IND vs SA

IND vs SA: তিন ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ফলে এগিয়ে টিম ইন্ডিয়া (IND vs SA)। আজ ওয়ান্ডারার্সের মাঠে ম্যাচ জিতলে সিরিজ পকেটে পুরে ফেলবে তারা। সেই লক্ষ্য সামনে রেখেই মাঠে নেমেছেন ক্রিকেটাররা। প্রথম তিন ম্যাচের তিনটিতেই টস গিয়েছিলো বিপক্ষে। আজ অবশেষে ভাগ্য সুপ্রসন্ন হয়েছে ভারতের। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আগের খেলাগুলিতে ওপেনিং জুটি ভুগিয়েছিলো ‘মেন ইন ব্লু’কে। আজ কিন্তু দেখা গেলো সম্পূর্ণ উলটো ছবি। সেঞ্চুরিয়নের পর জোহানেসবার্গেও ঝোড়ো ব্যাটিং অভিষেক শর্মা’র (Abhishek Sharma)। ১৮ বলে ৩৬ করেন তিনি। প্রথম উইকেটের জুটিতে ওঠে ৭৩ রান। অপরপ্রান্তে ধুন্ধুমার ইনিংস সঞ্জু স্যামসনেরও। আরও একবার জাত চেনালেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার।

Read More: IND vs SA, 4TH T20I 2024 TOSS REPORT IN BENGALI: অবশেষে টস জিতলো সূর্যকুমার, সিরিজ জিততে একই একাদশ নিয়েই মাঠে নামছে ভারত !!

হায়দ্রাবাদে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। চলতি টি-২০ সিরিজের (IND vs SA) প্রথম ম্যাচটিতেও জ্বলে উঠেছিলো তাঁর ব্যাট। আন্তর্জাতিক টি-২০’র আঙিনায় চতুর্থ ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে তিন অঙ্কের গণ্ডী পেরোনোর রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর অবশ্য আচমকাই নীচের দিকে নেমেছিলো তাঁর ফর্মের গ্রাফ। কেবের্হা ও সেঞ্চুরিয়নে জোড়া শূন্য জুটেছিলো ভাগ্যে। পুনরায় শুরু হয়েছিলো প্রশ্ন ওঠা। আজ ব্যাট হাতে ঝড় তুলে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন তিনি। শুরু থেকেই আগ্রাসী ছিলেন সঞ্জু (Sanju Samson)। জেরাল্ড ক্যুৎসিয়ে, লুথো সিম্পালা, মার্কো ইয়ানসেন-কোনো বোলারকেই রেয়াত করেন নি তিনি। দ্রুত পেরোন পঞ্চাশের মাইলস্টোন। ৫১ বলে শতরানের সীমারেখাও পেরিয়েছেন তিনি।

সঞ্জু’র (Sanju Samson) বিক্রমে আজ অভিভূত জোহানেসবার্গে উপস্থিত ক্রিকেটজনতা। প্রোটিয়া বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন তিনি। একের পর এক ছক্কা-চার হাঁকিয়ে হয়ে উঠলেন ত্রাস। কেবল প্রতিপক্ষ বোলিং আক্রমণ নয়, তাঁর রোষের ফল ভুগতে হলো দর্শকাসনে উপস্থিত থাকা এক তরুণীকেও। ম্যাচের দশম ওভারে তখন বোলিং করছিলেন ট্রিস্টান স্টাবস। লেগ স্টাম্পের লাইনে পিচ করা ডেলিভারিকে মিড-উইকেটের উপর দিয়ে উড়িয়ে দেন সঞ্জু। ফিল্ডারদের মাথার উপর দিয়ে তা উড়ে যায় গ্যালারিতে, সটান আছড়ে পড়ে এক দর্শকের মুখে। সঙ্গে সঙ্গে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ধরে ঐ তরুণীকে। সাদা বলের ধাক্কায় বেশ ‘আহত’ হয়েছেন তিনি। রুমাল দিয়ে মুখ ঢাকতে দেখা যায় তাঁকে। ঐ তরুণীর দুরবস্থা নজরে আসে সঞ্জু’র। হাত তুলে ক্ষমা চান তিনি।

দেখুন ভিডিও-

Also Read: IND vs AUS: চোটের কবলে দুই ব্যাটার, সিরিজ শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *