IND vs WI: শেষের পথে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। আজই ফয়সালা হবে অন্তিম টেস্টের। এরপর বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিলো ‘মেন ইন ব্লু’র। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি অনুকূল না হওয়ায় বাতিল হয়েছে ওয়ান ডে ও টি-২০ সিরিজ। সরাসরি সেপ্টেম্বরের এশিয়া কাপে মাঠে ফিরবে ‘মেন ইন ব্লু।’ লাল বলের ক্রিকেটে ভারতের পরবর্তী চ্যালেঞ্জ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আগামী ২ অক্টোবর থেকে আহমেদাবাদে শুরু হচ্ছে প্রথম টেস্ট (IND vs WI)। চলবে ৬ তারিখ অবধি। দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার কথা ১০ অক্টোবর থেকে। ইডেনে হওয়ার কথা থাকলেও তা সরানো হয়েছে দিল্লীতে। স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে পারে ভারত। ঠাসা ক্রিকেটসূচির কারণে অপেক্ষাকৃত দুর্বল ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম দলের বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। এছাড়া চোট-আঘাতের জন্য বাদ পড়তে পারেন কেউ কেউ।
Read More: “তুমি ইঞ্জেকশন নিয়েছ?” ‘আহত’ আকাশ দীপ’কে প্রশ্ন শুভমানের, দলের স্বার্থে শরীর বাজি রাখলেন বাংলার পেসার !!
ফিরতে পারেন শ্রেয়স ও অক্ষর-

গত বছরের ভারত বনাম ইংল্যান্ড সিরিজের মাঝপথে টেস্ট থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এরপর ভারতীয় বোর্ডের সাথে একপ্রস্থ সংঘাতে জড়িয়ে কেন্দ্রীয় চুক্তি হাতছাড়া হয় তাঁর। সেই ঘটনার পর অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। দূরত্ব মিটেছে দুই পক্ষের। ওয়ান ডে ফর্ম্যাটে সুযোগও দেওয়া হয়েছে শ্রেয়সকে। কিন্তু ফর্মে থাকা সত্ত্বেও টেস্ট প্রত্যাবর্তন অধরাই রয়ে গিয়েছে মুম্বইয়ের তরুণের। অস্ট্রেলিয়া সফরে ডাক পান নি তিনি। ইংল্যান্ড সফরেও ভাবা হয় নি তাঁর কথা। বরং মিডল অর্ডারে করুণ নায়ারকে অগ্রাধিকার দেওয়ার পথে হেঁটেছিলো বিসিসিআই। আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি কর্ণাটকের ব্যাটার। ইংল্যান্ডে চারটি টেস্ট খেলেও মাত্র একটি ইনিংসেই পেরিয়েছেন পঞ্চাশের গণ্ডি। এমতাবস্থায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে (IND vs WI) করুণকে ছেঁটে ফেলে ফেরানো হতে পারে শ্রেয়সকে।
প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে অক্ষর প্যাটেলেরও (Axar Patel)। বিদেশের মাঠে সাধারণত তিন পেসার নিয়ে খেলতে হয় টিম ইন্ডিয়াকে। ফলে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে সুযোগ পান নি অক্ষর। কিন্তু ঘরের মাঠের ঘূর্ণি উইকেটে স্পিনই প্রধান অস্ত্র হতে চলেছে ‘মেন ইন ব্লু’র। ফলে স্কোয়াডে স্পিনারের আধিক্য আশা করছেন বিশেষজ্ঞরা। কোচ গম্ভীরের অলরাউন্ডার-প্রীতি গত কয়েক মাসে বারবার সামনে এসেছে। বোলিং দক্ষতার পাশাপাশি অক্ষরের লোয়ার অর্ডারে নেমে বড় ইনিংস খেলার ক্ষমতা নিঃসন্দেহে তাঁকে বাড়তি সুবিধা এনে দিতে পারে দল নির্বাচনের ক্ষেত্রে। জাদেজা ও ওয়াশিংটনের সাথে তৃতীয় স্পিন বিকল্প হতে পারেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে ছিলেন অভিমন্যু ঈশ্বরণ ও আর্শদীপ সিং। কিন্তু সুযোগ হয় নি অভিষেকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁদের ভাগ্যে শিকে ছেঁড়ে কিনা সেদিকে তাকিয়ে অনেকেই।
নেই বুমরাহ, পন্থকে নিয়েও থাকছে সংশয়-

জসপ্রীত বুমরাহ’র ওয়ার্কলোড ভাবাচ্ছে ভারতকে। অস্ট্রেলিয়ায় টানা পাঁচ টেস্ট খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তিন মাস মাঠে নামতে পারেন নি। ইংল্যান্ডে তাই তাঁকে তিনটির বেশী ম্যাচ খেলায় নি টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও (IND vs WI) ওয়ার্কলোডের কারণে তাঁর না খেলার সম্ভাবনাই বেশী। অস্ট্রেলিয়া সফরের জন্য বুমরাহকে (Jasprit Bumrah) তরতাজা রাখতে চায় বোর্ড। ইংল্যান্ডে পায়ের হাড় ভেঙেছে ঋষভ পন্থের। চিকিৎসকেরা জানিয়েছেন সেরে উঠতে সময় লাগবে তাঁর। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) সম্ভবত পাওয়া যাবে না তাঁকেও। উইকেটরক্ষক হিসেবে সম্ভবত মাঠে দেখা যাবে ধ্রুব জুরেলকে। আর বিকল্প হিসেবে স্কোয়াডে থাকবেন নারায়ণ জগদীশন’ও। পন্থ না খেললে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) সহ-অধিনায়ক পদে দেখা যেতে পারে কে এল রাহুলকে (KL Rahul)।
এক নজরে সম্ভাব্য স্কোয়াড-
শুভমান গিল (অধিনায়ক), কে এল রাহুল, সাই সুদর্শন, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, অংশুল কম্বোজ, আর্শদীপ সিং।