাপেও দেখা যাবে তাঁকে। আসন্ন অস্ট্রেলিয়া সফর বা দক্ষিণ আফ্রিকা সিরিজেও দলের অপরিহার্য অঙ্গ হতে চলেছেন তিনি। তাই ধারে-ভারে পিছিয়ে থাকা উইন্ডিজের বিপক্ষে (IND vs WI) বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে।
এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু ইংল্যান্ড সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। ক্রিস ওকসের বলে ভেঙেছিলো তাঁর পায়ের মেটাটার্সাল হাড়। এখনও সম্পূর্ণ সুস্থ হন নি উইকেটরক্ষক-ব্যাটার। দিনকয়েক আগেও যে ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে তাঁর পায়ে দেখা গিয়েছে প্লাস্টার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা নেই ঋষভেরও। ফলে বাধ্য হয়েই তৃতীয় বিকল্পের খোঁজ করতে হচ্ছে বিসিসিআই-কে। বিশেষজ্ঞরা মনে করছেন যে দায়িত্ব দেওয়া হতে পারে কে এল রাহুলকে (KL Rahul)। অতীতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন কর্ণাটকের তারকা। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধেও শুভমান ও ঋষভ মাঠে না থাকাকালীন তাঁকে দেখা গিয়েছে দায়িত্ব সামলাতে। উইন্ডিজের বিপক্ষেও (IND vs WI) টস করতে নামার সম্ভাবনা তাঁরই।
করুণের দৌড় শেষ, মত আকাশের-

২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ত্রিশতক করে নজর কেড়ে নিয়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। কিন্তু ২০১৭-র গোড়ায় বর্ডার-গাওস্কর ট্রফিতে পরপর কয়েক ইনিংসে ব্যর্থ হওয়ার পর বাদ পড়েন জাতীয় দল থেকে। এরপর কার্যত বিস্মৃতির অতলে তলিয়েই গিয়েছিলেন কর্ণাটকের ক্রিকেটার। ফের আন্তর্জাতিক আঙিনায় তাঁর নাম ভেসে ওঠে ২০২৫-এ। ঘরোয়া ক্রিকেটে চমৎকার পারফর্ম্যান্স করে নির্বাচকদের নোটবুকে জায়গা করে নিয়েছিলেন করুণ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু আট বছর পর প্রত্যাবর্তনের অভিজ্ঞতা বিশেষ সুখের হয় নি। একটি অর্ধশতক ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনিংস খেলতে পারেন নি তিনি। ‘তৃতীয় সুযোগ’ আর পাবেন না তিনি, মত আকাশ চোপড়ার। “মনে হচ্ছে করুণকে ছাড়াই এগোনোর কথা ভাবছেন নির্বাচকেরা,” জানিয়েছেন প্রাক্তন ওপেনার।