IND vs SA

IND vs SA: ডারবানের কিংসমিড স্টেডিয়ামে আজ প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। জুন মাসে টি-২০ বিশ্বকাপের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইতে জয় ছিনিয়ে নিয়েছিলো টিম ইন্ডিয়া। সেই ম্যাচের ফলাফলের পুনরাবৃত্তি আজ হবে ? নাকি বদলার স্বাদ পাবে প্রোটিয়ারা? প্রশ্নের উত্তরের খোঁজে ক্রিকেটজনতা। মেঘাচ্ছন্ন ডারবানে আজ টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন এইডেন মার্করাম। অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকা সিরিজে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিলদের মত তারকাদের স্কোয়াডেই রাখা হয় নি। আরও একবার ওপেনার হিসেবে সুযোগ পেয়েছিলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন (Sanju Samson)। অভিষেক রান পান নি। তবে সম্পূর্ণ উলটো ছবি দেখা গেলো সঞ্জু’র ব্যাটে।

Read More: IND vs SA 1st T20i: “যত গর্জায়, তত বর্ষায় না…” আবারও ব্যর্থ অভিষেক শর্মা, ট্রলের বন্যায় ভাসলেন ভারতীয় ওপেনার !!

বাংলাদেশের বিরুদ্ধে হায়দ্রাবাদের মাঠে শতরান করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। আজও রানের রংমশাল জ্বালালেন তিনি। সেদিন যেখানে শেষ করেছিলেন, আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিক সেখান থেকেই শুরু করলেন তিনি। চার-ছক্কার ঝড় তুলে প্রোটিয়াদের নাস্তানাবুদ করলেন তাঁদেরই ঘরের মাঠে। নিখুঁত ব্যাটিং করতে দেখা গেলো তাঁকে। দশ বার দক্ষিণ আফ্রিকান বোলারদের গ্যালারিতে আছড়ে ফেলেন তিনি। মাত্র ৪৭ বলে করেন শতরান। প্রথম ভারতীয় হিসেবে টানা দুটি টি-২০ ম্যাচে শতকের গণ্ডী পেরিয়ে রেকর্ড বইতে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেললেন সঞ্জু (Sanju Samson)। ২০১৫ থেকে টি-২০ খেলছেন তিনি। কিন্তু জাতীয় দলে নিয়মিত হয়ে উঠতে আর পারেন নি। আজকের ইনিংসকে বহু উপেক্ষার জবাব বলে মনে করছেন তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ার দেওয়াল তাই ভরেছে শুভেচ্ছা বার্তায়।

‘আর কারও সাহস হবে যখন তখন বাদ দেওয়ার?’ নির্বাচকদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এক নেটনাগরিক। ‘সঞ্জুর প্রতিভা নিয়ে প্রশ্নের আর কোনও জায়গাই রইলো না’ মন্তব্য আরও একজনের। ‘আজ সঞ্জু সুনামিতে ভেসে গেলো দক্ষিণ আফ্রিকা’ লিখেছেন আরও একজন। তবে কেরলের উইকেটরক্ষক ফিরতেই ধস নামে ভারতীয় ব্যাটিং-এ। হার্দিক পান্ডিয়া থেকে রিঙ্কু সিং-ফিনিশার হিসেবে সুবিধা করতে পারেন নি কেউই। একটা সময় ২৪০-এর কাছাকাছি ভারত পৌঁছে যেতে পারে বলে মনে করা হয়েছিলো। সেখান থেকে স্কোরবোর্ড থামলো কেবল ২০২ রানেই। ‘ডেথ ওভারের ব্যর্থতা ভাবনা বাড়িয়েছে’ স্পষ্ট মন্তব্য এক অনুরাগীর। ‘সঞ্জু না থাকলে বিপদ ছিলো’, বাকিদের ব্যাটিং পারফর্ম্যান্সকে ‘অশনি সঙ্কেত’ই মনে করছেন কেউ কেউ।

দেখে নিন ট্যুইট চিত্র-

.

Also Read: নিশানায় শাহরুখ খান, উড়ো ফোনে প্রাণনাশের হুমকি পেলেন নাইট রাইডার্স কর্ণধার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *