স্পিন আক্রমনের সামনে মাথা নত করলো বিশ্ব চ্যাম্পিয়নরা, ২৭ বছর পর ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় শ্রীলঙ্কার !! 1

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জাজনক পরিণতি বজায় থাকলো ভারতীয় দলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে দীর্ঘ ২৮ বছর পর পরাজিত হলো ভারতীয় দল। সদ্য বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার এরূপ পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে নানান প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আজকের ম্যাচের কথা বলতে গেলে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে আসে টিম শ্রীলঙ্কা, পুরো সিরিজ জুড়ে শ্রীলঙ্কা দল প্রথমেই ব্যাটিং করেছে। আজকের ম্যাচে ওপেনিং করতে আসা পথুম নিশঙ্কা (Pathum Nissanka) ও অবিস্কা ফার্নান্দো (Avishka Fernando) অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখিয়েছেন।

ওপেনার ব্যাটসম্যান ফার্নান্দো আজ ১০২ বলে ৯৬ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে একটি গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেন। ৬৫ বলে ৫টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৪৫ রানের ইনিংস খেলেন। ৮২ বলে ৫৯ রানের ইনিংস খেলেন কুশল মেন্ডিস। দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের থেকে এই ইনিংসের দৌলতে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান বানাতে সক্ষম হয়। এই রান তাড়া করতে এসে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আবার একবার আক্রমণাত্মক সূচনা দিতে শুরু করেন। তবে শুভমান গিল (Shubman Gill) পাওয়ার প্লের ভিতর মাত্র ৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারলো ভারত

Ind vs sl
IND vs SL | Image: Getty Images

টপ অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) ১৮ বলে ২০ রান বানান তিনি। তবে দলের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা সিঙ্গেল ডিজিট স্কোরেই নিজেদের উইকেট হারিয়েছেন। প্রথম ম্যাচ খেলা পন্থ (Rishabh Pant) প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের সূচনা করলেও ৯ বলের মাথায় স্টেপ আউট করতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন। দ্রুত ৪ উইকেট হারানোর পর অক্ষর ৭ বলে ২ এবং শ্রয়েস ৭ বলে ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ভারতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে রোহিত সর্বাধিক ৩৫ এবং সুন্দর ৩০ রান বানাতে সক্ষম হয়েছেন।

শ্রীলঙ্কার হয়ে তরুণ দুনিথ ওয়ালালাগে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। ২ টি করে উইকেট নিয়েছেন জেফ্রি ভেন্ডারডেশাই ও মহেশ তিকশনা। শ্রীলঙ্কার বোলারদের অসাধারণ পারফরমেন্সের জেরে ভারতীয় দলের ব্যাটসম্যানরা ১৩৮ রান বানাতে সক্ষম হয়েছে। ১০০ রানে জয় সুনিশ্চিত করে ভারতের বিরুদ্ধে দীর্ঘ ২৭ বছর পর ওডিআই সিরিজ জয় করলো টিম শ্রীলংকা।

Read Also: IND vs SL: “আর খেলার প্রয়োজন নেই…” শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাটের করুন পরিণতির পর সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *