IND vs SL: শেহবাগের শতরান রুখতে অক্রিকেটীয় পন্থা নিয়েছিলো শ্রীলঙ্কা ! সেই কথা মনে করিয়ে রোহিতকে কুর্ণিশ অনুরাগীদের !! 1

IND vs SL: গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ভারত এবং শ্রীলঙ্কা। ইতিমধ্যেই টি-২০ সিরিজে আয়োজক দেশের কাছে পরাজিত হয়েছিলো শ্রীলঙ্কা দল। গতকালের ম্যাচেও হারের মুখ দেখতে হলো তাদের। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির শতরান এবং শুভমান গিল, রোহিত শর্মার অর্ধশতকের সৌজন্যে ৩৭৩ রানের বিশাল স্কোর খাড়া করে ভারত। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলো শ্রীলঙ্কা। লড়লেন পাথুম নিশাঙ্কা। ৮০ বলে ৭২ রান করেন তিনি। ভারতের বিরুদ্ধে নিজের অসামান্য ফর্ম বজায় রাখলেন লঙ্কা অধিনায়ক দাসুন শানাকাও (Dasun Shanaka)। টি-২০ সিরিজে ধারাবাহিক ভালো প্রদর্শন করার পর প্রথম একদিনের ম্যাচে অপরাজিত শতরান করলেন তিনি। তাকঁর ১০৮* রানের পরেও ৩০৬ এর বেশী এগোয় নি শ্রীলঙ্কার ইনিংস। ৬৭ রানে ম্যাচ হারে তারা। শানাকার (Dasun Shanaka) শতরান যে এলো, তার জন্য ভারত অধিনায়ক রোহিত শর্মা’কে অনেকটাই ধন্যবাদ জানাতে পারেন তিনি। বোলারের প্রান্তে ‘মানকাড’ আউট হলেও তাঁকে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নেন রোহিত (Rohit Sharma)। ক্রিকেট মাঠে হিটম্যানের এই ‘স্পোর্টসম্যান স্পিরিট’ তারিফ কুড়োচ্ছে সকলের। সাথে সাথে অনেকেই মনে করাচ্ছেন কিভাবে শেহবাগের শতরান রুখতে জঘন্য এক পন্থা নিয়েছিলো শ্রীলঙ্কা দল।

শানাকা’কে ‘মানকাড’ শামির, আপিল করতে নারাজ রোহিত-

IND vs SL | image: twitter
Mohammed Shami ran Dasun Shanaka out at the bowlers’ end

ডুবতে থাকা শ্রীলঙ্কা ইনিংসকে শেষ ওভার অব্দি টেনে নিয়ে গেলেন দাসুন শানাকা (Dasun Shanaka)। বাকিরা যেখানে হার মেনে নিয়েছিলেন সেখানে পাল্টা লড়লেন তিনি একাই। টি-২০ সিরিজেও ‘টিম ইন্ডিয়া’কে বেগ দিয়েছিলেন তিনি। গতকালও করলেন অপরাজিত শতরান। তবে মাইলস্টোন ছোঁয়া হত না শানাকার যদি না তাঁর পাশে দাঁড়াতেন ভারত অধিনায়ক রোহিত (Rohit Sharma)। শেষতম ওভার চলছে তখন। বল করছেন মহম্মদ শামি। নন-স্ট্রাইকার এন্ডে শ্রীলঙ্কা অধিনায়ক তখন ৯৮ তে। রানের নেশায় শামি (Mohammed Shami) বল ডেলিভারি করার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। মাঝপথে থেমে গিয়ে উইকেটের বেল ফেলে দেন শামি। রান-আউট করেন শানাকা’কে। ক্রিকেটীয় পরিভাষায় যাকে বলা হয় ‘মানকাড’ বা ‘মাঁকড়ীয়’ আউট। তবে বিষয়টি মেনে নেন নি ভারত অধিনায়ক রোহিত শর্মা। হার না মানা এক ইনিংস খেলে যেখানে শতরানের এত কাছে পৌঁছেছেন শানাকা, সেখানে এইভাবে আউট হওয়া তাঁর প্রাপ্য নয় বলেই মনে হয়েছিলো রোহিতের (Rohit Sharma)। শামিকে বলেন আপিল ফিরিয়ে নিতে। জীবনদান পান শানাকা। পরের দুই বলে চার এবং ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন ১০৮ রানে অপরাজিত থেকে। আপিল ফেরানোর সিদ্ধান্ত নিয়ে পরে তিনি জানান, “ও যেভাবে খেলেছে, সেখানে ৯৮ রানের মাথায় এভাবে আউট হওয়া ওর প্রাপ্য ছিলো না। সেই কারণেই আপিল প্রত্যাহার করতে বলেছি।”

দেখুন ঘটনাটি-

সেদিন শেহবাগকে সৌজন্য দেখায় নি শ্রীলঙ্কা-

INd vs SL | image: twitter
Suraj Randiv bowled a deliberate no ball to stop Sehwag from getting a hundred

২০১০ সালে শ্রীলঙ্কার মাঠে এক ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিলো ভারত, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। ডামবুলাতে একটি একদিনের ম্যাচে শ্রীলঙ্কা ১৭০ রানে গুটিয়ে গিয়েছিলো ভারতের বোলিং দাপটে। ব্যাটিং করতে নেমে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ধুন্ধুমারভাবেই শুরু করেছিলেন বীরেন্দ্র শেহবাগ। ৩৫ ওভার শুরুর আগে জয় থেকে মাত্র ৫ রান দূরে ছিলো ভারত। আর ৯৯ রানে ব্যাট করছিলেন শেহবাগ (Virender Sehwag)। সুরজ রণদীভ ওভারের প্রথম বলটিতে চার বাই রান দেন। ভারতের জয়ের জন্য দরকার থাকে আর মাত্র ১ রান। পরের দুটি বলে রান নিতে পারেন নি শেহবাগ। পরের বলটিকে সটান বাউন্ডারির বাইরে পাঠান তিনি। ম্যাচ জয়ের সাথে সাথে এসেছে শতরানও। এই ভেবেই দুই বাহু প্রসারিত করে সেলিব্রেশনে মেতেছিলেন তিনি। কিন্তু তার আগেই নো বল ডেকেছিলেন আম্পায়ার। লাইনের থেকে এগিয়ে গিয়েছিলো রণদীভের (Suraj Randiv) পা। যেহেতু জয়ের জন্য মাত্র এক রান দরকার ছিলো ভারতের, সেহেতু আইসিসি’র নিয়ম অনুসারে ৯৯তেই আটকে থাকতে হয় শেহবাগকে। পরে স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে যে শেহবাগকে (Virender Sehwag) শতরান করা থেকে আটকানোর জন্য ইচ্ছাকৃত ভাবে নো বল করেছিলেন রণদীভ। এই পরিকল্পনাতে অংশ নিয়েছিলেন কুমার সাঙ্গাকারা এবং তিলকরত্নে দিলশান’ও (Tilakratne Dilshan)। সিংহলী ভাষায় সাঙ্গাকারাকে (Kumar Sangakkarra) নাকি বলতে শোনা গিয়েছিলো, “ও ব্যাটে লাগাতে পারলে এক রান পেয়ে যাবে।” রণদীভকে নো-বলের পরিকল্পনা জানান দিলশান। সেইদিন রণদীভকে এক ম্যাচ নির্বাসিত করে শ্রীলঙ্কা বোর্ড, আর দিলশান ও সাঙ্গাকারাকে জরিমানা করা হয়। গুয়াহাটিতে রোহিতের সৌজন্যবোধ ফিরিয়ে আনলো ডামবুলার স্মৃতি।

রণদীভের সেই নো-বল-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *