“মানটা বজায় রেখে…” ভারতীয় দলের পারফরমেন্সে আপ্লুত নেটিজেনরা, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

আজ মরণ বাঁচন ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কা (IND vs SL), মরণ বাচনের লড়াইয়ে আবার একবার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন শ্রীলংকা দলের অধিনায়ক চরিথ আশালঙ্কা। চলতি সিরিজে টস জয় থেকে বিরত থাকতে হয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। শ্রীলঙ্কা দলের ব্যাটসম্যানরা প্রথম ওভার থেকে বেশ ভালো ফর্ম দেখিয়েছে। প্রথমে ব্যাটিং করতে এসে পথুম নিশঙ্কা ৪৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

২৪৮ রানে শেষ হলো শ্রীলঙ্কার ব্যাটিং

Ind vs sl

ফার্নান্দো ও কুশল মেন্ডিস ভারতীয় বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে খেলা শুরু করেন। দলের হয়ে সর্বাধিক ৯৬ রানের ইনিংস খেলেন অবিস্কা ফার্নান্দো। ভারতীয় দলের হয়ে আজ এক্স ফ্যাক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিয়ান পরাগ। মাঝের ওভারে বোলিং করে তিনি অবিস্কা ও আশালঙ্কাকে আউট করেন তিনি। দলের হয়ে ৫৯ রানের একটি ইনিংস খেলেন কুশল মেন্ডিস। ভারতীয় স্পিন আক্রমণের তান্ডবে নাজেহাল হয়ে পড়ে লঙ্কান ব্যাটিং অর্ডার।

শ্রীলঙ্কার হয়ে সামারবিক্রমা রান তুলতে ব্যার্থ হয়। ১২ বলে ৮ রান বানান জনিত লিনানাগে।  ৩ বলে ২ রান বানান দুনিথ ওয়ালালাগে। শেষের দিকে ১৯ বলে ১টি ছক্কার বিনিময়ে ২৩ রান বানান কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis)। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৮ রান বানায় শ্রীলঙ্কা। ভারতীয় দলকে সিরিজে (IND vs SL) সমতা ফেরাতে এই রান তুলতে হবে, আর দলের এই পারফরম্যান্স’এর পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs SL 3rd ODI: অনবদ্য ইনিংস আবিষ্কা’র, রিয়ানের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে ২৪৮-এ রুখে দিলো ভারত !! 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *