“একেই বলে পারফরমেন্স…” শ্রীলঙ্কাকে ২৩০ রানে আটকে রেখে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !! 1

টি-টোয়েন্টি সিরিজে (IND vs SL) শ্রীলঙ্কাকে ৩-০ ব্যাবধানে পরাস্ত করার পর টিম ইন্ডিয়া আজ ওডিআই সিরিজে লঙ্কান বাহিনীর মুখোমুখি হয়েছে। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স বজায় রাখলো টিম ইন্ডিয়া। মাত্র ২৩০ রানের মাথায় শেষ হলো শ্রীলঙ্কা দলের ব্যাটিং, আজকের ম্যাচের কথা বলতে গেলে আজকের প্রথম ওডিআই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক চরিথ আশালঙ্কা (Charith Asalanka)। প্রথমে ব্যাটিং করতে এসে শ্রীলঙ্কা দলের ব্যাটিং ধস দেখা যায়। পাওয়ার প্লের ভিতরেই মোহাম্মদ সিরাজের বলে উইকেট হারান শ্রীলঙ্কার ওপেনার আভিষ্কা ফার্নান্দো। কেবলমাত্র ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

২৩০ রানে শেষ হলো শ্রীলঙ্কার ব্যাটিং

Ind vs sl
IND vs SL | Image: Getty Images

ভারতীয় দলের বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে পাওয়ার প্লের ভিতর কেবলমাত্র ৩৭ রান বানাতে সক্ষম হয় শ্রীলঙ্কা দল। টপ অর্ডার ব্যাটসম্যানের জুটি ভাঙতে রোহিত শর্মা বল তুলে দেন দুবের হাতে এবং তিনি ইনফর্ম কুশল মেন্ডিসকে ১৪ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরান। মাত্র ১০১ রানের মাথায় অর্ধেক শ্রীলঙ্কান দল প্যাভিলিয়নে ফিরে যায়। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৬৬ রানের ইনিংস খেলেন দুনিথ ওয়েলালাগে। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেবলমাত্র ওপেনার পথুম নিশঙ্কা ৭৫ বলে ৫৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

তাছাড়া, ২০ রান বানান লিয়ানাগে, ২৪ রানের ইনিংস খেলেন হাসারাঙ্গা এবং স্পিনার আকিলা ধনঞ্জয়’র  ১৭ রানের দৌলতে শ্রীলঙ্কা দল ৮ উইকেটের বিনিময়ে মাত্র ২৩০ রান বানাতে সক্ষম হয়। ভারতীয় দলের হয়ে ২ টি উইকেট নিয়েছেন অক্ষর (Axar Patel) ও অর্ষদীপ (Arshdeep Singh)। কঠিন শ্রীলঙ্কান দলের অলরাউন্ডার ওয়ালালাগের এই পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে বেশ খ্যাতি পেয়েছেন তিনি। এর আগেও তিনি এশিয়া কাপ ২০২৩’ এর সময় ভারতের বিরুদ্ধে দারুন প্রদর্শন দেখিয়েছিলেন। তবে আজকের ইনিংসটি ছিল তার ক্যারিয়ারের সেরা এবং অন্যদিকে ভারতীয় দলের এই অসাধারণ বোলিং পারফরমেন্সের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs SL: ভারতীয় বোলিংয়ের সামনে নাজেহাল লঙ্কান ব্যাটিং, ৫০ ওভার শেষে দলের মোট রান ২৩০ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *