IND vs SA

IND vs SA: সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে আজ মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। আজ যে পক্ষই জিতবে তারা এগিয়ে যাবে ২-১ ফলে। গুরুত্বপূর্ণ লড়াইতে টস ভাগ্য সুপ্রসন্ন হয় নি টিম ইন্ডিয়ার। সিরিজে তৃতীয় বার প্রথমে বোলিং বেছে নিয়েছেন এইডেন মার্করাম (Aiden Markram)। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারে নি মেন ইন ব্লু। ফের একবার শূন্য রানেই বোল্ড হয়েছেন সঞ্জু স্যামসন। কেরিয়ারে দ্বিতীয় বার টানা দুই ম্যাচে শূন্য করে সাজঘরে ফেরার বিরল নজির গড়লেন কেরলের ক্রিকেটার। দ্বিতীয় উইকেট পার্টনারশিপে ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন অভিষেক শর্মা ও তিলক বর্মা (Tilak Varma)। কিন্তু অর্ধশতকের গণ্ডী পেরোনোর পর ফেরেন অভিষেক’ও। আজ চার নম্বরে নেমেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু অফ ফর্মের কাঁটা উপড়ে ফেলতে পারলেন না তিনি।

Read More: IND vs SA 3rd T20i: “এবার আসল ফর্মে ফিরেছে…” সঞ্জু ঝুলিতে আবার ‘শূন্য’, কটাক্ষের স্রোতে ভাসালো নেটদুনিয়া !!

গত কয়েকটি ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে রান পাচ্ছিলেন না সূর্যকুমার (Suryakumar Yadav)। আজ পছন্দের চার নম্বরে ফেরেন তিনি। কিন্তু লাভ হলো না তাতেও। ৪ বলে ১ রান করেই আন্দিলে সিমিলানের বলে ক্যাচ তুলে দেন । গুড লেন্থে পিচ করানো ডেলিভারি বাইরে পিচ করানো ডেলিভারির বিরুদ্ধে লফটেড শট খেলতে চেয়েছিলেন ভারতীয় অধিনায়ক। কিন্তু সঠিক সংযোগ ঘটাতে পারেন নি বলের সাথে ব্যাটে। ফলে ধরা পড়েন মার্কো ইয়ানসেনের (Marco Jansen) হাতে। টি-২০ ক্রিকেটে তাঁকে এভাবে অফ ফর্মের শিকার হতে দেখা যায় নি আগে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের তিনটি ম্যাচে তাঁর রান সংখ্যা ২১, ৪ ও ১। যা চিন্তায় ফেলেছে অনুরাগীদের। নেটমাধ্যমে ইতিমধ্যেই নিজেদের মতামত ব্যক্তও করেছেন তাঁরা।

‘চেনা সূর্য’কে দেখতেই পাওয়া যাচ্ছে না’ লিখেছেন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ‘এই কঠিন সময় কাটিয়ে উঠতে না পারলে সমস্যায় পড়বে দল’ মন্তব্য আরও একজনের। ‘মিস্টার৩৬০ ডিগ্রীর আত্মবিশ্বাসটাই দেখতে পাচ্ছি না’ লিখেছেন আরও একজন। কেউ কেউ দুষছেন অধিনায়কত্বের বাড়তি দায়িত্বকে। ‘চাপের মধ্যে রয়েছে সূর্যকুমার, সেটাই প্রতিফলিত হচ্ছে ব্যাটিং-এ। ভারতের অধিনায়ক সূর্যকুমারের চেয়েও ব্যাটার সূর্যকুমারকে অনেক বেশী দরকার’ লিখেছেন টিম ইন্ডিয়ার এক সমর্থক। টানা ব্যর্থতার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রলিং-ও এড়াতে পারেন নি ভারত অধিনায়ক। ‘কঠিন পিচে বরাবরই মুখ থুবড়ে পড়ে সূর্য, এ আর নতুন কি’ খোঁচা জনৈক নেটিজেনের। ‘সূর্যে মনে হয় গ্রহণ লেগেছে’ লিখেছেন আরও একজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs SA 3RD T20I 2024 TOSS REPORT IN BENGALI: টস জিতলো দক্ষিণ আফ্রিকা, জয়ের মুখ দেখতে ভারতীয় দলে এন্ট্রি নিলেন KKR তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *