IND vs SL:"আর কত দিন এইভাবে চলবে", KL রাহুলকে দলে দেখে ক্ষিপ্ত নেটিজেনদের নিশানায় রোহিত-দ্রাবিড় !! 1

IND vs SL: কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি ভারত এবং শ্রীলঙ্কা। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত লড়াই করেও দলকে জেতাতে পারেন নি শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা (Dasun Shanaka)। বিরাট কোহলির (Virat Kohli) শতরান এবং রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিলদের (Shubman Gill) অনবদ্য অর্ধশতকে ভর করে ভারত সহজেই ম্যাচ জেতে ৬৭ রানের ব্যবধানে। তবে সিরিজের লড়াইতে ফেরার মালমশলা যে তাদের দলে মজুত রয়েছে তা এর আগেও দেখিয়েছে শ্রীলঙ্কা। টি-২০ সিরিজেও প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দুরন্ত কামব্যাক করেছিলো তারা। দলকে লড়াইতে ফিরিয়েছিলেন অধিনায়ক শানাকাই। আজও সেই একই পথে নিজের দলকে চালিত করতে চাইবেন তিনি। অপরপক্ষে গত ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসী ভারতও। রানে ফিরেছেন রোহিত এবং বিরাটের মত দুই মহারথী। ইডেনের চেনা মাঠে দুই তারকার ব্যাটিং বিক্রমে আজই সিরিজ পকেটে পুরে নিতে চাইবে ভারত। গুয়াহাটির মত আজও টসভাগ্য অবশ্য ভারতের বিপরীতেই গেলো। চেনা ছকের বাইরে গিয়ে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক।

দলে এলেন কুলদীপ, এখনও রাহুলে আস্থা দলের-

Kuldeep Yadav | image: twitter
Left arm leg spinner Kuldeep Yadav makes his way back into the Indian XI in the 2nd ODI

যত দিন যাচ্ছে কে এল রাহুলকে (KL Rahul) যেন দলের বোঝা মনে হচ্ছে ভারতীয় সমর্থকদের। রাহুলের প্রতিভা সম্পর্কে কারও কোনো সন্দেহ না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে দিনের পর দিন রান না পাওয়ার পরেও ‘টিম ইন্ডিয়া’ কেনো তাঁকে বয়ে বেড়াচ্ছে তা বোধগম্য হচ্ছে না কারও।  ফর্মে থাকা ঈশান কিষণ দিনের পর দিন বাইরে বসে রয়েছেন সেখানে ভারতীয় দলে এখনও খেলে চলেছেন রাহুল। এই নিয়ে গত ম্যাচের আগেও সরব হয়েছিলেন নেটিজেনরা। গুয়াহাটিতে রাহুল রান না পাওয়ায় সমালোচনার আগুনে ঘৃতাহূতি পড়েছে আরও। ইডেনের একাদশে তাঁকে দেখেই চটেছেন ভারতীয় সমর্থকদের একাংশ। টি-২০ তে সদ্য শতরান করা সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) একদিনের ম্যাচেও ব্যবহার করুক ভারত। এমনটাই দাবী তাঁদের। ঈশান কিষণের (Ishan Kishan) হয়েও সওয়াল করতে দেখা গিয়েছে অনেককে। প্রথম একদিনের ম্যাচের দল থেকে ভারত অবশ্য একটিমাত্র পরিবর্তন করেছে আজকের ম্যাচে। বা বলা ভালো, করতে বাধ্য হয়েছে। কাঁধের পেশীতে টান ধরায় ছিটকে গিয়েছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। বদলে সুযোগ পেয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব। এর আগে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ইডেনে বহু ম্যাচের ভাগ্য লিখেছেন কুলদীপ (Kuldeep Yadav)। চেনা মাঠে সুযোগ পেয়ে ফিরিয়ে আনবেন অতীত ইতিহাস? সেদিকেই নজর এখন সকলের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *