“মান টা রেখো…” দ্বিতীয় ম্যাচে দুরন্ত কামব্যাক টিম ইন্ডিয়ার, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

IND vs SL: প্রথম ম্যাচে টাইয়ের রূপে ভারত ও শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচটি বেশ জমে উঠেছে। দ্বিতীয় ম্যাচে আবার একবার টসে জেতেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক চরিথ আশালঙ্কা (Charith Asalanka)। কোনরূপ পরিবর্তন ছাড়াই আজকের ম্যাচে ময়দানে নামে টিম ইন্ডিয়া। প্রথম ওভারে বোলিং করতে এসে প্রথম বলে প্যাভিলিয়নে ফেরেন পথুম নিশঙ্কা (Pathum Nishanka)। প্রথম উইকেট হারানোর পর পাওয়ার প্লেতে লঙ্কান দল ৪২ রান বানাতে সক্ষম হয়েছে।

ধীরগতির উইকেটে আবার ভারতীয় স্পিনাররা তাদের কার্যসিদ্ধি করতে শুরু করে দেয়। শ্রীলঙ্কার হয়ে ফার্নান্দো ও মেন্ডিসের বানানো ৭৪ রানের পার্টনারশিপটি ভাঙেন ওয়াসিংটন সুন্দর। শ্রীলঙ্কা দলের হয়ে ৬২ বলে ৪০ রানের ইনিংস খেলেন অবিস্কা ফার্নান্দো। ৪২ বলে ৩টি চারের বিনিময়ে ৩০ রান বানান কুশল মেন্ডিস (Kushal Mendis)।  দুই ওভারের মধ্যেই দুই সেট ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ফেলে শ্রীলংকা দল।

২৪০ রানে শেষ হলো শ্রীলঙ্কার ব্যাটিং

ind-vs-sl-lower-order-kept-sl-afloat
IND vs SL | Image: Getty Images

ভালো সূচনা দেওয়ার পর প্রথম ম্যাচের মতন আজকের ম্যাচেও খুব অল্প রানের মাথায় চটজলদি উইকেট হারাতে শুরু করে দেয় শ্রীলঙ্কা। ১৩৬ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। দলের হয়ে শেষের দিকে আবার একবার গুরুত্বপূর্ণ ফাইট ব্যাক দেখান দুনিথ ওয়ালালাগে ও কামিন্দু মেন্ডিস।  ৬৮ বলে ৭২ রানের পার্টনারশিপ দেখতে পাওয়া যায় এই দুই অলরাউন্ডার দের মধ্যে।

শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রান বানাতে সক্ষম হয়। ভারতীয় বোলারদের মধ্যে ওয়াসিংটন সুন্দর কেবলমাত্র ৩০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। তাছাড়া ৩৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। পাশাপাশি অক্ষর ও সিরাজ ১টি করে উইকেট নিয়েছেন। ভারতীয় দলের পরপর দুই ম্যাচে অসাধারণ বোলিং প্রদর্শনের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs SL 2nd ODI: ভারতের গলার কাঁটা সেই ‘লোয়ার অর্ডার’, প্রথম ব্যাটিং করে ২৪০ তুললো শ্রীলঙ্কা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *