IND vs SL: গুয়াহাটিতে চর্চায় শামি’র ‘মানকাডিং’ ! আপিল ফিরিয়ে ক্রিকেটীয় সৌজন্যের নজির রাখলেন রোহিত শর্মা !! 1

IND vs SL: গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত এবং শ্রীলঙ্কা। বছরের গোড়াতে টি-২০ সিরিজে ২-১ ফলাফলে লঙ্কাবাহিনীকে পরাজিত করেছিলো ‘টিম ইন্ডিয়া।’ মূলত তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া দল নিয়েও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ সেই সাফল্যের ধারা অব্যাহত রাখাই গতকাল চ্যালেঞ্জ ছিলো ভারতের সামনে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত সিনিয়র ক্রিকেটাররা দলে ফেরার পর ধারে এবং ভারেও অনেক গুণ শক্তিশালী হয়েছিলো ভারত। বিশ্বকাপের প্রস্তুতিটাও ইতিবাচক ভাবেই শুরু করলো দল। প্রতিপক্ষকে হারিয়ে দিলো ৬৭ রানে। টসে হেরেও ম্যাচে আগাগোড়া আধিপত্য রেখেই জিতলেন সিরাজ, উমরানরা। প্রথমে ব্যাট করে ব্যাটারদের দুরন্ত পারফর্ম্যান্সের সুবাদে ৩৭৩ রান তোলে ভারত। ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন অধিনায়ক রোহিত। শতরান কোহলিরও। জবাবে ৩০৬ রানে থেমে যায় শ্রীলঙ্কা। ভারতের জয়ের দিনে খবরের শিরোনামে অধিনায়ক রোহিত। ব্যাট হাতে তাঁর চমকপ্রদ অর্ধশতকের জন্য নয়, বরং ম্যাচের শেষলগ্নে অসাধারণ ‘স্পোর্টসম্যান স্পিরিট’ দেখানোর কারণে। প্রতিপক্ষ অধিনায়ককে ধন্যবাদ জানাতেই পারেন দাসুন শানাকা। রোহিতের সৌজন্যেই কেরিয়ারের দ্বিতীয় শতরানের মাইলফলক ছুঁলেন তিনি।

বর্ষাপাড়ায় রান বৃষ্টি, ম্যাচ জিতলো ভারত-

Virat Kohli | image: twitter
Virat Kohli scored a ton and India posted a huge total against Sri Lanka

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছিলো ভারতকে। শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং-এ সমস্যা হতে পারে ভেবেই প্রথমে বোলিং সেরে নিতে চেয়েছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। সেই সিদ্ধান্ত যে এমন ব্যুমেরাং হয়ে ফিরবে সম্ভবত আশা করেন নি তিনি। বহুদিন পর ওপেনিং স্বস্তি দেবে ‘টিম ইন্ডিয়া’কে। গতকালের ম্যাচে প্রথমবার একসাথে বাইশ গজে নেমে ১৪০ রানের বিশাল ওপেনিং পার্টনারশিপ গড়লেন শুভমান গিল (Shubman Gill) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। শুভমান ৬০ বলে ৭০ রান করে ফিরে যান। বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ার পর গতকালই মাঠে ফিরলেন অধিনায়ক রোহিত। ৬৭ বলে ৮৩ রান করে ভারতকে ভরসা দিলেন তিনিও। ‘টিম ইন্ডিয়া’র দুশ্চিন্তা অনেকটা কাটলো অবশ্যই বিরাটের (Virat Kohli)  ব্যাটে। টানা তিন বছর একদিনের ক্রিকেটে শতরানের খরা চলার পর টানা দ্বিতীয় ম্যাচে শতরান পেলেন তিনি। ১২ টি চার এবং ১ ছক্কায় সাজানো ১১৩ রানের ইনিংস খেলার পথে একদিনের ক্রিকেটে নিজের ৪৫তম এবং আন্তর্জাতিক মঞ্চে ৭৩তম শতরানটা সেরে নিলেন ‘কিং কোহলি।’ ভারতের ছুঁড়ে দেওয়া ৩৭৪ রান তাড়া করতে নেমে শুরুতে জোড়া উইকেট হারায় শ্রীলঙ্কা। সিরাজের (Mohammed Siraj) সামনে দিশাহারা দেখতে লাগা লঙ্কাবাহিনীর হয়ে প্রথম প্রতিরোধের মুখ হয়ে দেখা দেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)। ৮০ বলে ৭২ রান করেন তিনি। টপ অর্ডারের বাকিরা রান পান নি। তবে ভারতের বিরুদ্ধে নিজের চোখধাঁধানো রেকর্ড আরও একটু উন্নত করে নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা (Dasun Shanaka)। শেষ অব্দি লড়াই চালিয়ে ১০৮ রানে অপরাজিত থাকেন তিনি। অবশ্য শতরান পেরোনোর জন্য তাঁকে সাহায্য করে রোহিত শর্মা এবং তাঁর ক্রিকেটীয় সৌজন্য।

শানাকা’কে ‘মানকাড’ শামির, আপিল করলেন না রোহিত-

IND vs SL | image: twitter
Mohammed Shami attempted to run Dasun Shanaka out at the non-strikers’ end

ডুবতে থাকা শ্রীলঙ্কা ইনিংসকে শেষ ওভার অব্দই টেনে নিয়ে গেলেন দাসুন শানাকা (Dasun Shanaka)। বাকিরা যেখানে হার মেনে নিয়েছিলেন সেখানে পাল্টা লড়লেন তিনি একাই। টি-২০ সিরিজেও ‘টিম ইন্ডিয়া’কে বেগ দিয়েছিলেন তিনি। গতকালও করলেন অপরাজিত শতরান। তবে মাইলস্টোন ছোঁয়া হত না শানাকার যদি না তাঁর পাশে দাঁড়াতেন ভারত অধিনায়ক রোহিত (Rohit Sharma)। শেষতম ওভার চলছে তখন। বল করছেন মহম্মদ শামি। নন-স্ট্রাইকার এন্ডে শ্রীলঙ্কা অধিনায়ক তখন ৯৮ তে। রানের নেশায় শামি (Mohammed Shami) বল ডেলিভারি করার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। মাঝপথে থেমে গিয়ে উইকেটের বেল ফেলে দেন শামি। রান-আউট করেন শানাকা’কে। ক্রিকেটীয় পরিভাষায় যাকে বলা হয় ‘মানকাড’ বা ‘মাঁকড়ীয়’ আউট। তবে বিষয়টি মেনে নেন নি ভারত অধিনায়ক রোহিত শর্মা। হার না মানা এক ইনিংস খেলে যেখানে শতরানের এত কাছে পৌঁছেছেন শানাকা, সেখানে এইভাবে আউট হওয়া তাঁর প্রাপ্য নয় বলেই মনে হয়েছিলো রোহিতের (Rohit Sharma)। শামিকে বলেন আপিল ফিরিয়ে নিতে। জীবনদান পান শানাকা। পরের দুই বলে চার এবং ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন ১০৮ রানে অপরাজিত থেকে। আপিল ফেরানোর সিদ্ধান্ত নিয়ে পরে তিনি জানান, “ও যেভাবে খেলেছে, সেখানে ৯৮ রানের মাথায় এভাবে আউট হওয়া ওর প্রাপ্য ছিলো না। সেই কারণেই আপিল প্রত্যাহার করতে বলেছি।” মাঠে রোহিতের এই সৌজন্যবোধকে তারিফ জানিয়েছেন বিশ্বের ক্রিকেটজনতা।

দেখে নিন গোটা ঘটনার ভিডিওটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *