IND vs SL: বছরের প্রথম টি-২০ ম্যাচে হারতে হয়েছিলো শ্রীলঙ্কাকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের কাছে সেদিন ২ রানে হেরেছিলো এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বছরের প্রথম একদিনের ম্যাচেও সেই পরাজয়ের সম্মুখীনই হতে হলো লঙ্কাবাহিনীকে। দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছিলো শ্রীলঙ্কার জন্য। টস জিতে পছন্দমত বোলিং বেছে নিয়েছিলেন অধিনায়ক দাসুন শানাকা (Dasun Shanaka)। শীতকালে উপমহাদেশের মাঠে শিশির অবশ্যই বোলিং-এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। সেইজন্য দ্বিতীয় ইনিংসে বল করা কঠিন হতে পারে, এমনটা জানিয়েছিলেন অধিকাংশ বিশেষজ্ঞই। সেই কথা মাথায় রেখেই শুরুতে বল করতে চেয়েছিলো শ্রীলঙ্কা। কিন্তু ভারতের ওপেনিং জুটির আক্রমণাত্মক ব্যাটিং সব হিসেবনিকেশ উলটে দিলো তাদের। হাসারাঙ্গা (Wanindu Hasaranga), মাধুশাঙ্কা, করুণারত্নে বা কাসুন রাজিথা (Kasun Rajitha) কাউকেই রেয়াৎ করেন নি রোহিত শর্মা (Rohit Sharma)এবং শুভমান গিল (Shubman Gill)। ১৪০ রানের ওপেনিং জুটিতেই ‘টিম ইন্ডিয়া’ বুঝিয়ে দেয় আজকের ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না তারা। ওপেনিং জুটির মজবুত ভিতের ওপর ইমারত গাঁথলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর শতরানে ভর করে ভারত ৩৭৩ রানের বিশাল স্কোর খাড়া করে। এভারেস্টসম রান তাড়া করতে নেমে ৩০৬’র বেশী এগোতে পারেনি শ্রীলঙ্কা। অধিনায়কের শতরানও জয় এনে দিতে পারে নি লঙ্কাবাহিনীকে। কোথায় ভুলচুক হলো ভারতকে মেপে নিতে? ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খোলাখুলি জানালেন শ্রীলঙ্কা অধিনায়ক শানাকা (Dasun Shanaka)।
বোলিং ব্যর্থতাতেই হারতে হলো, জানাচ্ছেন অধিনায়ক-

ভারত বনাম শ্রীলঙ্কা নয়, বরং এই সফরে যেন ভারতের বিরুদ্ধে খেলছেন শানাকাই (Dasun Shanaka)। গত তিনটি টি-২০ হোক বা আজকের একদিনের ম্যাচ, স্কোরবোর্ডে চোখ বোলালে মনে হবে এমনটাই। ওয়াংখেড়ে, পুণে, রাজকোট হোক বা আজকের গুয়াহাটি, ভারতের বিরুদ্ধে অদম্য মনে হচ্ছে শ্রীলঙ্কা অধিনায়ককে। এর আগেও ভারতের বিপক্ষে বড় রান ছিলো তাঁর। এই সিরিজে নিজেকে যেন অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। ব্যাটে-বলে দুরন্ত খেলেও আরও একবার পরাজিতের দলেই স্থান হলো তাঁর। ম্যাচ হেরে ক্লান্ত, অবসন্ন শরীরকে আজও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে টেনে আনতেই হলো দাসুন শানাকাকে (Dasun Shanaka)। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানান বোলিং ব্যর্থতার কারণেই অধরা থেকে গেলো জয়। যেভাবে ভারত ব্যাটিং শুরু করেছিলো আর ফেরার রাস্তা খুঁজে পায় নি তাঁর দল। সঞ্চালকের প্রশ্নের উত্তরে জানান, “আমার মনে হয়,যেভাবে ওদের(ভারতের) ওপেনাররা ইনিংস শুরু করেছিলো , আমরা নতুন বল ঠিকঠাক ব্যবহারই করতে পারি নি। বরং ভারতের বোলাররা নতুন বল দারুণ ব্যবহার করেছে। স্যুইং আদায় করে নিচ্ছিলো ওরা।” বোলিং নিয়ে বিশদে ব্যাখ্যা দিয়েছেন তিনি। বলেন, “আমাদেরও নির্দিষ্ট পরিকল্পনা ছিলো, কিন্তু তার বাস্তব রূপায়ন করতে পারে নি। প্রথম ১০ ওভার আমাদের বোলিং-এ কোনো বৈচিত্র্য ছিলো না।” ফর্মে থাকলেও টপ অর্ডার নয় বরং লোয়ার অর্ডারই কেনো পছন্দ শানাকার? উপায় নেই, মন্তব্য তাঁর। শ্রীলঙ্কা অধিনায়ক জানান, “আমিও মনে করি, আমার আরো ওপরে ব্যাট করা উচিৎ টি-২০তে, কিন্তু দলের জন্য আমায় ৬-এ নামতে হয়, ভানুকা (রাজাপক্ষে) নামে ৫-এ।”