IND vs SL: দীপক হুডাকে ম্যাচের সেরা বেছে নেওয়ায় অখুশি ওয়াসিম জাফর ! জানিয়ে দিলেন নিজের পছন্দের নাম !! 1

IND vs SL: বছরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নিলো ভারতীয় দল। হার্দিক পান্ডিয়া প্রথমবার দেশের মাঠে নেতৃত্ব দিলেন ‘টিম ইন্ডিয়া’কে। ওয়াংখেড়েতে তাঁকে জয় উফার দিলেন তাঁর দলের তরুণ তুর্কীরা। আগামী টি-২০ বিশ্বকাপে শক্তিশালী একাদশ তৈরি করতে এখন থেকে পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছে ভারতীয় বোর্ড। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বদলে সুযোগ দেওয়া হয়েছে ঈশান কিষন, শুভমান গিলদের (Shubman Gill)। টি-২০ তে জাতীয় দলের টুপি তুলে দেওয়া হয়েছে উমরান মালিক, শিভম মাভিদের (Shivam Mavi) হাতে। সেই তারুণ্যে ভর করেই এশিয়া কাপজয়ী শ্রীলঙ্কাকে গতকাল ধরাশায়ী করলো ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় ভারতকে। শ্রীলঙ্কা বোলাররা প্রাথমিক আঘাত হানলেও পালটা দেন দীপক হুডা (Deepak Hooda) এবং অক্ষর প্যাটেল। ভারতের ছুঁড়ে দেওয়া ১৬৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে পারে নি শ্রীলঙ্কা। ২ রানে ম্যাচ জেতে ‘টিম ইন্ডিয়া।’ ফিনিশারের ভূমিকায় ২৩ বলে ৪৩* করে ম্যাচের সেরা হন দীপক হুডা। দলের জয়ে হুডার (Deepak Hooda) কৃতিত্ব থাকলেও ম্যাচের সেরা নির্বাচনে ভুল হয়েছে বলে মনে করছেন ওয়াসিম জাফর (Wasim Jaffer)। দীপক নন, বরং অক্ষর প্যাটেল (Axar Patel) অথবা তরুণ শিভম মাভির (Shivam Mavi) পাওয়া উচিৎ ছিলো এই পুরষ্কার, এমনটাই জানাচ্ছেন তিনি।

পুরষ্কার পাওয়া উচিৎ ছিলো মাভি বা অক্ষরের-

Shivam Mavi | image: twitter
Shivam Mavi or Axar Patel should have won the Player of the Match award, thinks Wasim Jaffer

ওয়াংখেড়েতে সঙ্কটের মুখে পড়া ভারতীয় ব্যাটিং’কে খাদের কিনারা থেকে টেনে তোলেন দীপক হুডা এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। একসময় যেখানে মনে হচ্ছিলো ১৫০ এর গণ্ডী পেরোবে না ভারতীয় দল, সেখানে দুজনের ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে পৌঁছে দেয় ১৬২ রানের সন্মানজনক স্কোরে। ২৩ বলে ৪১ করে অপরাজিত থাকেন হুডা (Deepak Hooda)। অপরপ্রান্তে ২০ বলে ৩১ রান করেন স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলও (Axar Patel)। এছাড়া বল হাতেও দলের জয়ে অবদান রাখেন তিনি। শেষ ওভারে বাকি ছিলো ১৩ রান। মারমুখী চামিকা করুণারত্নের বিরুদ্ধে মাথা ঠান্ডা রেখে বোলিং করে জয় ছিনিয়ে আনেন তিনি। অপরদিকে অভিষেক ম্যাচেই অসাধারণ খেললেন শিভম মাভিও (Shivam Mavi)। নিজের প্রথম ওভারেই পাথুম নিশাঙ্কাকে আউট করেন তিনি। এরপর ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহীশ তীক্ষণাকে আউট করেন তিনি। ২২ রান দিয়ে ৪ উইকেট নিলেন উত্তরপ্রদেশ পেসার। হুডা নয় বরং দলের জয়ে অক্ষর এবং মাভির অবদান বেশী, সুতরান তাঁদের মধ্যেই বাছা উচিৎ ছিলো ম্যাচের সেরা, বলছেন জাফর (Wasim Jaffer)। জানিয়েছেন, “ আমি শিভর মাভি অথবা অক্ষর প্যাটেলকে ম্যাচের সেরার পুরষ্কার দিতাম। শেষ ওভারে দারুণ বল করেছে অক্ষর। ব্যাট হাতেও অসাধারণ খেলেছে। হুডার সাথে অক্ষরের ইনিংসটাই ভারতকে ১৬০ অব্দি নিয়ে গিয়েছিলো। ও না থাকলে হারত ভারত। তাই মাভি না হলে অক্ষরকেই ম্যাচের সেরা বাছতাম আমি।”

অক্ষরের বোলিং-এ উন্নতি প্রয়োজন মনে করছেন জাফর-

Axar Patel | image: twitter
Axar Patel’s bowling needs some improvement, thinks Wasim Jaffer

গতকাল শেষ ওভারে ১৩ রান বাকি থাকা অবস্থায় ম্যাচ জেতালেও উইকেটের ঝুলি শূন্য থেকে গিয়েছে অক্ষর প্যাটেলের (Axar Patel)। ব্যাট হাতে দলের হয়ে কার্যকরী ভূমিকা নিলেও সীমিত ওভারের ক্রিকেটে বোলার অক্ষরকে এখনও ম্যাচ উইনার হিসেবে পায় নি ‘টিম ইন্ডিয়া।’ বোলিং-এ উন্নতি প্রয়োজন রয়েছে তাঁর। এমনটাই মনে করছেন ওয়াসিম জাফর (Wasim Jaffer)। ভারতীয় দলের ‘বাপু’ সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন ভারত ওপেনার বলছেন, “এর আগেও ব্যাট হাতে ম্যাচ জিতিয়েছে অক্ষর। ৭ নম্বরে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে ও একদিনের ক্রিকেটে। আজও বেশ ভালো ব্যাট করেছে। বেশ কিছু ভালো শট খেলেছে। বেশ ভালো ব্যাট করছে ও। তবে চিন্তা রয়েছে বোলিং নিয়ে। বাঁ-হাতি ব্যাটার ক্রিজে রয়েছে দেখে সম্ভবত হার্দিক পান্ডিয়া শেষ ওভারে অক্ষরের হাতে বল তুলে দিয়েছিলো। তবে এখনও অক্ষরকে বোলিং-এ কিছু উন্নতি করতে হবে। একই সাথে উন্নতি করতে হবে যজুবেন্দ্র চাহাল’কে।” তারকা লেগস্পিনার চাহালের (Yuzvendra Chahal) অফ ফর্মও চিন্তায় রেখেছে ভারতকে। গত ১১ ম্যাচে মাত্র ১০ উইকেট পেয়েছেন তিনি। গতকালও ২ ওভার হাত ঘুরিয়ে বিনা উইকেটে ২৬ রান খরচা করেছেন তিনি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *