IND vs SL: অভিষেক ম্যাচেই ‘সুপারহিট’ শিভম মাভি ! শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে গড়লেন নতুন রেকর্ড !! 1

IND vs SL: গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত এবং শ্রীলঙ্কা। জয় দিয়েই বছরটা শুরু করলো ‘টিম ইন্ডিয়া।’ রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়রদের অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। দলে সুযোগ পেয়েছিলেন শুভমান গিল, ঈশান কিষণের (Ishan Kishan) মত তরুণ প্রতিভারা। নতুন অধিনায়কের হাত ধরে নয়া ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ রানে ম্যাচ জিতেই মাঠ ছাড়লো গতকাল। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রান তাড়া করে জয়ের নজিরই বেশী। দ্বিতীয় ইনিংসে শিশিরের সমস্যা ভোগায় বোলিং দলকে। কিন্তু সকল সমস্যা ফুৎকারে উড়িয়ে নতুন ইতিহাস লিখে জয় তুলে নিলেন ভারতীয় বোলাররা। গতকালের ম্যাচেই ভারতের ১০০তম টি-২০ খেলোয়াড় হিসেবে অভিষেক হয় শিভম মাভির (Shivam Mavi)। প্রথম ম্যাচের মার্কশিটে ১০০ তে ১০০ পাবেন উত্তরপ্রদেশ পেসার। দুরন্ত বল করে শুধু ভারতকে জেতালেন না, সাথে তৈরি করলেন নয়া রেকর্ডও।

‘লাস্ট বল থ্রিলার’ জিতে সিরিজে এগোলো ভারত-

Team India | image: twitter
A strong performance from Indian bowlers led the team to a great victory

ঘরের মাঠে বছরের প্রথম ম্যাচেই নতুন ওপেনিং কম্বিনেশনে গতকাল ভরসা রেখেছিলো ‘মেন ইন ব্লু।’ ঈশান কিষণের সাথে ইনিংসের সূচনা করতে আসেন শুভমান গিল (Shubman Gill)। ভারতের জার্সিতে প্রথম টি-২০ ম্যাচ অবশ্য স্মরণীয় হলো না পাঞ্জাব ব্যাটারের। ৫ বলে ৭ রান করেই আউট হন তিনি। সফল হলেন না বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। তাঁর সংগ্রহ ১০ বলে মাত্র ৭ রান। গতকাল সুযোগ পেয়েও সদ্ব্যবহার করতে পারেন নি সঞ্জু স্যামসন (Sanju Samson)। ৫ রানের বেশী এগোয় নি সঞ্জুর ইনিংস। চেষ্টা করেছিলেন ঈশান (৩৬) এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া (২৯)। নিয়মিত উইকেট হারিয়ে একসময় রীতিমত চাপে পড়ে গিয়েছিলো ভারতীয় দল। করুণারত্নে, মাধুশাঙ্কা, হাসারাঙ্গাদের নাগপাশ থেকে ভারতকে মুক্ত করেন দীপক হুডা (Deepak Hooda) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। হুডার ২৩ বলে অপরাজিত ৪১ এবং অক্ষরের ২০ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস ভারতকে সন্মানজনক ১৬২ রানে পৌঁছে দেয়। জবাবে ব্যাটিং-এ নেমে ব্যাকফুটে চলে গিয়েছিলো শ্রীলঙ্কা। দ্রুত ৫ উইকেট হারায় তারা। ভারতকে যেই মুহূর্তে ফেভারিট মনে হচ্ছিলো, তখনই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দাসুন শানাকা (Dasun Shanaka)। হাসারাঙ্গা (২১) ফিরিয়ে ভারতকে লাইফলাইন দেন শিভম মাভি (Shivam Mavi)। উমরান মালিকের (Umran Malik) বলে শানাকা (৪৫) আউট হতে জয়ের গন্ধ পায় ভারত। শেষ অব্দি করুণারত্নে (Chameeka Karunaratne) চেষ্টা করলেও জিততে পারে নি শ্রীলঙ্কা। ২ রানে জয় পায় ভারত।

অভিষেকেই নয়া রেকর্ড গড়লেন শিভম মাভি-

Hardik and Mavi | image: twitter
Young pacer Shivam Mavi went into the record books after his sublime performance against Sri Lanka on international debut.

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মের সুফল হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ তে সুযোগ পেয়েছিলেন শিভম মাভি (Shivam Mavi)। অর্শদীপ সিং অসুস্থ হয়ে পড়ায় জায়গা হয়েছিলো প্রথম একাদশেও। সুযোগকে দুই হাতে আঁকড়ে ধরলেন ২০১৮ অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। নিজের প্রথম ওভারেই মাভি নড়িয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কা ওপেনার পাথুম নিশাঙ্কার (Pathum Nissanka) স্টাম্প। তিনে নামা ধনঞ্জয় ডি সিলভাকেও ফেরান মাভি। শানাকা-হাসারাঙ্গা জুটি যখন ভয়ঙ্কর হয়ে উঠছে তখন সহ-অধিনায়ক হাসারাঙ্গাকে (Wanindu Hasaranga) আউট করে জুটি ভাঙেন উত্তরপ্রদেশের তরুণ পেসার। নিজের শেষ ওভারে মাহীশ তীক্ষণাকেও সাজঘরের রাস্তা দেখান তিনি। মাত্র ২২ রানে ৪ উইকেট নিয়ে নয়া রেকর্ড করলেন তিনি। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে অভিষেক টি-২০ তে ৪ উইকেট নিলেন শিভম মাভি (Shivam Mavi)। এর আগে এই রেকর্ড ছিলো বারিন্দর স্রান এবং প্রজ্ঞান ওঝার। ২০০৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ অভিষেকে ২১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha)। আর ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম টি-২০ তে মাত্র ১০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন বারিন্দর স্রান (Barinder Sran)। স্রানের প্রায় ৭ বছর পর এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে সেই তালিকায় ঢুকে পড়লেন শিভম মাভিও।

 

Read More: ধোনি ও রোহিতকে টপকে অধিনায়ক হিসেবে অনন্য রেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *