IND vs SA: অধিনায়ক হিসেবে নিজের অপরাজিত রেকর্ড দক্ষিণ আফ্রিকার মাটিতেও বজায় রাখলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশের মত প্রতিপক্ষের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছিলো তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দল। গত বছর দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতে হয়েছিলো ১-১ ড্র করে। এবার সেখানেও জয়ের পতাকা ওড়ালেন তিনি (IND vs SA)। ডারবানে জিতে সিরিজ শুরু করেছিলো ভারত। কেবের্হার হার খানিক চাপে ফেলেছিলো তাদের। কিন্তু সেঞ্চুরিয়র ও জোহানেসবার্গের টানা দুই জয় সাফল্যের সোনালি আলোয় রাঙিয়ে দিলো দল’কে। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের মত একঝাঁক তারকা ছিলেন না স্কোয়াডে, তাও জয় আটকায় নি ভারতের। তরুণ ব্রিগেডের এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসলেন খোদ অধিনায়ক।
Read More: IND vs SA, 4TH T20I 2024 HIGHLIGHTS: সঞ্জু-তিলকের আগ্রাসী ব্যাটিংয়ে কুপোকাত দক্ষিণ আফ্রিকা, ১৩৫ রানে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া !!
খেলা শেষে সাক্ষাৎকারে দেওয়ার সময় সূর্য (Suryakumar Yadav) প্রথমেই বলেন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার কথা। তাঁর সাফ বক্তব্য, “বিদেশের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারে গোপনীয়তা কিছু নেই। যেদিন আমরা ডারবানে প্রথম পা রেখেছিলাম, সেদিন থেকেই আমাদের পরিকল্পনা খুব স্পষ্ট ছিলো। আমরা ২-১ এগিয়ে থাকা সত্ত্বেও ভালো বিষয়গুলি অনুসরণ করতে চেয়েছিলাম। ফলাফল কি হবে তা নিয়ে বিশেষ ভাবি নি। বাকি যা হয়েছে, তা স্বভাবিক গতিতেই হয়েছে।” প্রোটিয়াদের বিরুদ্ধে (IND vs SA) চার ম্যাচে দু’টি করে শতরান করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও তিলক বর্মা (Tilak Varma)। এর মধ্যে থেকে সেরা ইনিংস বাছতে রীতিমত কালঘাম ছুটছে সূর্য’র। হাসিমুখে বলেন, “বিষয়টা খুবই কঠিন। আমি ওদের সাথে কথা বলেছি। যা ওরা বলেছে, সেটা সত্যিই ওরা করে দেখিয়েছে।”
গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-২০ সিরিজ খেলা এই সাফল্যের অন্যতম চাবিকাঠি বলে জানিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি বলেন, “গতবার যখন খেলেছিলাম, তখন দেখেছিলাম যে সন্ধ্যের পর যখন তাপমাত্রা এখানে কমে যায় আর ফ্লাডলাইট জ্বলে ওঠে, তখন পিচ থেকে সাহায্য পাওয়া যায়।” জুনের আইসিসি টি-২০ বিশ্বকাপ জয় যে আত্মবিশ্বাস বাড়িয়েছে তাও স্বীকার করেন সূর্য। সিরিজ জয়ের অব্যবহিত পরে কি প্রতিক্রিয়া হয়েছিলো তা সাক্ষাৎকার দিতে এসে আর মনে করতে পারেন নি ভারতীয় অধিনায়ক। তবে জানিয়েছেন, “দক্ষিণ আফ্রিকা সফর অত্যন্ত চ্যালেঞ্জিং। এই জয় অত্যন্ত স্পেশ্যাল, যেটা সবসময় আমি মনে রাখবো।” শেষে কোচিং স্টাফদের ধন্যবাদ দিয়েছেন তিনি। বলেন, “ওরা খেলা উপভোগ করেছেন। আমাদের বলে দিয়েছিলেন ‘যা করতে চাও করো। যদি প্রথম ব্যাটিং করতে চাও তো তাই করো’।”
Also Read: IND vs SA 4th T20i Stats Review: দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানে হারিয়ে সিরিজ জয় ভারতের, ধুন্ধুমার ম্যাচে তৈরি হলো ১১ নয়া রেকর্ড !!