IND vs WI: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শোচনীয় হারের পর বর্তমানে সাময়িক বিরতিতে ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় প্রায় এক মাসের ছুটি উপভোগ করতে পারছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। জুলাইয়ের গোড়ায় টিম ইন্ডিয়া পাড়ি দেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক মাসব্যপী সফর রয়েছে ভারতীয় দলের। ২ টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-২০ খেলবে ভারত। প্রথম টেস্ট শুরু ১২ জুলাই। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলের মাঠে টি-২০ সিরিজ শেষ হচ্ছে ১৩ অগস্ট। ওভালের ব্যর্থতাকে পিছনে ফেলে নয়া উদ্যমকে সঙ্গী করেই মাঠে নামতে চাইবে ভারত। সামনে রয়েছে এশিয়া কাপ, একদিনের বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে প্রস্তুতিতে ফাঁক রাখবে চাইবে না ‘মেন ইন ব্লু।’
গত বছরের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ভারতের টি-২০ দলকে ঢেলে সাজানোর পথে হেঁটেছে বিসিসিআই। রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলদের মত সিনিয়র ক্রিকেটারদের ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বদলে জায়গা করে দেওয়া হয়েছে শুভমান গিল (Shubman Gill), শিবম মাভি (Shivam Mavi), ঈশান কিষণদের (Ishan Kishan)। নেতৃত্বের ভার অর্পণ করা হয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কাঁধে। ২০২৩ সালের এশিয়া কাপ, একদিনের বিশ্বকাপে নামার আগে সিনিয়ররা যাতে তরতাজা থাকেন সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। পাশাপাশি ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে তরুণ। উজ্জীবিত এক ভারতীয় দলকে মাঠে নামানোর পরিকল্পনাও রয়েছে বোর্ডের। সুতরাং বলাই যায় যে উইন্ডিজের বিরুদ্ধেও কুড়ি-বিশের সিরিজে থাকবেন না রোহিত-কোহলিরা। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রেই। সেহেতু পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে এক ঝাঁক তরুণকে টি-২০ দলে জায়গা দেবে ভারত।
Read More: IND vs WI: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরে এবার উইন্ডিজ সফরে ভারত, সামনে এলো সম্পূর্ণ ক্রীড়াসূচী !!
তারুণ্যেই বাজিমাত করবে ভারতীয় দল-
আইপিএলে দুর্দান্ত খেলে নির্বাচকদের নজরে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্ট্যান্ড-বাই ছিলেন তিনি। ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে অভিষেক এক প্রকার নিশ্চিত তাঁর। ঈশান কিষণের (Ishan Kishan) সাথে ওপেন করতে দেখা যাবে তাঁকে। আইপিএল ফাইনালে গুজরাতের হয়ে ৯৬ রানের ইনিংস খেলা সাই সুদর্শনেরও (Sai Sudarshan) জায়গা হতে পারে মিডল অর্ডারে। তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে তাঁকে। ক্যালিপ্সোর দেশকে চার-ছক্কার ছন্দে মাতাতে দেখা যাবে বিশ্বের সেরা টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদবকেও (Suryakumar Yadav)। আইপিএলে দারুণ প্রদর্শনের পর ভারতের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে ফিরবেন তিনি। ফিনিশার হিসেবে ভারত বাজি ধরতে পারে রিঙ্কু সিং-এর (Rinku Singh) ওপর। আইপিএলে প্রায় ৬০ ব্যাটিং গড়ে ৪৭৪ রান করেছেন তিনি। দেশের জার্সিতেও সাড়া ফেলার সক্ষমতা রয়েছে তাঁর।
উইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে থাকতে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। জানুয়ারীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচ সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু হাঁটুর চোটে ছিটকে যান। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নীল জার্সিতে প্রত্যাবর্তন হতে পারে তাঁর। চেন্নাইয়ের আইপিএল জয়ে বড় ভূমিকা রেখে ‘মেন ইন ব্লু’র জার্সি ফিরে পেতে পারেন শিবম দুবেও (Shivam Dube)। বড় প্রত্যাবর্তনের সাক্ষী থাকতে পারে বোলিং ডিপার্টমেন্ট। আট বছর পর জাতীয় টি-২০ দলের জার্সি গায়ে চাপাতে পারেন মোহিত শর্মা (Mohit Sharma)। এবারের আইপিএলে অনবদ্য বোলিং করেছেন তিনি। ‘ডেথ ওভারে’ নিঃশব্দ ঘাতক হয়ে উঠেছিলো তাঁর ইয়র্কার, স্লোয়ারগুলি। নিয়েছেন ২৭ উইকেট। আর্শদীপ, উমরানদের (Umran Malik) তারুণ্যের সাথে মোহিতের অভিজ্ঞতার মিশেলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভারতের পেস আক্রমণ। স্পিন বিভাগে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) জায়গা পেতে পারেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)।
পরীক্ষা অধিনায়ক হার্দিকের-
ত্রিনিদাদের ‘ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি’ মাঠেই ৩ অগস্ট প্রথম টি-২০ ম্যাচ খেলবে ভারত এবং উইন্ডিজ দল। এরপর ৬ এবং ৮ অগস্ট দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্যাচদুটি হবে গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামে। তারপর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে রওনা দেবে দুই দলই। ১২ এবং ১৩ অগস্ট ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের এই সিরিজে ভারতীয় দলকে দেখা যাবে এক নয়া অবতারে। নতুন জার্সি গায়ে মাঠে নামবেন এক ঝাঁক নতুন মুখ। এর আগে তরুণ দলকে সঙ্গী করে আয়ারল্যান্ড,নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতেছেন অধিনায়ক হার্দিক (Hardik Pandya)। অগস্ট মাসে যখন তিনি দল নিয়ে মাঠে নামবেন তাঁর মাথায় অবশ্যই থাকবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের কথা। ২০০৭ এর পর কুড়ি-বিশের বিশ্বখেতাব আসে নি ভারতে। সেই অধরা মাধুরী স্পর্শের লক্ষ্যেই দলকে চালিত করতে চাইবেন হার্দিক (Hardik Pandya)। এখন থেকে শুরু করতে চাইবেন প্রস্তুতি। দুইবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কঠিনতম পরীক্ষায় তিনি পাস মার্কস তুলতে পারেন কিনা লক্ষ্য থাকবে সেই দিকে।
IND vs WI সিরিজে ভারতের সম্ভাব্য টি-২০ দল-
যশস্বী জয়সওয়াল, ঈশান কিষণ (উইকেটরক্ষক), সাই সুদর্শন, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শিবম দুবে, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণো্ই, দীপক চাহার, মোহিত শর্মা, আর্শদীপ সিং, উমরান মালিক, মহম্মদ সিরাজ।