IND vs SL ASIA CUP 2025 PREVIEW: নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, ফাইনালের আগে ঝালিয়ে নিতে চাইবে স্কাই বাহিনী !! 1

এশিয়া কাপের (Asia Cup 2025) নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা (IND vs SL)। ২৬শে সেপ্টেম্বর, শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের (Asia Cup 2025 Super 4) ষষ্ঠ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি নিয়মরক্ষার হতে চলেছে কারণ শ্রীলঙ্কা এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে এবং ভারত ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। বাংলাদেশকে ৪১ রানে পরাস্ত করে ফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছিল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারত। অভিষেক শর্মার ঝোড়ো ৩৭ বলে ৭৫ রানের ইনিংস আর কুলদীপ যাদব (Kuldeep Yadav), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ও অক্ষর প্যাটেলের (Axar Patel) ধারাবাহিক বোলিং—সব মিলিয়ে ‘মেন ইন ব্লু’ তাদের জয়ের ধারাকে অক্ষুণ্ণ রেখেছে। সুপার ফোরের দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শক্তিশালী নেট রানরেট নিয়ে ভারতের ফাইনাল খেলা পাকা। অন্যদিকে, দুটি ম্যাচ শেষে কোনো পয়েন্ট না পেয়ে আনুষ্ঠানিকভাবেই শেষ হয়েছে তাদের অভিযান।

Asia Cup 2025, ম্যাচের সময়সূচি

Asia cup 2025
IND vs SL | Image: Getty Images

ভারত (IND) বনাম শ্রীলঙ্কা (SL)

ম্যাচ নং- ষষ্ঠ সুপার ফোর

তারিখ- ২৬/০৯/২০২৫

ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই

সময়- রাত ৮টা (ভারতীয় সময়)

IND vs SL PITCH REPORT

Ind vs nz, asia cup 2025
Dubai International Cricket Stadium | Image: Getty Images

আগামীকাল ভারত বনাম শ্রীলঙ্কার (IND vs SL) ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ মূলত বোলিং বান্ধব। মাঝের ওভারগুলিতে এখানে ব্যাটসম্যানদের চাপে পড়তে দেখা গিয়েছে। খেলা চলাকালীন স্পিনারদের দাপট দেখা যাবে এখানে। বিগত কয়েক ম্যাচেই স্পিনাররা বেশি মাত্রায় সফল হয়েছেন এখানে। ব্যাটসম্যানদের পাওয়ার প্লের ভিতরে যতটা সম্ভব রান বানানোর চেষ্টা চালাতে হবে। সুপার ফোরের শেষ কয়েকটি ম্যাচ এই মাঠেই খেলা হয়েছিল যে কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে ধীর গতির বোলিংয়ে ব্যাটসম্যানদের বেশ সমস্যায় পড়তে দেখা গিয়েছে। বিশেষ করে রান তাড়া করা দলগুলো এই ভেন্যুতে কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছে। যে কারণে টস জিতে প্রথমে ফিল্ডিং করবেন টস জয়ী অধিনায়ক।

Read More: Asia Cup 2025: “ফাইনালে দেখে নেব…” হুঙ্কার শাহীন শাহ আফ্রিদি’র, পাক পেসারের নিশানায় সূর্যকুমার যাদব !!

দুবাইয়ের আবহাওয়া

আগামীকাল দুবাইয়ের আবহাওয়ার কথা বলতে গেলে, দিনে সর্বাধিক ৩৬ ডিগ্রি তাপমাত্রা লক্ষ করা যাবে। খেলার সময় তাপমাত্রা কমে ২৯ ডিগ্রীতে নেমে আসবে। শুধু তাই নয়, বাতাসে ৬১° সেন্টিগ্রেড তাপমাত্রা লক্ষ করা যাবে। খেলা চলাকালীন ১৯ ডিগ্রি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। তবে, বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

IND vs SL Head to Head

IND vs SL | Image: Getty Images
IND vs SL | Image: Getty Images

ভারত ও শ্রীলঙ্কা ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এই ৩১টি খেলার মধ্যে ভারত ২১টিতে জিতেছে এবং শ্রীলঙ্কা ৯টিতে জয়লাভ করেছে। ১টি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে। শেষবার দুই দল এই ফরম্যাটে যখন এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল তখন ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করেছিল শ্রীলঙ্কা।

দুই দলের সম্ভাব্য একাদশ

ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অর্ষদীপ সিং।

শ্রীলঙ্কা: পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেট রক্ষক), কুশল পেরেরা, চরিথ আসালাঙ্কা (ক্যাপ্টেন), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামেরা, মহেশ থেকশানা, নুওয়ান থুশারা, দুনিথ ওয়েললাগে।

Read Also: AK 47 সেলিব্রেশনেই বিপদে ফারহান! দুবাই পুলিশের নজরে পাক ব্যাটসম্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *