ind-vs-sa-yash-dayal-added-to-squad
IND vs BAN | Image: Getty Images

IND vs SA: ৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রোটিয়াদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করছে মেন ইন ব্লু। যদিও টেস্ট সিরিজের কেউই নেই দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় স্কোয়াডে। দলের সাথে নেই হেড কোচ গৌতম গম্ভীর’ও। কার্যনির্বাহী প্রশিক্ষক ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) তত্ত্বাবধানে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া’রা। সাম্প্রতিক সময়ে টি-২০তে নজর কেড়েছে ভারত। জুনে কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে এসেছিলো ৪-১ জয়। এরপর শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ১০০ শতাংশ ম্যাচে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। দক্ষিণ আফ্রিকার মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও সেই ছন্দ ধরে রাখার লড়াই সূর্যকুমারদের সামনে।

Read More: অস্ট্রেলিয়া বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় এন্ট্রি পাক্কা শ্রেয়াস আইয়ারের, রঞ্জি ট্রফিতে তুললেন ঝড় !!

যশ দয়াল যোগ দিলেন দলের সাথে-

Yash Dayal | IND vs SA | Image: Getty Images
Yash Dayal | Image: Getty Images

নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) টেস্ট সিরিজ চলাকালীনই দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ও অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড ঘোষণা করেছিলো বিসিসিআই। বর্ডার-গাওস্কর ট্রফিতে দেখা যাবে অধিকাংশ তারকা ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার টি-২০র সিরিজের জন্য মূলত তারুণ্যে বলীয়ান স্কোয়াডই বেছে নিয়েছিলেন অজিত আগরকার’রা (Ajit Agarkar)। ডাক পেয়েছিলেন রমনদীপ সিং, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা। রবিবার প্রথম ম্যাচ ডারবানে। খেলা শুরুর মাত্র দুই দিন ভারতীয় স্কোয়াডের শক্তি বাড়ানোর কথা ভাবলো বিসিসিআই। পেসার যশ দয়ালকে (Yash Dayal) উড়িয়ে আনা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে ভারত-এ’র হয়ে লাল বলের সিরিজ খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে তড়িঘড়ি টি-২০’র ময়দানের নামানোর সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে নির্বাচকদের।

২০২৩-এর আইপিএলে (IPL) এক ওভারে পাঁচ ছক্কা খেয়ে অন্ধকারে তলিয়ে গিয়েছিলেন যশ দয়াল (Yash Dayal)। কিন্তু এক বছরের মধ্যেই দারুণ কামব্যাক করতে সক্ষম হয়েছেন তিনি। ২০২৪-এর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ভালো পারফর্ম্যান্স করেছেন। সেই কারণেই ৫.৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে আগামী মরসুমের জন্য ‘রিটেন’ও করেছে ফ্র্যাঞ্চাইজি। ঘরোয়া ক্রিকেটেও নজর কেড়েছেন যশ। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন ভারতীয় স্কোয়াডে। যদিও মাঠে নামার সুযোগ পান নি। ইরানী কাপের জন্য সিরিজের মাঝপথেই তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছিলো। দক্ষিণ আফ্রিকায় (IND vs SA) প্রথমবার টি-২০ স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। ডারবানে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয় কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে।

ভারত-এ দলে কে এল রাহুল-

KL Rahul | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতের টেস্ট সিরিজ (IND vs AUS)। প্রস্তুতি সারতে আগেভাগে ক্যাঙারুর দেশে উড়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন ক্রিকেটাররা। সূত্রের খবর যে স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় অস্ট্রেলিয়াগামী বিমানে উঠবেন আগামী ১০ নভেম্বর। তবে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে কে এল রাহুল (KL Rahul) ও ধ্রুব জুড়েল’কে (Dhruv Jurel)। আজ থেকে শুরু হওয়া ভারত-এ বনাম অস্ট্রেলিয়া-এ ম্যাচে দুজনেই খেলছেন ভারত-এ দলের হয়ে। অভিমন্যু ঈশ্বরণের সাথে ওপেন করেছেন রাহুল। মিডল অর্ডারে খেলেছেন ধ্রুব। স্কট বোল্যান্ডের বলে কর্ণাটকের তারকা আউট হয়েছেন ৪ বলে ৪ রান করে। নজর কেড়েছেন ধ্রুব। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার করেছেন ৮০ রান। প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গিয়েছে মাত্র ১৬১ রানে। যশ দয়ালের বদলে এই ম্যাচে খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণা।

Also Read: IND vs SA: দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াডে বদল, এই তারকার বদলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিচ্ছেন ঈশান কিষণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *