IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) টি-২০ সিরিজে সহজ ৩-০ জয় পেয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু ওডিআইতে লড়াইটা যে ততটা সহজ হবে তা কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে হাড়ে হাড়ে টের পেলেন কোহলি-রোহিত’রা। টসে জিতেছিলো লঙ্কাবাহিনী। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তারা। পাথুম নিশাঙ্কার (Pathum Nissanka) ৫৬ ও দুনিথ ওয়ালেলাগের অনবদ্য ৬৭ রানের সুবাদে পঞ্চাশ ওভারে ২৩০ রানে পৌঁছায় তারা। লক্ষ্যমাত্রা হিসেবে ২৩১ বিশেষ কিছু নয়। ভারত শুরুটাও করেছিলো চমৎকার। ঝোড়ো অর্ধশতক করেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচে ফিরেছিলো শ্রীলঙ্কা। অক্ষর-রাহুল ও শিবম ত্রয়ী ফের ম্যাচের পাল্লা ঝুঁকিয়েছিলেন ভারতের দিকেই। কিন্তু পরপর উইকেটের পতনে নিশ্চিত জয় হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার। নিষ্ফলা লড়াইতে গতকাল বাইশ গজে চোখে পড়লো জোড়া কোহলি। ফিরলো ধোনির স্মৃতিও।
Read More: IND vs SL: শেষ দুই ম্যাচের জন্য নতুন দল ঘোষণা করলো BCCI, এই ১৫ জন পেলেন সুযোগ !!
বিরাটকে নকল সিরাজের-
গতকাল ভারতের টপ-অর্ডার ও মিডল অর্ডারকে সাজঘরে ফেরাতে সক্ষম হয়েছিলো শ্রীলঙ্কা। ফলে ব্যাট হাতে নামতে হয় বোলারদেরও। পছন্দের তিন নম্বরে নেমে মাত্র ২৪ করেই সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু দশ নম্বরে নামা মহম্মদ সিরাজের (Mohammed Siraj) মধ্যে হুবহু বিরাটের প্রতিচ্ছবি যেন দেখতে পাওয়া গেলো কলম্বো’র বাইশ গজে। নাহ! কোহলিসুলভ চোখধাঁধানো কভার ড্রাইভ বা ফ্লিক মারতে দেখা যায় নি সিরাজকে। ১১ বলে ৫ রান করে থাকেন অপরাজিত। কিন্তু হাবেভাবে তাঁকে দেখে মনে হয়েছে যেন সাক্ষাৎ ‘কিং কোহলি’ই ফের নেমেছেন ব্যাট করতে। ব্যাটিং-এর সময় কোহলি (Virat Kohli) যেমন কলার উঁচু করে স্টান্স নেন ঠিক তেমনই দাঁড়িয়েছিলেন সিরাজ (Mohammed Siraj)। নেটদুনিয়ার দু’জনের ছবি পাশাপাশি দিয়ে কোলাজ বানাতেও দেখা যায় নেটিজেনদের অনেককে।
ধোনি হওয়া হলো না আর্শদীপের-
৪৮তম ওভারের দ্বিতীয় বলে চরিথ আশালঙ্কাকে (Charith Asalanka) এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বাউন্ডারির ঠিকানায় পাঠিয়ে দিয়েছিলেন শিবম দুবে (Shivam Dube)। ভারতের জয়ের জয় প্রয়োজন ছিলো মাত্র ১ রান। হাতে ছিলো দুই উইকেট। সবাই যখন ধরেই নিয়েছেন যে রোমহর্ষক ম্যাচ শেষ পর্যন্ত যেতে চলেছে টিম ইন্ডিয়ার পক্ষে, তখনই প্রায় মিরাকল ঘটিয়ে বসেন শ্রীলঙ্কা অধিনায়ক। তিনি ফিরিয়ে দেন শিবম’কে। নবম উইকেটের পতনের পর মাঠে নামেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এর আগে টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে খারাপ পারফর্ম করেন নি তিনি। দশ বা এগারো নম্বরে নামলেও কখনই নড়বড়ে মনে হয় নি তাঁকে।
১ রান প্রয়োজন ছিলো ভারতের, হাতে ছিলো ১৪ বল। সাবধানী ভঙ্গীতে শর্ট রান নিয়ে ম্যাচ শেষ করতে পারতেন পাঞ্জাবের ক্রিকেটার। কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ‘দ্য মাহি ওয়ে।’ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেমন ছক্কা মেরে ম্যাচ ‘ফিনিশ’ করতেন, তেমনই আশালঙ্কাকে (Charith Asalanka) মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন আর্শদীপ। কিন্তু ব্যর্থ হন বলে ব্যাট ছোঁয়াতে। থাইপ্যাডে বল আছড়ে পড়ার পর শ্রীলঙ্কা ক্রিকেটারদের আবেদন সাড়া দিতে বিন্দুমাত্র দেরী করেন নি আম্পায়ার। রিভিউ নিয়েই শেষরক্ষা হয় নি। আর্শদীপের (Arshdeep Singh) গোল্ডেন ডাকের ফলা ভারতও থামে ২৩০ রানেই। শেষমেশ টাই হয় খেলাটি।
দেখে নিন আর্শদীপের সেই শট’টি-
Hard to digest Arshdeep Singh’s last-over mistake.
With just 1 run needed off 14 balls, conceding a six is tough to watch.
Was it fearless cricket or a blunder? Either way, it stings. #ArshdeepSingh #INDvsSL #RohitSharma𓃵pic.twitter.com/3ghC56p38r
— Sagar Lohatkar (@sagarlohatkar) August 3, 2024